ইতিবাচত থাকুন।

যেখানে অর্থ নেই, সেখানে ভালবাসাও দুর্লভ | ----- স্যার টমাস ব্রাউ

Wednesday, April 20, 2016

স্বপ্নের রাজকুমার


স্বপ্নের রাজকুমার

লেখা---স্বর্নালী অস্পরী

------------------
মনে মনে ভাবতাম তোমায়, কেমন হবে তুমি,
অদৃশ্য কেউ এক জন চোখে উঠতো ভেসে।। .
.
দেখতে পেতাম না তবুও হয়ে যেত হাজার ও স্বপ্ন বুনা।
হঠাৎ্ তোমার দেখা স্বপ্ন নয় সত্যি,।
.
.সত্যি তুমি অনেক সুন্দর আমার স্বপ্নে দেখা রাজকুমার,।
কিন্তু অনেক দূরে থাক তুমি পাই না একটু ছুতে তোমায়।
.
বাস্তবেও কখনো দেখেনি তোমায় দেখেছি ছবিতে,
অনেক ভাল তুমি শুধু একটু অভিমানি,।। .
.
শুধু শুনতে পাই তোমার মধুর কণ্ঠ স্বর,
এটাই অনেক চাই না কিছু আর ।।।
.
অনেক ভালবাসি তোমায়!

at April 20, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Tuesday, April 19, 2016

একটা স্বপ্নের প্রিয়াঙ্কা)


একটা স্বপ্নের প্রিয়াঙ্কা)

by- চোখের বালি

বাস টা যে কখন ছাড়বে আর
ভাল লাগে না। এমন টা বসে
বসে ভাবছি আর কানে ইয়ার
ফোন লাগানোর পরিকল্পনা
করছি। এমন সময় কোথা থেকে
এক টুকরো সৌন্দর্য এসে
বললো.....
-- এই যে? আপনার পাসের সিট
টাতে কেহ আছে??
-- না কেহ নাই আপনি বসতে
পারেন।
.
-- থ্যাংক। কিন্তু আমি তো
জানলার পাসে বসবো
আমার আবার..........
-- বুচ্ছি বুচ্ছি। মেয়েদের এটা
কমোন ব্যাপার ওকে বসেন।
-
( মনে মনে ভাবছি কোন
রাজকন্যা এলো রে)
বাস ছাড়লো। আমি কেবল ভাল
ভাবে বসতে যাবো আর কানে
ইয়ার ফোন টা দিবো।সাথে
সাথে মেয়ে বললো-
-- আযিব তো আপনি?..
-- কেন কি হলো?? আমি কি
করলাম??
.
-- ন্যাকা।বুঝতেছেন না??
-- না। কি??
.
-- আমি জলজ্যান্ত মানুষ আপনার
পাসে আপনি কানে সাউন্ড
বক্স লাগাচ্ছেন.. সবাই যানে
আমানার ফোনে গান হয় এটা
নতুন করে দেখাতে হবে না।
.
-- তো কি করবো?? ( নরম সুরে)
--গল্প করুন..
-- আযোব চিনি না কি গল্প
করবো??
--আমি প্রিয়াঙ্কা। বাড়ি
যাচ্ছি..... আপনি??
-- হৃদান। বাড়ি যাচ্ছি।। আপনার
বাসা??
.
-- ঐ বাসা যেনে কি করবেন
যাবেন নাকি?? এ পযন্ত
জানলে হবে।
-- ওকে সরি..
-- আযিব তো। কিসের সরি??
-- আপনার বাসা জিজ্ঞাস
করলাম আপনি রাগ করলেন.।
--
প্রিয়াঙ্কা ওর ঠিকানা বলে
দিল তারপর আমার টাও বলতে
হলো মাত্র ৩০ কি:মি যেতেই
দুজনে এতো আপন করে নিলাম
যে মনে হলো।। প্রিয়াঙ্কা
আমার ছোট বেলার বন্ধবী।
কিছু পথ যেতেই ওর বমি শুরু হয়ে
গেল। মহাবিপদ।।কি করবো।।
মাথায় জল দিয়ে দিলাম। যাই
হোক বমি কমে গেল।।কিন্তু ওর
অবম্থা তো কাহিল।। নেতিয়ে
পড়ছে।।
.
এর মধ্যে ওর ফোনো বার বার
ফোন দিচ্ছে।।সে এক বিপদ
রিসিফ করবো কি না।।এদিকে
আমার বাড়ি প্রাই চলে
আসছে।।মাথায় কিছু আসছে।।
প্রিয়াঙ্কা তো ঘুমে যেন
রাজ্য জয় করছে।।
.
এর মধ্যে ওর যাওয়ার বাস
ভাড়া ৯০ টাকা আমি দিলাম।
যদিও ওর পার্টস টা আমার
হাতে ছিলো.. তভুও হাত দেই
নাই।।
.
আর সহ্য হলো না।।ওর ফোনে
আসা কল একটা রিসিপ করলাম--
Calling -- Baba GP
- হ্যালো..। আংকেল
প্রিয়াঙ্কা তো বমি করে একটু
অসুস্ত হয়ে পড়ছে তো আমি কি
করবো...?
-- আমি ওর মা বলছি।। কি হয়ছে
আমার মামনির।। বাবা তুমি
কে জয়ন্ত??
-- না আন্টি আমি হৃদান আমরা ---
(( এক কলেজে ---- বলতে গিয়েই
মাথায় আসলো প্রিয়াঙ্কা
তো মহিলা কলেজে পড়ে।।
কথা ঘুরাই বললাম আন্টি আমরা
এক কলেজের স্যারের কাছে
ব্যাচ করি।।আমার নাম হৃদান
.
-- ও তাহলে বাবা ওকে বাস
স্টপ পযন্ত এগিয়ে দিও।
-- আচ্ছা আন্টি চিন্তা করবেন
না।
এর মধ্যে আমার বাবা মা দাদু
দিদি ফোনের
উপর ফোন করছে। বললাম বন্ধুর
বাড়ি যাবো ফিরতে রাত
হবে।
এর মধ্যে প্রিয়াঙ্কা বলে
উঠলো-
-- রাতে হবে মানে?? মাকে
বলো কাল বিকালে ফিরবা।
-- এই তুমি সুস্ত?? বাবা কতটা
জ্বালান জ্বালালে আমাই
.
প্রিয়াঙ্কা বললো
জ্বালানোর দেখছো কি এখন
তো শুরু-
বলতে বলতে চলে এলাম। বাস
স্টপ। দুজনে নামলাম।।
দেখি চারিদিক থেকে লোক
জন আত্মীয় স্বজন ছুটে আসছে।।সব
প্রিয়াঙ্কার আত্মীয় স্বজন।
( মনে মনে ভাবছি আদরের
ননীর পুতুল)
প্রিয়াঙ্কা র সাথে কথা বলা
শেষ করে প্রিয়াঙ্কা র বাবা
মার সাথে পরিচয় করাতে
যাবে।তখনি
ওর মা বললো--
ওসব পরিচয় টরিচয় পরে হবে।
আগে বাড়ি চল তো।
আমি বাবা বলে সম্মোধন করে
বললো
-- চলো বাবা হৃদায়..
--উফপপপপ আন্টি আমি হৃদয় না
হৃদান।
-- ঐ হলো।।চলো তো।
( এর মধ্যে আমরা গ্রামের সেই
চার চাকা ভ্যানের পিছনে
দুজন বসছি আমি আর
প্রিয়াঙ্কা। মনে হচ্ছে কেন
যেন এক অদ্ভুদ রকম ভাল লাগছে))
মনে মনে কত কি ভাবছি...
হুট করে -
-
-
-ভ্যানটা একটা গর্তে পড়লে
হালকা ঝাকুনি তে
***********
আমার ঘুম টা ভেঙে গেল।
সাথে সাথে স্বপ্নটাও।তখন
নিজের উপর রাগ যা হচ্ছে uff
কেন এটা সত্যি হলো না??
Miss You প্রিয়াঙ্কা। স্বপ্ন না
হয়ে বাস্তব হলে ভালবাসি
তোমায় বলেই দিতাম.........
( একটা স্বপ্নের প্রিয়াঙ্কা)
চোখের বালি
 
