অনুভূতি
----- বালি
অনুভূতিগুলো চোখের আড়ালেনিভৃতে চলেছে সূর্যস্নানে।
.
যে স্নানে শুধু তুমি একা ছিলে
আমি বোকা নয় তভু বোকা হয়ে।।
.
যানি তুমি আমার নও
হবেও না হয়তো কোন দিনে।।
.
তভুও আমার একার একাকিত্বে
আঁকছি তোমার চোখ কল্পনার দিবারাত্রে।
.
অভিনয় গুলো অপলক দৃষ্টিতে
যা দেখে ভেবেছি ম্নান বৃষ্টিতে।।
.
যানি তুমি ছিলে না ঐ স্নানেতে
ভেজা গায়ে নরম শরীরের অনুভূতিতে।।
.
তভুও আমি ভেবেছিলাম ঐ স্নানে
এখনো হয়তো ভালবাসি মনে প্রানে।।
.
তোমার অনুভূতি সব স্মৃতি হয়ে
লিখে চলেছি আজ ডাইরি জুড়ে।।
.
ভালবাসি আমি তোমার নিপুন অভিনয়ে
বৃহৎ হও তুমি নতুন নাটকের নায়িকা হয়ে।।
.
মনে রেখো তুমি, মনে করে দেখো
বোকা নয় আমি সব বোকার অনুভুতি।।
No comments:
Post a Comment
Thanks