Thursday, May 7, 2020

বিসিএস ও ব্যাংক প্রস্তুতি : বাংলা।

বিসিএস ও ব্যাংক প্রস্তুwww.facebook.com/bcsdigest.bd/তি
বাংলা
1. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা

2. “নবীবংশ “পুস্তকটি কে রচনা করেছেন? সৈয়দ সুলতান

3. মর্সিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে আরবি

4. ‘কারচুপি’ শব্দের ‘কার’ উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে? ফারসি

5. রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক? গোরা

6. “নসীহত নামা” কোন জাতীয় গ্রন্থ কাব্যগ্রন্থ-- মরদন রচিত কাব্যগ্রন্থ


7. রইচরন কোন ছোটগল্পের প্রধান চরিত্র? খোকাবাবুর প্রত্যাবর্তন

8. তীর্থ সলিল ও তীর্থ রেণু কার অনুবাদ গ্রন্থ? সত্যেন্দ্রনাথ দত্ত

9. ঝিকিমিকি করে সোনালী নদীর ঐখানে আমাদের পাতার কুটির কার রচনা? অচিন্ত্যকুমার সেন গুপ্ত

10. “বেঁচে থাকার নেশা” কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়

11. জীবে দয়া করে সাধুজন ।এখানে জীবে কোন কারকের কোন বিভক্তি ? সম্প্রদানে সপ্তমী

12. চর্যাপদের মহিলা কবির নাম কি? কুক্কুরিপা

13. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে? স্বর্ণকুমারী দেবী

14. “মিলনরাত্রি” উপন্যাসটি কার লেখা? স্বর্ণকুমারী দেবী

15. ‘রুপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছিলেন? নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী

16. ‘জীবনে জ্যাঠামী ও সাহিত্যে ন্যাকামী’ সহ্য করতে পারতেন না? প্রমথ চৌধুরী

17. ময়মনসিংহ গীতিকা কত সালে প্রকাশিত হয় ? ১৯২৩

18. চর্যাপদের কত নম্বর পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে? ২৩নং

19. চর্যাপদের পদকর্তা কত জন?-- ২৩জন

20. বাংলা সাহিতে্যর অন্ধকার যুগের মেয়াদকাল—১২০১-১৩৫০

21. বাংলা একাডেমীর মাসিক পত্রিকার নাম কি? লেখা

22. “আনন্দময়ীর আগমনে” কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ধূমকেতু

23. ইলেক বা লোপ চিহ্নের বিরতিকালের সময় কত? থামার প্রয়োজন নেই

24. আনোয়ার পাশা কত সালে জন্মগ্রহণ করেন? ১৯২৮ সালে

25. সুনীল গঙ্গোপাধ্যায় মারা যান কবে? ২৩শে অক্টোবর, ২০১২

26. হাসান হাফিজুর রহমান কাব্য ---বিমুখ প্রান্তর

27. “শহীদ স্মরণে” কবিতাটি কার রচিত? মোঃ মুনিরুজ্জামান

28. ’নামাজ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? ফার্সি

29. আধুনিক বাংলা সাহিত্তের প্রথম কাব্য ও লেখক ? পদ্মিনী উপাখ্যান, রঙ্গলাল মুখোপাধ্যায়

30. বাংলা ভাষায় রচিত প্রথম প্রনোয়পখ্যান ও লেখক ? ইউসুফ জুলেখা, শাহ মুহাম্মদ সগীর

31. বাংলা সাহিত্তের প্রথম মুদ্রিত গ্রন্থ ও লেখক? কথোপকথন, উইলিয়াম কেরি

32. প্রত্যক্ষ কোনো বস্তুর সাতে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়— উপমেয়

33. ‘দুধের মাছি’ বাগধারাটির সঠিক অর্থ – সুসময়ের বন্ধু

34. ব্রাত্য শব্দের সমার্থক – পতিত

35. দেনা পাওনা(উপন্যাস) এর লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

36. ডাকাবুকো বাগধারাটির অর্থঃ নির্ভীক

37. নিচের কোনটি ধ্বনি ত্বতের আলোচনা? সন্ধি

38. প্রথম মহাকাব্য লিখেন কে? মধুসূদন দত্ত

39. ‘রাজপুত’ কোন শ্রেণীর শব্দ? যোগরূঢ় শব্দ

40. বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? বেতাল পঞ্চবিংশতি

41. ‘কুচবনের কালাচাঁদ’ বাগধারাটির অর্থ গোবরে পদ্মফুল

42. বাংলাদেশের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন_ দীনেশ সেন

43. সারাংশ বা সারমর্ম লেখার উদ্দেশ্য কী? বক্তব্য সংক্ষেপণ

44. যে নারীর হিংসা নেই এক কথায় কী বলে? অনসূয়া

45. বিসর্জন কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর

46. মতিচূর গ্রন্থের রচয়িতা কে? বেগম রোকিয়া সাখাওত হোসেন

47. কার ছন্দনাম ’টেকচাঁদ ঠাকুর’? প্যারিচাঁদ মিত্র

48. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন? ১৮২০ সালে

49. মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি? চন্ডীমঙ্গল

50. ‘হাতি’ শব্দটির প্রতিশব্দ কোনটি? কুঞ্জর

51. “বাতাসে লাশের গন্ধ” বিখ্যাত কবিতাটি কার লিখা? রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