at April 19, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

ছিছিছি তোর Bf নাই??

ছিছিছি তোর Bf নাই??

www.facebook.com/chirkut.bali

সত্যি হয়তো যুগ টা এখন বেস
এগিয়ে চলেছে। যেখানে bf
থাকাটা যেন বাধ্যতামূলক
হয়ে পড়েছে। দৃষ্টিকোন
বিবেচনা করলে এটাই আতস্ত
করতে পারি যে bf না থাকা
টা এক প্রকার অপমান জনক
বিষয়..!
.
মানলাম আমার ১০ টা বান্ধবী
তার ২ টা ssc তে বিয়ে করে
নিছে। বাকি ৮ টার ৬ টা
চুটিয়ে প্রেম করে...."
.
তবে প্রশ্ন প্রেম আসলে কি...?
** প্রেম মানে...
চুমু খাওয়ার জন্য পার্কের
নির্জন জায়গায় কত কি..
** প্রেম মানে...
গার্ল ফ্রেন্ডের বক্ষযুগলে বয়
ফ্রেন্ডের হস্তদয়ের অবাদ
বিচরন।
.
** প্রেম মানে..
গার্ল ফ্রেন্ডের ফর্শা শরীরের
গন্ধ বয় ফ্রেন্ডের কাছে যেন
ব্যান্ডের পারফিউম।
** প্রেম মানে আবাসিক
হোটেলে ৪ তলার ৩ নং রুমে
সানি লিওয়ের লেটেস্ট
ভিডিও দেখে gf bf। এর বৃথা
চেষ্টা।
.
** প্রেম মানে ঔষধের
দোকানে বয়ফ্রেন্ডের দামি
কনডম সাথে উন্নতমানের পিল।
.
** প্রেম মানেই আর কত
বলবো.....??
.
নাই বা করলাম এমন প্রেম....!
।
Yes
একটা জিনিস বিশ্বাস করি।।
প্রেম ভালবাসা শুধু মনের
টানে হয় না।।যৌনতা
অতপ্রতভাবে জরিতো।
তবে সেটা স্টিপ বাই স্টিপ...
আগে মন পরে অন্যকিছু.. সেটা
একটা ধাপ পার করে।।হয়তো
বিবাহ হবে সেই ধাপ..."
Its a common solution..
আমার শরীর তোমার চাই তবে
এখন কেন??।।চিরকাল সাথে
থাকবে।। জীবন মরনের সাথী
হবে।।তাহলে সেক্স করান জন্য
ব্যস্ততার কি??
আমাদেশের অধিকাংস
মেয়ে ফাদে পড়ে এমন করে..!
বিশ্বাস করে হয়তো সর্বোচ্চ
টা দিয়ে দেই...পরে কান্না..
চিন্তা হয়/ কষ্ট লাগে
হ্যা* দুই পাচ টা মেয়ের মতো
আমার ও একটা bf থাকতে
পারতো?? আমি তো
সুন্দরী...আমি শিক্ষিত...আমি সব
দিক দিয়ে পারফেট.তবে
আমার কেন হয় না??
এটা একরকম পাগলামি করা..
তুমি কি ভাবছো। অমুকের bf
অমুককে মুভি দেখাতে নিয়ে
যায়, দিনে ২ ঘন্টা ফোনে
কথা সারাদিন চ্যাট করে,
পূজায় ২০০০ টাকা দামের থ্রি
পিচ দিছে..। একটা bf থাকলে
হয়তো মনের কথা গুলে শেয়ার
করতে পারতাম।
.
এই আফসোস তোমার আমার হয়।।
বাট কেন করবা এই আফসোস।
আরে তুমি চিন্তা
করো...প্রতিটা মুহূর্ত প্রতিটা
সেকেন্ড, মিনিট, ঘন্টা দিন
যেন আনন্দ হাসিতে কাটে.!
আর তার জন্য যে bf লাগবে এটা
ছাড়া ভাল থাকা যায় না।।
তবে সেটা ভুল ধারনা।
.
আর প্রেম যদি নিন্তাতয় করা
দরকার হয়ে পড়ে তবে সেই
পছন্দের মানুষের মন টা একবার


ওজন করে নিও...
তারপর মন টা দিও..
কারন মন খুব মূল্যবান জিনিস।
শরীরের কিডনি পাল্টানো
যায় মন না।
তেমনি বিশ্বাস করা যায় তবে
সেটা সব মানুষ কে না....!
ভাল খাকুক তোমার প্রেম, ভাল
থাকুক boy Friend

