***এজনের ভাল রাখা**
চিরকুট
www.facebook.com/chirkut.bali
আমার দৃষ্টিতে একজন মানুষ কে কারনেঅকারনে যদি তুমি হাসাতে পারো
তবে সেই সময়টুকু সেই মানুষটা সব
কান্না ভুলে থাকতে পারে।।কারন
উদ্যেস্য হীন সেই হাসি একমাত্র সব কষ্ট
কে ধুয়ে দিতে পারে।
.
আর কোন মানুষের সম্পর্ন না হলেও
কিছুটা কষ্টের ভার নিয়ে তাকে খুশি
রাখাই মনে হয় মহৎ কাজের মধ্যে একটি।
যেটা সবাই পারে না। আর সেই একজন
যদি কয়েকজন হয় তবে তো অনেক ভাল।
অনেক জন কে ভাল রাখতে পারছো।
আর সেই ভাল রাখা থেকে সৃষ্টি হয়
দূর্বলতা।
**** দূর্বলতা****
.
দূর্বলতা এমন কিছু যেটারর কারনে তুমি
এক প্রকার বন্ধি জীবন কাটাবা। তবে
সেটা ইট পাথর বা লোহার বাধন দিয়ে
না।। কোন মানুষের মনের কিছু অনুভূতি
দিয়ে সাজানো।
.
তখন না পারবা তুমি পালাতে না
পারবা ঐ দূর্বলতার জালে আটকে
রাখতে...আর আটকে থাকলে সৃষ্টি হবে
মায়া।
.
***মায়া**
.
মায়া হলো এমন কিছু যেটা কোন প্রিয়
অপ্রিয় মানুষের কাছ থেকে বিষেশ
আদর, যত্ন, কেয়ার, প্রেম, ভালবাসা, সব
কিছুর সংমিশ্রণে সে জরাই যায়
মায়ায়। আর মায়া এমন এক দূর্লভ
আবেগীয় অনুভূতি যেটা বাসায় পোষা
টিয়া পাখির উপর ও সৃষ্টি হয়।মানুষ তার
বাইরে নয়।মায়া যখন সব কিছু চুষে
নিয়ে তাকে বস করে ফেলে তখনি হয়
প্রেম।
.
***প্রেম ***
প্রেম সৃষ্টি হয় সব ঘাত প্রতিঘাত
পেরিয়ে। অনেক টা মনের অগোচরে।।
যেখানে অনেক কিছু বুঝেও কেহ বুঝতে
পারে না যে কিছু একটা বোধ হয়
গেলে।।তারপর ১৯/২০ এর এই কচি হৃদয়টা
কেহ যেন ঠিক অদল বদল করে নেই। তখন
দুজনি বোঝে দুজনের কিছু অনুভূতি।
হয়তো কারোর লাইফে অনুভূতি টুকু
বাস্তবে পূরন করা সবার ভাগ্যে থাকে
না।। সবার বললে ভুল হবে কারন
অধিকাংশ পারেনা দুজনের সব থেকে
কাছে আসতে।।আর যারা পারা
তাদের হয়তো হারাতে হয় কিছু
দায়িত্ব- কতব্য।
.
** দায়িত্ব- কতব্য**
প্রেমে পড়লে তখনি হয়তো মাথায়
চাপতে পারে নতুন একজনের ভারন
পোষনের চিন্তা। আর তুমি যদি বাবা
মার সৎ সন্তান হও তবে পৃথিবীর সব
দায়িত্ব কতব্য চলে যাবে তাদের উপর..।
যদি তুমি ভাবো তুমি মার গর্ভে
যাওয়ার পূর্বে বাবার সেই আনন্দের
হাসি। পৃথিবীর বুকে যখন আসবে তখন যে
মা তোমাকে দেখে কত টা হাসে আর
দুজনে ভাবতে থাকে তোমাকে
নিয়ে তোমার ভবিষ্যত নিয়ে। আর
মানুষ করে তোলে তোমায় এর মধ্যে
বিন্দু বিন্দু করে কিছু দায়িত্ব সৃষ্টি
হয়ে যায়।
আর সত্যিকারের প্রেম তখনি পূর্ন হবে
যখন তাদেন প্রতি দায়িত্ব গুলো পালন
করবা। আর তখন তোমার মাথায় আসবে
সুন্দর ক্যারিয়ার এর স্বপ্ন।
.