52. ’কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?— উক্তিটি কার? কৃষ্ণচন্দ্র মজুমদারের

53. শ্রেষ্ঠ মহিলা কবি ---বেগম সুফিয়া কামাল

54. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি রচনা করেন_ মাইকেল মধুসূদন দত্ত

55. যৌগিক স্বরধ্বনি কয়টি? ২টি

56. বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহূত হয় তাকে কী বলে? সর্বনাম পদ

57. কোন কবি ‘ধর্মমঙ্গল’ কাব্যের প্রণেতা? রূপরাম চক্রবর্তী

58. মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলমান কবি কে? আলাওল

59. বাংলা ও মৈথালী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কী? ব্রজবুলি

60. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে? মাইকেল মধুসূদন দত্ত

61. মৈমনসিংহ গীতিকার “দেওয়ানা মদিনা” পালার রচিয়তাঃ মনসুর বয়াতি

62. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? হাতি/হাতী

63. মানিক বন্দ্যোপাধায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপ্যনাসের উপজীব্য- জেলে-জীবেনর বিচিত্র সুখ-দুঃখ

64. “কেলিনু শৈবালে, ভুলি কমল – কানন” — এখানে শৈবাল কিসের প্রতীক? পরভাষা

65. উচ্চারণের একক কে কি বলা হয়? অক্ষর

66. ”মাতৃহৃদয়ের পক্ষপাতিত্য নাই” — বাক্যটি কোন রচনার অন্তর্গত? অর্ধাঙ্গী

67. আকাশে তোলা বাগধারাটি বোঝাই? অতিরিক্ত প্রশংসা করা

68. ”বিষহরির দোহাই বুঝি বা আর খাটে না” ——’বিলাসী‘ গল্পে এই উপলব্ধি কার? ন্যাড়ার

69. «ডেকেছে কি সে আমারে?শুনি নাই,রাখিনি সন্ধান। “—— চরণটি কোন কবিতার? তাহারেই পড়ে মনে

70. হেলাল শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি? রাকা

71. রত্ন >রতন হওয়ার ধ্বনিসূত্র —— স্বরভক্তি

72. কোন জাতীয় শব্দের বানানে মূর্ধন্য ‘ণ’ ব্যবহূত হয়? তৎসম

73. মাগন ঠাকুরের বিখ্যাত কাব্য কোনটি? চন্দ্রাবতী

74. উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় প্রকার? ৫ প্রকার

75. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রহের জন্য গিয়েছেন_ তিব্বত, নেপাল

76. ‘বাবুর্চি’ কোন ভাষার শব্দ? তুর্কি

77. চৈতন্যদেবের জীবনীভিত্তিক প্রথম কাহিনীকাব্য কে রচনা করেন? বৃন্দাবন দাস

78. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ ছোটগল্প_ ল্যাবরেটরি

79. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কোথায়? বীরসিংহ গ্রাম, মেদিনীপুর

80. রবীন্দ্রনাথ তার কতটি নাটকে অভিনয় করেছিলেন । ১৩টি

81. ‘সুনন্দ’ কার ছদ্মনাম ছিল? নারায়ণ গঙ্গোপাধ্যায়

82. ‘অভয়া’ চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে? শ্রীকান্ত

83. নবাব ফয়জুন্নেসা চৌধুরানী রচিত বইটির নাম_ রূপজালাল

84. কামান কোন দেশি শব্দ? ফরাসী

85. বত্রিশ সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয় বিদ্যলণ্কার

86. হুমায়ূন আহমেদ এর জন্মস্থান --নেত্রকোণা

87. বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? জয়নুল আবেদিন

88. বেনের মেয়ে(উপন্যাস)এর রচয়িতা কে? হরপ্রসাদ শাস্ত্রী

89. কোন বিদেশীর নাট্যচর্চায় বাংলা নাটকের সুত্রপাত হয়? হেরাসিম লেবেকেফ

90. সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গলকাব্য ধারা কোনটি? মনসামঙ্গল

91. চন্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কি? মানিক দত্ত

92. বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ৬৫০-১২০০

93. “পাথুরে কয়লা হীরার সবর্ণ না হলেও সগোত্র।”উক্তিটি কার? প্রমথ চৌধুরী

94. আমজনতা শব্দের আম উপসর্গটি কোন প্রকারের? আরবি

95. পদাশ্রিত নির্দেশক সাধারণ পদের কোথায় বসে? শেষে

96. পদাশ্রিত নির্দেশকের অপর নাম- পদাশ্রিত অব্যয়

97. যে প্রত্যয় কোনো পদের নির্দিষ্টতা বোঝায় তাকে কী বলে? পদাশ্রিত নির্দেশক

98. পদের পূর্বে এক, এক যে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে? অনির্দিষ্টতা

99. টি, টা, খানা, খানি নির্দেশকগুলো কখন ব্যবহৃত হয়? একবচনে

100. ‘টো’ পদাশ্রিত নির্দেশকটি কেবল কোন সংখ্যাবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত হয়? – দুই