চিরকুট

at April 19, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

**** যখন তোমার হারানো প্রেমিক ফিরে আসে**** --

**** যখন তোমার হারানো প্রেমিক ফিরে আসে****

--চিরকুট-বালি

পৃথিবীর হাজার ও রিলেশন আছে ছিল এবং থাকবে যেটা কিছু দিনের জন্য সৃষ্টি হয় তারপর কোন কারন বা অকারনে সম্পর্কের ফাটল হয়।। সৃষ্টি হয় ব্রেকআপ নামক শব্দের।
.
রিলেসনসিম টা হয়তো সিংগেল হয়ে। কয়েকদিন মিস করে দুজন দুজন কে। তারপর হয়তো দুজনের আবার নতুন gf bf জুঠে যায়। তখন হয়তো প্রথম সেই প্রেমের কথা মনেই থাকে না।
.
ঘটনা চক্রে যদি কয়েকটা বছর পপর একদিন তোমার bf আবার ফিরে এসে মধুর সুরে বল উঠলো -- ' আমি তোমাকে আগের মতো ভালবাসতে চাই"
.
এই যে মেয়ে.. হ্যা তোমাকে বলছি?
.
তখন তুমি ভাববে আমার কাছে মনে হয় ভিন্ন গ্রহের কোন এলিয়েন আসছে। যাই আবার বুকে নিয়ে তাকে। ঠোট দুটো অনেক দিন ধরে শুস্ক হয়ে আছে একটু ভিজেয়ে নেই। আমি আর এই এলিয়েন কে হারাবো না।।হারাতে চাই না। এর মধ্যে হয়তো কল্পনাতে ঘর সংসার বাচ্চা কাচ্চার প্লান ও হয়ে গেছে.."।ইস।।কত আবেগ। আবেগ তোমাকে গ্রাস করে ফেলছে.!
.
তুমি কি ভেবেছো??
.
যখন তোমাকে রেখে চলে গেছিল। তোমার অশ্রু তোমার ভালবাসার দাম টুকু দিতে পারিনি সেদিন। তাহলে এতো দিন পর কেন??
.
ভেবেছো একবিন্দু কথা না বলে থাকতে পারতো না সে এতো টা বছর থাকার পর এখন হঠাৎ কেন ফিরে এসেছে?? কিভাবে পারলো এতো টা দিন একা থাকতে। হয়তো রিলেশন ছিল না খোজ তো নিতে পারতো।
.
আর যখন চলে গেছিল সেদিন হয়তো হাজার দোষ ধরছিল তোমার তারপর bye good bye বলে চলে গেছিল। সে এখন কি এমন নিশ্চয়তা দিবে তোমাকে ভাল রাখার।??

ভালবাসছিলে বলে কি আবেগে তুমি হাবুডুবু খাবে।?? কোন দরকার নাই..
নতুন করে শুরু করতে চাইলে. তাকে ওজন করে নেও। সে তোমাকে কতটা ভালবাসে.. এবং ভবিষ্যতে ও বাসবে।পাসে থাকবে।
.
ডং রং মাখিয়ে যানু মনু সোনা পাখি বলে নাটক সব ছেলেরা করতে পারে কিন্তু নাটকের নায়ক হওয়ার জন্য কিছু জিনিস লাগে যেটা মন থেকে অনুভব করতে হয়।
...
লেখা- কতিপয় সিংগেল মেয়েদের জন্য যাদের X- bf Coming soon
ha ha ha

চিরকুট's photo.
at April 19, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

