Tuesday, April 19, 2016

ছিছিছি তোর Bf নাই??

ছিছিছি তোর Bf নাই??

www.facebook.com/chirkut.bali

সত্যি হয়তো যুগ টা এখন বেস
এগিয়ে চলেছে। যেখানে bf
থাকাটা যেন বাধ্যতামূলক
হয়ে পড়েছে। দৃষ্টিকোন
বিবেচনা করলে এটাই আতস্ত
করতে পারি যে bf না থাকা
টা এক প্রকার অপমান জনক
বিষয়..!
.
মানলাম আমার ১০ টা বান্ধবী
তার ২ টা ssc তে বিয়ে করে
নিছে। বাকি ৮ টার ৬ টা
চুটিয়ে প্রেম করে...."
.
তবে প্রশ্ন প্রেম আসলে কি...?
** প্রেম মানে...
চুমু খাওয়ার জন্য পার্কের
নির্জন জায়গায় কত কি..
** প্রেম মানে...
গার্ল ফ্রেন্ডের বক্ষযুগলে বয়
ফ্রেন্ডের হস্তদয়ের অবাদ
বিচরন।
.
** প্রেম মানে..
গার্ল ফ্রেন্ডের ফর্শা শরীরের
গন্ধ বয় ফ্রেন্ডের কাছে যেন
ব্যান্ডের পারফিউম।
** প্রেম মানে আবাসিক
হোটেলে ৪ তলার ৩ নং রুমে
সানি লিওয়ের লেটেস্ট
ভিডিও দেখে gf bf। এর বৃথা
চেষ্টা।
.
** প্রেম মানে ঔষধের
দোকানে বয়ফ্রেন্ডের দামি
কনডম সাথে উন্নতমানের পিল।
.
** প্রেম মানেই আর কত
বলবো.....??
.
নাই বা করলাম এমন প্রেম....!

Yes
একটা জিনিস বিশ্বাস করি।।
প্রেম ভালবাসা শুধু মনের
টানে হয় না।।যৌনতা
অতপ্রতভাবে জরিতো।
তবে সেটা স্টিপ বাই স্টিপ...
আগে মন পরে অন্যকিছু.. সেটা
একটা ধাপ পার করে।।হয়তো
বিবাহ হবে সেই ধাপ..."
Its a common solution..
আমার শরীর তোমার চাই তবে
এখন কেন??।।চিরকাল সাথে
থাকবে।। জীবন মরনের সাথী
হবে।।তাহলে সেক্স করান জন্য
ব্যস্ততার কি??
আমাদেশের অধিকাংস
মেয়ে ফাদে পড়ে এমন করে..!
বিশ্বাস করে হয়তো সর্বোচ্চ
টা দিয়ে দেই...পরে কান্না..
চিন্তা হয়/ কষ্ট লাগে
হ্যা* দুই পাচ টা মেয়ের মতো
আমার ও একটা bf থাকতে
পারতো?? আমি তো
সুন্দরী...আমি শিক্ষিত...আমি সব
দিক দিয়ে পারফেট.তবে
আমার কেন হয় না??
এটা একরকম পাগলামি করা..
তুমি কি ভাবছো। অমুকের bf
অমুককে মুভি দেখাতে নিয়ে
যায়, দিনে ২ ঘন্টা ফোনে
কথা সারাদিন চ্যাট করে,
পূজায় ২০০০ টাকা দামের থ্রি
পিচ দিছে..। একটা bf থাকলে
হয়তো মনের কথা গুলে শেয়ার
করতে পারতাম।
.
এই আফসোস তোমার আমার হয়।।
বাট কেন করবা এই আফসোস।
আরে তুমি চিন্তা
করো...প্রতিটা মুহূর্ত প্রতিটা
সেকেন্ড, মিনিট, ঘন্টা দিন
যেন আনন্দ হাসিতে কাটে.!
আর তার জন্য যে bf লাগবে এটা
ছাড়া ভাল থাকা যায় না।।
তবে সেটা ভুল ধারনা।
.
আর প্রেম যদি নিন্তাতয় করা
দরকার হয়ে পড়ে তবে সেই
পছন্দের মানুষের মন টা একবার


ওজন করে নিও...
তারপর মন টা দিও..
কারন মন খুব মূল্যবান জিনিস।
শরীরের কিডনি পাল্টানো
যায় মন না।
তেমনি বিশ্বাস করা যায় তবে
সেটা সব মানুষ কে না....!
ভাল খাকুক তোমার প্রেম, ভাল
থাকুক boy Friend

চিরকুট

No comments:

Post a Comment

Thanks