Saturday, January 23, 2016

বিদায় ------ বালি

বিদায়
------ বালি

ভেবে চলেছি গভীর রাত্রি থেকে
দিন শেষ আজ আর বিকেল হতে।
.
ভাবছি আমি তোমাকে নিয়ে
কবিতা, কাব্যের নেশায় মেতে।
.
অগোছালো সেই চুলের মাঝে
টিকলি তোমার কপাল জুড়ে।
.
চোখ দুটো যেন লক্ষী সাজে
মনের মাঝে সেই ঘুড়ি ওড়ে।
.
মাথার উপর ঘুমটা তুলে
লাল পারি সেই শাড়ির নিচে।
.
ঠোটের আভায় উষ্ন হতে
চেয়েছি আমি ক্লান্ত বিকেলে।
.
রুপমাখা সেই হাতের উপর
মেহেদির সাজে রুপবতী হয়ে।
.
আলতো করে নকশা একে
পায়ে তোমার আলতা দিয়ে..।
.
নাকে নোলক আর ঝুংকো লতা
কানে তোমার স্বর্ন লতা.।
.
গলায় লম্বা শীতে হারে।
.
পাসে তোমার বসে আছে
তোমার অহংকারে।
.
চারিদিক আজ আলোক সজ্জা
মুখটা তোমার রাঙায় লজ্জা।।
.
মুখরিত আজ তোমার আঙিনা
এসম মেনেও, মানতে পারিনা
.
তভুও তোমার অতীতি বেসে
তোমার বাধা নতুন নীড়ে।
.
হাজার স্মৃতির ডাইরি নিয়ে
আমার স্বপ্ন সবই হারিয়ে...।
.
চলে এসেছি তায়....
.
হারিয়ে যাবে, হারিয়ে তোমায়
জিতে যাবো আমি কাদিয়ে হৃদয়।
.
শেষ মহূর্তে জানিও বিদায়


No comments:

Post a Comment

Thanks