***এজনের ভাল রাখা**

***এজনের ভাল রাখা**

চিরকুট

www.facebook.com/chirkut.bali
আমার দৃষ্টিতে একজন মানুষ কে কারনে
অকারনে যদি তুমি হাসাতে পারো
তবে সেই সময়টুকু সেই মানুষটা সব
কান্না ভুলে থাকতে পারে।।কারন
উদ্যেস্য হীন সেই হাসি একমাত্র সব কষ্ট
কে ধুয়ে দিতে পারে।
.
আর কোন মানুষের সম্পর্ন না হলেও
কিছুটা কষ্টের ভার নিয়ে তাকে খুশি
রাখাই মনে হয় মহৎ কাজের মধ্যে একটি।
যেটা সবাই পারে না। আর সেই একজন
যদি কয়েকজন হয় তবে তো অনেক ভাল।
অনেক জন কে ভাল রাখতে পারছো।
আর সেই ভাল রাখা থেকে সৃষ্টি হয়
দূর্বলতা।
**** দূর্বলতা****
.
দূর্বলতা এমন কিছু যেটারর কারনে তুমি
এক প্রকার বন্ধি জীবন কাটাবা। তবে
সেটা ইট পাথর বা লোহার বাধন দিয়ে
না।। কোন মানুষের মনের কিছু অনুভূতি
দিয়ে সাজানো।
.
তখন না পারবা তুমি পালাতে না
পারবা ঐ দূর্বলতার জালে আটকে
রাখতে...আর আটকে থাকলে সৃষ্টি হবে
মায়া।
.
***মায়া**
.
মায়া হলো এমন কিছু যেটা কোন প্রিয়
অপ্রিয় মানুষের কাছ থেকে বিষেশ
আদর, যত্ন, কেয়ার, প্রেম, ভালবাসা, সব
কিছুর সংমিশ্রণে সে জরাই যায়
মায়ায়। আর মায়া এমন এক দূর্লভ
আবেগীয় অনুভূতি যেটা বাসায় পোষা
টিয়া পাখির উপর ও সৃষ্টি হয়।মানুষ তার
বাইরে নয়।মায়া যখন সব কিছু চুষে
নিয়ে তাকে বস করে ফেলে তখনি হয়
প্রেম।
.
***প্রেম ***
প্রেম সৃষ্টি হয় সব ঘাত প্রতিঘাত
পেরিয়ে। অনেক টা মনের অগোচরে।।
যেখানে অনেক কিছু বুঝেও কেহ বুঝতে
পারে না যে কিছু একটা বোধ হয়
গেলে।।তারপর ১৯/২০ এর এই কচি হৃদয়টা
কেহ যেন ঠিক অদল বদল করে নেই। তখন
দুজনি বোঝে দুজনের কিছু অনুভূতি।
হয়তো কারোর লাইফে অনুভূতি টুকু
বাস্তবে পূরন করা সবার ভাগ্যে থাকে
না।। সবার বললে ভুল হবে কারন
অধিকাংশ পারেনা দুজনের সব থেকে
কাছে আসতে।।আর যারা পারা
তাদের হয়তো হারাতে হয় কিছু
দায়িত্ব- কতব্য।
.
** দায়িত্ব- কতব্য**
প্রেমে পড়লে তখনি হয়তো মাথায়
চাপতে পারে নতুন একজনের ভারন
পোষনের চিন্তা। আর তুমি যদি বাবা
মার সৎ সন্তান হও তবে পৃথিবীর সব
দায়িত্ব কতব্য চলে যাবে তাদের উপর..।
যদি তুমি ভাবো তুমি মার গর্ভে
যাওয়ার পূর্বে বাবার সেই আনন্দের
হাসি। পৃথিবীর বুকে যখন আসবে তখন যে
মা তোমাকে দেখে কত টা হাসে আর
দুজনে ভাবতে থাকে তোমাকে
নিয়ে তোমার ভবিষ্যত নিয়ে। আর
মানুষ করে তোলে তোমায় এর মধ্যে
বিন্দু বিন্দু করে কিছু দায়িত্ব সৃষ্টি
হয়ে যায়।
আর সত্যিকারের প্রেম তখনি পূর্ন হবে
যখন তাদেন প্রতি দায়িত্ব গুলো পালন
করবা। আর তখন তোমার মাথায় আসবে
সুন্দর ক্যারিয়ার এর স্বপ্ন।
.
** সুন্দর ক্যারিয়ারের স্বপ্ন***
এতোদিনের জমানো স্বপ্ন বড় হওয়া
সমাজের বুকে মাথা উচু করে বাচার
অধিকার আর অর্থের জন্য এবার শুরু হয়
ক্যারিয়ার নামক সেই পাষান যুদ্ধি।।
যদি মধ্যবৃত্ত ঘরের দূর্ভাগা সন্তান হও
তবে জীবনের কোন এক পর্যায় আসবে
তোমাকে এটা নিয়ে ভাবতে হবে।।
কারন ঐ যে কিছু মুল্যবান মানুষের
মূল্যবান চাওয়া গুলো পূরনের জন্য দরকার
এই ক্যারিয়ারে। এই ক্যারিয়ারের
বিল্ড করার টার্নিং পয়েন্টে আসে
কিছু দ্বিধা দ্বন্দভয়।
.
***দ্বিধা দ্বন্দ আর ভয়**
.
এটাই হয় তখন যখন মুল্যবান সেই প্রেম
কিছুটা দিনের অপেক্ষা সহ্য না করতে
পেরে, আর কিছু সামাজিকতা র কঠোর
আচরনে অন্য প্রেম টাকে ভুলে যায়।
সেই হারানোর ভয় তখনি প্রকাশ পাই।
কিন্তু তখন তুমি দাড়িয়ে ৪/৫ টা
রাস্তার মোড়ে যে কোন একটা পথে
হাটতে হবে তোমাকে।অনেক গুলো
ডিসিসন নিতে হবে তোমাকে।সৃষ্টি
হবে কিছু দ্বিধা যেটা পারবা না
বলতে না সয়তে হবে কিছু দ্বন্দ সেই
প্রিয় মানুষটির সাথে। সৃষ্টি হবে কিছু
চিন্তা আর দূচিন্তা।
.
*** একটা চিন্তা দূচিন্তা
কিছু চিন্তা এক করলে কিছু দূচিন্তা
সৃষ্টি হয়। আর সেগুলো এক করলে
বিষন্নতা সেই মানুষটিকে কুড়ে কুড়ে
খাবে। তখন সঠিক চিন্তা টি মুক্তির
জন্য একজন ঘনিষ্ট মানুষের খোজ করে।
সেই ঘনিষ্ট মানুষ তার দুঃখ বিষন্ন তা
ভরা সমস্যা গুলো কেন, কি, কিভাবে,
কে এই প্রশ্ন বাচক শব্দ দিয়ে সব শোনে
কিন্তু সঠিক সমাধান হয়তো মেলে না
তার কাছ থেকে।
বরং কেহ কেহ চিন্তার সাথে কিছু
চিনি মিসিয়ে সরবদ বানিয়ে দিয়ে
যায়। কিন্তু কখনো পিছে ফিরে
তাকিয়ে দেখে না যে, যে মানুষটি
সব ঘটনা ভেঙে চৌচির করে খন্ড খন্ড
করে বললো শুধু সুন্দর একটা সমাধান
পাওয়ার জন্য।
কারন সে আজ হেল্পলেস তাই হয়তো
এসেছিল।
আর যখন পাসে কেহ থাকে না। তখন
দেখা দেখি অনেকে Good Bye বলে
চলে যায়।
শেষ অধ্যায় Good Bye
.
**** বিদায়, Good Bye****
.
হ্যা তখনি সেই রোামান্টিকতায় ভরা
রসিকতায় সেরা মানুষ টি গুড বাই
শুনতে শুনতে নিজেই Good Boy এর মতো
Good Bye বলে পৃথিবী নামক সুন্দর গ্রহ
টাকে ছেড়ে চলে যায়। যদিও দায় টা
সে স্বিকার করে তভুও দায়ী সবাই।
কারন অসময়ের প্রেমের কঙাল সবাই
হলেও। গতীময় জীবন যখন স্তিতি
অবস্থায় থাকে তখন মামান্য বন্ধুত্বের
মর্যাদা টুকু কেহ দিতে পারে না।
আর তখনি যে ব্যক্তিটা পৃথিবীর
প্রতিটা ন্যানো সেকেন্ডকে গুরুত্ব
দিতে, বেচে থাকার বীজ বপন করতো,
হাসির জোয়ারে নিজের পাল
তোলা নৌকা ভাষাতে, অন্যের
কষ্টের ভাগ নিয়ে ঘুরির লেজে বেধে
দূর আকাশে উড়িয়ে দিতে সে হয়তো
সেদিন
-
ঘুড়ি হয়ে উড়ে যাবে----ঐ দূর আকাশে।
--------- The End ------
চোখের বালি
at April 19, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

EGO' বাংলা অর্থ "অহংবোধ


EGO' বাংলা অর্থ "অহংবোধ", মানব

TAPOS SAHA

চরিত্রের ভয়ংকর একটি দিক। অর্থাৎ
"আমি কেন ছোট হব"। মনোবিজ্ঞানের
ভাষায় ego কে বলা হয়েছে "power of
looser"। অহংবোধ একজন মানুষকে খুব দ্রুত
ধ্বংস করে দিতে পারে। অহংবোধের
কারণে মানুষের অবস্থানে কোন ছাড়
দেওয়ার মনোভাব থাকেনা। তারা
ভাবে "ছাড় দেওয়া মানেই ছোট হয়ে
যাওয়া"
"সাধারণত ধন সম্পদের প্রাচুর্যতা
মানুষের এই EGO কে উচ্চ পর্যায়ে নিয়ে
যায়"
ইংরেজী MOOD,বাংলায় বলে
ভাব..EGO থেকেই মানুষের ভিতর
ভাবের জন্ম নেয়...।
"Know thyself"
নিজেকে জানো,সাথে সাথে
অপরকে জানো,কারণটা জানো...then
তার সম্পর্কে মন্তব্য করো.....। EGO
মানুষের গায়ে লেখা থাকে
 
at April 19, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

আসলে ভালোথাকা কি??

