স্বপ্নের রাজকুমার
লেখা---স্বর্নালী অস্পরী
------------------মনে মনে ভাবতাম তোমায়, কেমন হবে তুমি,
অদৃশ্য কেউ এক জন চোখে উঠতো ভেসে।। .
.
দেখতে পেতাম না তবুও হয়ে যেত হাজার ও স্বপ্ন বুনা।
হঠাৎ্ তোমার দেখা স্বপ্ন নয় সত্যি,।
.
.সত্যি তুমি অনেক সুন্দর আমার স্বপ্নে দেখা রাজকুমার,।
কিন্তু অনেক দূরে থাক তুমি পাই না একটু ছুতে তোমায়।
.
বাস্তবেও কখনো দেখেনি তোমায় দেখেছি ছবিতে,
অনেক ভাল তুমি শুধু একটু অভিমানি,।। .
.
শুধু শুনতে পাই তোমার মধুর কণ্ঠ স্বর,
এটাই অনেক চাই না কিছু আর ।।।
.
অনেক ভালবাসি তোমায়!