** সুন্দর ক্যারিয়ারের স্বপ্ন***
এতোদিনের জমানো স্বপ্ন বড় হওয়া
সমাজের বুকে মাথা উচু করে বাচার
অধিকার আর অর্থের জন্য এবার শুরু হয়
ক্যারিয়ার নামক সেই পাষান যুদ্ধি।।
যদি মধ্যবৃত্ত ঘরের দূর্ভাগা সন্তান হও
তবে জীবনের কোন এক পর্যায় আসবে
তোমাকে এটা নিয়ে ভাবতে হবে।।
কারন ঐ যে কিছু মুল্যবান মানুষের
মূল্যবান চাওয়া গুলো পূরনের জন্য দরকার
এই ক্যারিয়ারে। এই ক্যারিয়ারের
বিল্ড করার টার্নিং পয়েন্টে আসে
কিছু দ্বিধা দ্বন্দভয়।
.
***দ্বিধা দ্বন্দ আর ভয়**
.
এটাই হয় তখন যখন মুল্যবান সেই প্রেম
কিছুটা দিনের অপেক্ষা সহ্য না করতে
পেরে, আর কিছু সামাজিকতা র কঠোর
আচরনে অন্য প্রেম টাকে ভুলে যায়।
সেই হারানোর ভয় তখনি প্রকাশ পাই।
কিন্তু তখন তুমি দাড়িয়ে ৪/৫ টা
রাস্তার মোড়ে যে কোন একটা পথে
হাটতে হবে তোমাকে।অনেক গুলো
ডিসিসন নিতে হবে তোমাকে।সৃষ্টি
হবে কিছু দ্বিধা যেটা পারবা না
বলতে না সয়তে হবে কিছু দ্বন্দ সেই
প্রিয় মানুষটির সাথে। সৃষ্টি হবে কিছু
চিন্তা আর দূচিন্তা।
.
*** একটা চিন্তা দূচিন্তা
কিছু চিন্তা এক করলে কিছু দূচিন্তা
সৃষ্টি হয়। আর সেগুলো এক করলে
বিষন্নতা সেই মানুষটিকে কুড়ে কুড়ে
খাবে। তখন সঠিক চিন্তা টি মুক্তির
জন্য একজন ঘনিষ্ট মানুষের খোজ করে।
সেই ঘনিষ্ট মানুষ তার দুঃখ বিষন্ন তা
ভরা সমস্যা গুলো কেন, কি, কিভাবে,
কে এই প্রশ্ন বাচক শব্দ দিয়ে সব শোনে
কিন্তু সঠিক সমাধান হয়তো মেলে না
তার কাছ থেকে।
বরং কেহ কেহ চিন্তার সাথে কিছু
চিনি মিসিয়ে সরবদ বানিয়ে দিয়ে
যায়। কিন্তু কখনো পিছে ফিরে
তাকিয়ে দেখে না যে, যে মানুষটি
সব ঘটনা ভেঙে চৌচির করে খন্ড খন্ড
করে বললো শুধু সুন্দর একটা সমাধান
পাওয়ার জন্য।
কারন সে আজ হেল্পলেস তাই হয়তো
এসেছিল।
আর যখন পাসে কেহ থাকে না। তখন
দেখা দেখি অনেকে Good Bye বলে
চলে যায়।
শেষ অধ্যায় Good Bye
.
**** বিদায়, Good Bye****
.
হ্যা তখনি সেই রোামান্টিকতায় ভরা
রসিকতায় সেরা মানুষ টি গুড বাই
শুনতে শুনতে নিজেই Good Boy এর মতো
Good Bye বলে পৃথিবী নামক সুন্দর গ্রহ
টাকে ছেড়ে চলে যায়। যদিও দায় টা
সে স্বিকার করে তভুও দায়ী সবাই।
কারন অসময়ের প্রেমের কঙাল সবাই
হলেও। গতীময় জীবন যখন স্তিতি
অবস্থায় থাকে তখন মামান্য বন্ধুত্বের
মর্যাদা টুকু কেহ দিতে পারে না।
আর তখনি যে ব্যক্তিটা পৃথিবীর
প্রতিটা ন্যানো সেকেন্ডকে গুরুত্ব
দিতে, বেচে থাকার বীজ বপন করতো,
হাসির জোয়ারে নিজের পাল
তোলা নৌকা ভাষাতে, অন্যের
কষ্টের ভাগ নিয়ে ঘুরির লেজে বেধে
দূর আকাশে উড়িয়ে দিতে সে হয়তো
সেদিন
-
ঘুড়ি হয়ে উড়ে যাবে----ঐ দূর আকাশে।
--------- The End ------
চোখের বালি
No comments:
Post a Comment
Thanks