আসলে ভালোথাকা কি??
.-------চিরকুট-বালি
www.facebook.com/chirkut.bali
পৃথিবীটা কত টা সুন্দর সেটা তুমি তখনি বুঝবা যখন তুমি হাজার কষ্টের মাঝে নিজেকে সুখি ভাবতে পারবা, অনেক অভাবের মাঝে ২ বেলা খেয়ে পেট ভরাতে পারবা, অনেক কান্নার মাঝে হাসতে পারবা, অন্যকে হাসাতে পারবা, আর পরম শত্রকে যখন বন্ধু ভাবতে পারবা।
.
যখন তুমি দূচিন্তাকে চিন্তায় পরিনত করতে পারবা, আর স্বপ্ন গুলো বাস্তবে করার চেষ্টা করতে পারবা। অন্যের সমালোচনা কে যখন আলোচনায় রুপ দিতে পারবা, আর নিজের মাঝে যখন আর একটা নিজ তৈরি করতে পারবা......
.
দেখবা আসলে তুমি কত বড় একটা সুখি মানুষ.। আমারা যদি জমানো কষ্ট গুলোর কথা না ভাবি তাহলে সুখ গুলো ভাবনার বিষয় হতে পারতো....
কিন্তু আমরা ভাবি না!!
.
অতীতের কষ্টের স্মৃতি গুলো মনে করাটা কতটাই শ্রেয়? স্মৃতি যদি মনে করতে হয় তবে হাসির সেই স্মৃতি গুলো মনে করো দেখ কত টা হাসতে পারো তুমি...
.
সময়ের প্রতিটা সেকেন্ডের মূল্যায়ন করো। আমার দৃষ্টিতে..সুখ সময়ের সাথে অতোপ্রতবাবে জরিত।
আজ তোমার ২০ বছর। তুমি যদি সেই বয়স টা ঠিক মজা না করো তবে তুমি ৪০ এ যেয়ে পারবা না.
তুমি এখানে থেকে ১ টা বছরের বিনিময়ে ১২/১৩ বছর বয়সের সেই দিন এনে দিতে পারবা???
-
পারবানা?
-
এমন এক সময় আসবে যখন তোমার ৮০ বছর।হয়তো ভাববা যদি ২০ বছরে যেতে পারতাম তাহলে কত কি করতাম।
-
সব ধারনা ঠিক। প্রতিটা দিন এমন ভাবে কাটাও যেন পর দিন যেয়ে আফসোস না করা লাগে যে ইস গতকাল এটা কেন করলাম না, ঐ টা করলে ভালো হতো।।
-
তাই সময়ের সাথে তোমার চাওয়া পাওয়া আর আনন্দে থাকার সমিকরন এর কাজ টা শেষ করে নাও।
-
## তুমি কি কখনো ভেবেছো তুমি ইচ্ছে করলে কতটা হাসতে পারবে?? হাসাতে পারবে?? তুমি আয়নার সামনে যেয়ে প্রতিটা দিন ভাবো ভেবে দেখো নিস্বার্থ ভাবে যেটুকু সময় তুমি হেসেছো সেই সময় টুকু তুমি ভালো ছিলে! তাহলে আমরা হাসছি না কেন??
-
তুমি চোখ বুঝি নিজে নিজে কল্পনা করতে শেখ। আর ককনো অন্যের জন্য নিজেকে বদলানো টা একদম ঠিক না। ভেবে দেখো তুমি যেমন আছো এটাই পারফেট, কে কার মতো, বা আমাকে তার মতো হতে হবে এমন ভাবাটা নিশ্চিত বোকামি। তুমি লিজেল্ট ব্যক্তি হতে পারো হয়তো কোন একদিন। তবে লিজেন্ডের সেই গুন গুলো আগে লালল করো নিজের মাঝে তারপর বীজ বপন করো নিজেন্ড হওয়ার দেখবা তুমি পারবা।
-
রবীন্দ্রনাথ কি সক্রেটিসকে ফলো করে সক্রেটিস হতে পারছে??
পারেনি।
-
## আর ধৈয্য ধরতে শেখ আর নিজের সব শক্তি দিয়ে নিজেকে শক্ত করে তোল। একটা মেয়ের কথায় ধরি,
মেয়েদের প্রায় প্রতিটা দিন নতুন নতুন অভিঞ্জতার সম্মুখিন হতে হয়।তৈরি করতে হয় নিজেতে। আর যে মেয়ে ভিতু সে ধৈয্যশীল না। একটা মেয়ের বিপদের সময় হয় ধৈয্য দিয়ে না হয় শক্তি না হয় বুদ্ধি বা কৌশল অবশেষে মিথ্যে বলে নিজেকে রক্ষা করতে পারো।
-
যখন একটা মেয়ে কলেজের এক পথ দিয়ে হাটে পাসে কিছু বখাটে ছেলে তোমাকে নিয়ে তামাসার ঝড় তুলবে, অনেক খারাপ আচরন করবে।।
তুমি কি করবা??
-
পরদিন নিশ্চয় অন্যপথ দিয়ে যাবে নতুবা যাওয়া বন্ধ করে দিবে। না কোনটাই তুমি করবা না। কারন যখনি তুমি সিদ্ধান্ত নিবে তখনি ঐ পিচাস গুলো বুঝে যাবে তুমি কত টা ভিতু..আর তোমার ভীরুতাকে পুজি করে যা ইচ্ছে তাই করবে...
-
একটা কুকুর কিন্তু তাকেই আক্রমন করে যে কুকুরের সামনে থেকে ভয় নিয়ে দৌড়ে পালাতে যায়। যে কঠোর হয়ে দাড়িয়ে থাকে তাতে কুকুর কিছু বলে না।
-
সুতরাং তুমি পালাবে না।
-
## ভালথাকার জন্য অন্যতম ভাল মাধ্যম হলো মন যা চাই সেটাকে প্রাধান্য দেওয়া। কারন মন এমনি সংবেদনশীল জিনিস যেটার গুরুত্ব বান্তব জীবনে প্রতিফলিত।
-
তোমার মন বলছে তোমার এখন বন্ধুদের সাথে আড্ডা তিলে ভালো হতো। বাট এখন তুমি তা করছো না।। ঐ সময়টা আড্ডা ই দাও।।দেখবা মনটাও ফ্রেস আর অন্যকাজ গুলো ও হয়ে যাবে। যা করবে মন দিয়ে করায় শ্রেয়।
আসলে সবার নিজের নিজের একটা ভালথাকার জগত আছে। সবাই সেটাই অনুসরন করো......
চোখের বালি
১৫/১২/১৫
at April 19, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Tuesday, February 16, 2016

মনে পড়ছে তোমায় মা

মনে পড়ছে তোমায় মা!

