Tuesday, April 19, 2016

আসলে ভালোথাকা কি??

আসলে ভালোথাকা কি??
.-------চিরকুট-বালি
www.facebook.com/chirkut.bali
পৃথিবীটা কত টা সুন্দর সেটা তুমি তখনি বুঝবা যখন তুমি হাজার কষ্টের মাঝে নিজেকে সুখি ভাবতে পারবা, অনেক অভাবের মাঝে ২ বেলা খেয়ে পেট ভরাতে পারবা, অনেক কান্নার মাঝে হাসতে পারবা, অন্যকে হাসাতে পারবা, আর পরম শত্রকে যখন বন্ধু ভাবতে পারবা।
.
যখন তুমি দূচিন্তাকে চিন্তায় পরিনত করতে পারবা, আর স্বপ্ন গুলো বাস্তবে করার চেষ্টা করতে পারবা। অন্যের সমালোচনা কে যখন আলোচনায় রুপ দিতে পারবা, আর নিজের মাঝে যখন আর একটা নিজ তৈরি করতে পারবা......
.
দেখবা আসলে তুমি কত বড় একটা সুখি মানুষ.। আমারা যদি জমানো কষ্ট গুলোর কথা না ভাবি তাহলে সুখ গুলো ভাবনার বিষয় হতে পারতো....
কিন্তু আমরা ভাবি না!!
.
অতীতের কষ্টের স্মৃতি গুলো মনে করাটা কতটাই শ্রেয়? স্মৃতি যদি মনে করতে হয় তবে হাসির সেই স্মৃতি গুলো মনে করো দেখ কত টা হাসতে পারো তুমি...
.
সময়ের প্রতিটা সেকেন্ডের মূল্যায়ন করো। আমার দৃষ্টিতে..সুখ সময়ের সাথে অতোপ্রতবাবে জরিত।
আজ তোমার ২০ বছর। তুমি যদি সেই বয়স টা ঠিক মজা না করো তবে তুমি ৪০ এ যেয়ে পারবা না.
তুমি এখানে থেকে ১ টা বছরের বিনিময়ে ১২/১৩ বছর বয়সের সেই দিন এনে দিতে পারবা???
-
পারবানা?
-
এমন এক সময় আসবে যখন তোমার ৮০ বছর।হয়তো ভাববা যদি ২০ বছরে যেতে পারতাম তাহলে কত কি করতাম।
-
সব ধারনা ঠিক। প্রতিটা দিন এমন ভাবে কাটাও যেন পর দিন যেয়ে আফসোস না করা লাগে যে ইস গতকাল এটা কেন করলাম না, ঐ টা করলে ভালো হতো।।
-
তাই সময়ের সাথে তোমার চাওয়া পাওয়া আর আনন্দে থাকার সমিকরন এর কাজ টা শেষ করে নাও।
-
## তুমি কি কখনো ভেবেছো তুমি ইচ্ছে করলে কতটা হাসতে পারবে?? হাসাতে পারবে?? তুমি আয়নার সামনে যেয়ে প্রতিটা দিন ভাবো ভেবে দেখো নিস্বার্থ ভাবে যেটুকু সময় তুমি হেসেছো সেই সময় টুকু তুমি ভালো ছিলে! তাহলে আমরা হাসছি না কেন??
-
তুমি চোখ বুঝি নিজে নিজে কল্পনা করতে শেখ। আর ককনো অন্যের জন্য নিজেকে বদলানো টা একদম ঠিক না। ভেবে দেখো তুমি যেমন আছো এটাই পারফেট, কে কার মতো, বা আমাকে তার মতো হতে হবে এমন ভাবাটা নিশ্চিত বোকামি। তুমি লিজেল্ট ব্যক্তি হতে পারো হয়তো কোন একদিন। তবে লিজেন্ডের সেই গুন গুলো আগে লালল করো নিজের মাঝে তারপর বীজ বপন করো নিজেন্ড হওয়ার দেখবা তুমি পারবা।
-
রবীন্দ্রনাথ কি সক্রেটিসকে ফলো করে সক্রেটিস হতে পারছে??
পারেনি।
-
## আর ধৈয্য ধরতে শেখ আর নিজের সব শক্তি দিয়ে নিজেকে শক্ত করে তোল। একটা মেয়ের কথায় ধরি,
মেয়েদের প্রায় প্রতিটা দিন নতুন নতুন অভিঞ্জতার সম্মুখিন হতে হয়।তৈরি করতে হয় নিজেতে। আর যে মেয়ে ভিতু সে ধৈয্যশীল না। একটা মেয়ের বিপদের সময় হয় ধৈয্য দিয়ে না হয় শক্তি না হয় বুদ্ধি বা কৌশল অবশেষে মিথ্যে বলে নিজেকে রক্ষা করতে পারো।
-
যখন একটা মেয়ে কলেজের এক পথ দিয়ে হাটে পাসে কিছু বখাটে ছেলে তোমাকে নিয়ে তামাসার ঝড় তুলবে, অনেক খারাপ আচরন করবে।।
তুমি কি করবা??
-
পরদিন নিশ্চয় অন্যপথ দিয়ে যাবে নতুবা যাওয়া বন্ধ করে দিবে। না কোনটাই তুমি করবা না। কারন যখনি তুমি সিদ্ধান্ত নিবে তখনি ঐ পিচাস গুলো বুঝে যাবে তুমি কত টা ভিতু..আর তোমার ভীরুতাকে পুজি করে যা ইচ্ছে তাই করবে...
-
একটা কুকুর কিন্তু তাকেই আক্রমন করে যে কুকুরের সামনে থেকে ভয় নিয়ে দৌড়ে পালাতে যায়। যে কঠোর হয়ে দাড়িয়ে থাকে তাতে কুকুর কিছু বলে না।
-
সুতরাং তুমি পালাবে না।
-
## ভালথাকার জন্য অন্যতম ভাল মাধ্যম হলো মন যা চাই সেটাকে প্রাধান্য দেওয়া। কারন মন এমনি সংবেদনশীল জিনিস যেটার গুরুত্ব বান্তব জীবনে প্রতিফলিত।
-
তোমার মন বলছে তোমার এখন বন্ধুদের সাথে আড্ডা তিলে ভালো হতো। বাট এখন তুমি তা করছো না।। ঐ সময়টা আড্ডা ই দাও।।দেখবা মনটাও ফ্রেস আর অন্যকাজ গুলো ও হয়ে যাবে। যা করবে মন দিয়ে করায় শ্রেয়।
আসলে সবার নিজের নিজের একটা ভালথাকার জগত আছে। সবাই সেটাই অনুসরন করো......
চোখের বালি
১৫/১২/১৫

No comments:

Post a Comment

Thanks