---------চোখের বালি
আজ কুয়াশা ঘেরা ভোরে মনে
পড়ছে তোমায় মা
তুমি আসবে কখন? তোমার জন্য
আমার অপেক্ষা।
.
তুমি চিরচেনা মুখ তভু অচেনা
অজানা তুমি মা
আছো তুমি মনে, তভু আছে চোখে
কিছুটা কান্না।
.
তভিমানী তুমি, অনুরাগী তুমি,
তুমি আমার মা
তোমার স্বপ্ন পূরন করবো আমি
করনা চিন্তা।
.
তোমার রক্তে, তোমার মাংসে
বড় হয়েছি মা
উৎসাহ তোমার প্রেরনা ভরা
জয়ী হবো ভেবোনা।
.
অজস্র রাগ, আছে অভিমান তভুও
তুমি প্রিয় মা
তোমার সুখের জন্য বেচে
থাকবো কখনো মরবো না।
.
তোমার আদেশ চূর্ন হবেনা, সবি
যে আমার মার
কবে যে করবো পূরন তোমার
স্বপ্নের বায়নার।
.
তোমার কান্নাতে হারবো
আমি হাসিতে মা গো মা
পাঠিয়েছে স্রষ্টা, আমার
কাছে তোমার অনেক পাওয়া।
.
ভাগ্যহীন আমি তভু ভাগ্যবান
কারন তুমি আমার মা
প্রতিটা জন্ম জন্মান্তর
চিরচেনা হয়ে থেকো এটা
চাওয়া।
.
তোমার হাসিতে কিযে আনন্দ,
কি যে ভাল লাগে মা
তুমি না থাকলে পৃথিবী আমাই
হারাবে আর আসবনা।
.
মাথা রেখে আমি তোমার
কোলেতে স্নেহময়ী তুমি মা
চাই আমি তোমার মাথা আমার
বুকেতে, কি রাখবেনা?
.
ভালবাসি তোমায়, ভালবেসে
যাবো আমার সোনা মা
আছো তুমি কাছে, তভু কিছু দূরে
আজ ভিষন করে
-------- মনে পড়ছে তোমায় মা!
চোখের বালি's photo.
at February 16, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Tuesday, February 2, 2016

ভালবাসি তোমায়

ভালবাসি তোমায় * বালি www facebook.com/mmyvisionsbd

at February 02, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: প্রেমের উর্ধে কেহ। . আমি ভালবাসবো, ভালবাসাকে হার মানিয়ে। . আমি আকাশ হবো, ভালবাসি তোমায় -----বালি আমি নিরব হবো, হবো শান্ত দিগবিজয়ী। . আমি কোমল হবো, হবো সতাতার উর্ধে কেহ। . আমি প্রেমিক হবো

Saturday, January 23, 2016

নতুন পথের ভাবনা

-------বালি

নতুন একটা দিনের শুরু
করলে তুমি আজ,
সাহস নিয়ে আগাও তুমি
দেখ চারপাসে সুখ করছে বিরাজ।
.
ভেবনা কে কি বললো তোমায়
দিওনা কান অন্যেরর দেয়ালে
পূরন করে নাও এ বছর
গত হওয়া দিনে যা হারালে।
.
সাহস আর ধৈয্য কর পুজি
নিশ্চয় মনে রেখ জিতবে তুমি
মূল্যায়ন কর মূল্যবান সময়
নিজের সততার প্রতি হও প্রেমি।
.
উদাসিনি মন হারিওনা উদাসিনতায়
হাসতে শেখে হাসাও তন্ময়,
ভাবতে শেখে, ভাবাতে নয়
ভাগ্যের দোষ দিওনা, করোনা দূচিন্তায়।
.
বিশ্বাস রাখো নিজের উপর
অন্যের উপর মাত্রাঅতিরিক্ত নয়
নিজের কাজে বাড়াও দু হাত
সৃষ্টি কর্তা তখন দেখাবে জয়ীর পথ।
at January 23, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

**প্রেমের ইতিহাসে সেরা -৫ ঘটনা**

**প্রেমের ইতিহাসে সেরা -৫ ঘটনা**

.
১- মিস্টকল / কল ব্যাগ
!
.
প্রতিটা মেয়ের কমোন ডাইলগ। তোমাকে ছাড়া আমি একবিন্দু ভাবতে পারি না।।মনে হয় সব সময় কথা বলি।
কিন্তু মরে গেলেও মেয়ে কল দিয়ে কথা বলবে না।
প্রেমিক সকালে উঠে দেখবে ৪/৫ মিস্টকল। আসলো সব কল গুলাই ছিল ১২ সেকেন্ড রিং হওয়া।

ছেলে কল ব্যাগ করলো।
বললো- sorry ডারলিং।
.
মেয়ে- কাল কত বার ফোন দিলাম।। কই ছিলে??
ভুলেই যাও।। যানো না কথা না বলে ঘুমালে আমার রাত ভাল কাটে না??
আসলে সব Missed Call ছিল.!
ha ha ha
.
ছেলে বিকালো ফোন দিলো।।ততোক্ষণ মধুর কথা চলছে।।
মনে হয় কথা শেষ হবে না। ৩০ মিনিট পর - কেটে যায় হঠাৎ একটা মেয়ে মধুর সুরে বলে- আপনার এক্যাউন্টে ড্যাস নাই।।।ড্যাস করুন।
.
মেয়ে ব্যাগ দিলো-
তখন মেয়ে বললো সোনা কেটে দিলে যে??
ছেলে- মনে হয় ক্রেডিট নায় সোনা।
মেয়ে-
মা ডাকছে খুব বিজি।।Bye.....
কথা সব শেষ।
হাহাহা
৩০ সেকেন্ড।। হাহাহা
.★★ চোখের বালি★★
.
২- ফাস্টফুড/ ডিনার বিল
.
মাসের ৫ তারিখ। ছেলের বাবা কেবল ১০০০ টাকা বিকাশ করলো।
.
সাথে সাথে প্রেমিকার। Misscall...
কল ব্যাগ-
মেয়ে- আজ বের হবে কখন। আজ কি সারপ্রাইজ দিবে??
এই তো ৫ টাই বের হবো..ডারলিং.....
বিকালে যথারিতি বের হলো দুজন।
কাচ্ছি বিরিয়ানি আর ড্রিংকস।।
বিল- মাত্র ৬৫০ টাকা মাত্র।
ছেলে ৫০০ টাকার নোট টা gf এর হাতে ধরাই দিলো। বলে ২০ টাকা বকসিস + খুচরা টা তুমি দাও সোনা...
মেয়ে বললো- কই দেখি তোমার ম্যানিব্যাগ টা। টাকা থাকতে এমন করতে নাই সোনা।। সার্চ করে আর ১ টা ৫০০ টাকার নোট।
ব্যাচ দুইটা নোট ই গেলে।
bf এর মন খারাপ তাই gf বললো।
ওকে যানু আগামী দিন আমি দিবো।
ছেলে একটু মিচকি হাসি দিয়ে বের হলো দুজন।
২য় দিন-
ছেলে- ডারলিং আজ কিন্তু ডিনার টা সিটি ইনে করবো....
মেয়ে- ওকে সে পরে দেখা যাবে।। আসো তো।।
যথারিতি একটু সন্ধ্যা করে দেখা করলো..!
রাত ৯ বেজে গেছে।
চলো ডিনার টা শেষ করে আসি।।রাত তো হলো।
but হঠাৎ মেয়ের আচরন
আমার মাথা টা বনবন করে ঘুরছে।।চারদিকে সব শরিসা ফুল দেখছি।।যানু আমার পেটে ও ব্যাথা করছে।
চলো বাসায় ফিরি।
ছেলে- কি হলো তোমার?? ঔষধ খাবে চলো।। এই অবস্থায় ওসব খাওয়া যাবে না।
মেয়ে-বাট আমার খারাপ লাগছে।।আজ আমি বিল দিতাম।।চলো যায়।।কিছু হবে না।( ভনিতা)
ছেলে- না থাক।
হঠাৎ মেয়ে বললো- যানু একটু কম পড়ছে।।দেখ দেখ জাকির মামার চপটটি।।চলো খাই??
ছেলে- এখন থাক।তোমা র শরীর অসুস্ত।
২০/- প্রতি প্লেট।। খরচ -
বিল টা ছেলে দিতে চাইলেও gf বলে না।থাক সোনা। তোমার অনেক খরচ আজ আমি দিয়ে দেই।।
হাহাহা
৬৮০ টাকা vs ৪০ টাকা
★★ চোখের বালি ★★
Coming Soon
৩. ওকেশন এন্ড ভেকেশন
৪. কল ওয়েটিং
৫. রিক্সা ভাড়া/ বেবি ভাড়া
at January 23, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

অতীত আমাদের কি দিবে?

অতীত আমাদের কি দিবে?

TODAY · PUBLIC
গতকালকের সব ঘটনা গুলে আজ আমাদের কাছে অতীত।কিন্তু ভেবে দেখো অতীত আমাদের কি উপহার দিচ্ছে??
আসলে অতীত আমাদের তখনি কিছু উপহার দেয় যখন আমরা অতীত থেকে কিছু শিখতে পারি। কিন্তু বেসির ভাগ সময় আমরা শুধু অতীত নিয়ে ভেবেই সময় নষ্ট করে ফেলি।
কিন্তু গত দিনগুলোর করা ভুল গুলো যদি মনে করে ভাবতে পারি পরবর্ততে কি করে ঐ ভুল না করা যায়, আনন্দ ঘন মুহূর্তগুলো মনে করে যাতে আগামী দিন গুলো আরো আনন্দ ময় করতে পারি তাহলে তো সব চাওয়া পাওয়ার হিসাব মিলে যায়।
তুমি সেই অতীত নিয়ে চিন্তা করো যেটার প্রায়সচিত্ত করার সুযোগ আছে, আর সেই সুখ গুলে নিয়ে ভাবো যেটা আর দীর্ঘময় করা যায়।
আমরা তা করি না........
আমরা একটা অতীতের ছোট্ট ঘটনা চিন্তা করতে থাকি।।তারপর যোগ হয় আরো কিছু স্মৃতি।।সব মিলে এক গুচ্চ চিন্তা।।সেটাই সৃষ্টি করে দুচিন্তা র।
যেটা কখনো আমাদের জন্য ভালনা।
ভাল বৈশিষ্যের বিপরীত কিছু আমাদের জন্য ভাল হতে পারে না---
যেমন
চিন্তা ভাল দুচিন্তা নয়--!
স্বপ্ন ভাল দুঃস্বপ্ন নয়--!
শিক্ষা ভাল কুশিক্ষা নয়...!
সঙ্গ ভাল দুসঙ্গ নয়।
সংবাদ ভালো দুঃসংবাদ নয়।
তাই সব সময় ইতিবাচক মনভাব নিয়ে দিন শুরু করা উচিত।।তাহলে হয়তো প্রতিটা দিন ভাল কাটবে ফলে আজকের দিন যেদিন অতীত হবে।। সেদিন হাসতে হাসতে বলতে পারবা আমার অতিতে কান্না নাই নাই কষ্ট।

চোখের বালি

০৫/০১/২০১৬

at January 23, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

অনুভূতি ----- বালি

অনুভূতি

----- বালি

অনুভূতিগুলো চোখের আড়ালে
নিভৃতে চলেছে সূর্যস্নানে।
.
যে স্নানে শুধু তুমি একা ছিলে
আমি বোকা নয় তভু বোকা হয়ে।।
.

যানি তুমি আমার নও
হবেও না হয়তো কোন দিনে।।
.
তভুও আমার একার একাকিত্বে
আঁকছি তোমার চোখ কল্পনার দিবারাত্রে।

.
অভিনয় গুলো অপলক দৃষ্টিতে
যা দেখে ভেবেছি ম্নান বৃষ্টিতে।।
.
যানি তুমি ছিলে না ঐ স্নানেতে
ভেজা গায়ে নরম শরীরের অনুভূতিতে।।
.
তভুও আমি ভেবেছিলাম ঐ স্নানে
এখনো হয়তো ভালবাসি মনে প্রানে।।
.
তোমার অনুভূতি সব স্মৃতি হয়ে
লিখে চলেছি আজ ডাইরি জুড়ে।।
.
ভালবাসি আমি তোমার নিপুন অভিনয়ে
বৃহৎ হও তুমি নতুন নাটকের নায়িকা হয়ে।।
.
মনে রেখো তুমি, মনে করে দেখো
বোকা নয় আমি সব বোকার অনুভুতি।।
চিরকুট's photo.
34 people reached



at January 23, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

বিদায় ------ বালি

বিদায়
------ বালি

ভেবে চলেছি গভীর রাত্রি থেকে
দিন শেষ আজ আর বিকেল হতে।
.
ভাবছি আমি তোমাকে নিয়ে
কবিতা, কাব্যের নেশায় মেতে।
.
অগোছালো সেই চুলের মাঝে
টিকলি তোমার কপাল জুড়ে।
.
চোখ দুটো যেন লক্ষী সাজে
মনের মাঝে সেই ঘুড়ি ওড়ে।
.
মাথার উপর ঘুমটা তুলে
লাল পারি সেই শাড়ির নিচে।
.
ঠোটের আভায় উষ্ন হতে
চেয়েছি আমি ক্লান্ত বিকেলে।
.
রুপমাখা সেই হাতের উপর
মেহেদির সাজে রুপবতী হয়ে।
.
আলতো করে নকশা একে
পায়ে তোমার আলতা দিয়ে..।
.
নাকে নোলক আর ঝুংকো লতা
কানে তোমার স্বর্ন লতা.।
.
গলায় লম্বা শীতে হারে।
.
পাসে তোমার বসে আছে
তোমার অহংকারে।
.
চারিদিক আজ আলোক সজ্জা
মুখটা তোমার রাঙায় লজ্জা।।
.
মুখরিত আজ তোমার আঙিনা
এসম মেনেও, মানতে পারিনা
.
তভুও তোমার অতীতি বেসে
তোমার বাধা নতুন নীড়ে।
.
হাজার স্মৃতির ডাইরি নিয়ে
আমার স্বপ্ন সবই হারিয়ে...।
.
চলে এসেছি তায়....
.
হারিয়ে যাবে, হারিয়ে তোমায়
জিতে যাবো আমি কাদিয়ে হৃদয়।
.
শেষ মহূর্তে জানিও বিদায়


at January 23, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Be Positive

My photo
Tapos
View my complete profile

Tapos,s blog

  • ►  2022 (1)
    • ►  August (1)
      • ►  Aug 06 (1)
  • ►  2020 (3)
    • ►  May (3)
      • ►  May 07 (1)
      • ►  May 06 (2)
  • ►  2019 (4)
    • ►  June (1)
      • ►  Jun 23 (1)
    • ►  May (3)
      • ►  May 15 (3)
  • ►  2018 (6)
    • ►  November (2)
      • ►  Nov 10 (2)
    • ►  July (3)
      • ►  Jul 04 (3)
    • ►  February (1)
      • ►  Feb 18 (1)
  • ►  2017 (6)
    • ►  December (2)
      • ►  Dec 13 (2)
    • ►  September (4)
      • ►  Sep 26 (1)
      • ►  Sep 13 (3)
  • ▼  2016 (14)
    • ▼  April (7)
      • ▼  Apr 20 (1)
        • স্বপ্নের রাজকুমার
      • ►  Apr 19 (6)
        • একটা স্বপ্নের প্রিয়াঙ্কা)
        • ছিছিছি তোর Bf নাই??
        • **** যখন তোমার হারানো প্রেমিক ফিরে আসে**** --
        • ***এজনের ভাল রাখা**
        • EGO' বাংলা অর্থ "অহংবোধ
        • আসলে ভালোথাকা কি??
    • ►  February (2)
      • ►  Feb 16 (1)
        • মনে পড়ছে তোমায় মা
      • ►  Feb 02 (1)
        • ভালবাসি তোমায়
    • ►  January (5)
      • ►  Jan 23 (5)
        • নতুন পথের ভাবনা -------বালি নতুন একটা দিনের ...
        • **প্রেমের ইতিহাসে সেরা -৫ ঘটনা**
        • অতীত আমাদের কি দিবে?
        • অনুভূতি ----- বালি
        • বিদায় ------ বালি
  • ►  2015 (16)
    • ►  September (3)
      • ►  Sep 19 (3)
    • ►  August (2)
      • ►  Aug 27 (2)
    • ►  July (7)
      • ►  Jul 14 (1)
      • ►  Jul 09 (5)
      • ►  Jul 07 (1)
    • ►  June (2)
      • ►  Jun 09 (1)
      • ►  Jun 06 (1)
    • ►  May (2)
      • ►  May 28 (2)

Labels

  • ......বৃষ্টি...........Bristi
  • Bank & Bcs preparation
  • Bank job preparation
  • Bcs pdf
  • BCS pdf file
  • BCS Preparation
  • Inspiration
  • Job pdf
  • Motivation bangal story
  • Our Cricket Babgladesh
  • Quata
  • প্রেমের উর্ধে কেহ। . আমি ভালবাসবো
  • ভালবাসাকে হার মানিয়ে। . আমি আকাশ হবো
  • ভালবাসি তোমায় -----বালি আমি নিরব হবো
  • হবো শান্ত দিগবিজয়ী। . আমি কোমল হবো
  • হবো সতাতার উর্ধে কেহ। . আমি প্রেমিক হবো

ইতিবাচত থাকুন।

যেখানে অর্থ নেই, সেখানে ভালবাসাও দুর্লভ | ----- স্যার টমাস ব্রাউ

Be Positive

Be Positive
We should always be positive
Powered By Blogger

পছন্দের বই

  • Miracle Morning
  • প্রফেসরস শঙ্কু
  • শার্লক হোমস

My Blog List

  • Our blog means your inspiration
    কিছু মানুষ সত্যি কাঙাল হয়ে দুনিয়াতে আসে।

Search This Blog

  • Home

Featured Post

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান স্যারের জীবনী

Popular Posts

  • অপমান থেকে যদি ভাল কিছু হয় তবে অপমানি ভালো
    কথা টা একটা টেলিভিষন এড থেকে মিলিয়ে করা। " দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগি ভালো" - আমি / আমরা সবাই জানি অপমান আমাদের সম্মানের ...
  • মনে পড়ছে তোমায় মা
    মনে পড়ছে তোমায় মা ! ---------চোখের বালি আজ কুয়াশা ঘেরা ভোরে মনে পড়ছে তোমায় মা তুমি আসবে কখন? তোমার জন্য আমার অপেক্ষা। . তুমি চ...
  • EGO' বাংলা অর্থ "অহংবোধ
    EGO' বাংলা অর্থ "অহংবোধ", মানব TAPOS SAHA চরিত্রের ভয়ংকর একটি দিক। অর্থাৎ "আমি কেন ছোট হব"। মনোবিজ্ঞানের ...
Tapos Saha. Watermark theme. Powered by Blogger.