**** যখন তোমার হারানো প্রেমিক ফিরে আসে****
--চিরকুট-বালি
পৃথিবীর হাজার ও রিলেশন আছে ছিল এবং থাকবে যেটা কিছু দিনের জন্য সৃষ্টি হয় তারপর কোন কারন বা অকারনে সম্পর্কের ফাটল হয়।। সৃষ্টি হয় ব্রেকআপ নামক শব্দের।.
রিলেসনসিম টা হয়তো সিংগেল হয়ে। কয়েকদিন মিস করে দুজন দুজন কে। তারপর হয়তো দুজনের আবার নতুন gf bf জুঠে যায়। তখন হয়তো প্রথম সেই প্রেমের কথা মনেই থাকে না।
.
ঘটনা চক্রে যদি কয়েকটা বছর পপর একদিন তোমার bf আবার ফিরে এসে মধুর সুরে বল উঠলো -- ' আমি তোমাকে আগের মতো ভালবাসতে চাই"
.
এই যে মেয়ে.. হ্যা তোমাকে বলছি?
.
তখন তুমি ভাববে আমার কাছে মনে হয় ভিন্ন গ্রহের কোন এলিয়েন আসছে। যাই আবার বুকে নিয়ে তাকে। ঠোট দুটো অনেক দিন ধরে শুস্ক হয়ে আছে একটু ভিজেয়ে নেই। আমি আর এই এলিয়েন কে হারাবো না।।হারাতে চাই না। এর মধ্যে হয়তো কল্পনাতে ঘর সংসার বাচ্চা কাচ্চার প্লান ও হয়ে গেছে.."।ইস।।কত আবেগ। আবেগ তোমাকে গ্রাস করে ফেলছে.!
.
তুমি কি ভেবেছো??
.
যখন তোমাকে রেখে চলে গেছিল। তোমার অশ্রু তোমার ভালবাসার দাম টুকু দিতে পারিনি সেদিন। তাহলে এতো দিন পর কেন??
.
ভেবেছো একবিন্দু কথা না বলে থাকতে পারতো না সে এতো টা বছর থাকার পর এখন হঠাৎ কেন ফিরে এসেছে?? কিভাবে পারলো এতো টা দিন একা থাকতে। হয়তো রিলেশন ছিল না খোজ তো নিতে পারতো।
.
আর যখন চলে গেছিল সেদিন হয়তো হাজার দোষ ধরছিল তোমার তারপর bye good bye বলে চলে গেছিল। সে এখন কি এমন নিশ্চয়তা দিবে তোমাকে ভাল রাখার।??
ভালবাসছিলে বলে কি আবেগে তুমি হাবুডুবু খাবে।?? কোন দরকার নাই..
নতুন করে শুরু করতে চাইলে. তাকে ওজন করে নেও। সে তোমাকে কতটা ভালবাসে.. এবং ভবিষ্যতে ও বাসবে।পাসে থাকবে।
.
ডং রং মাখিয়ে যানু মনু সোনা পাখি বলে নাটক সব ছেলেরা করতে পারে কিন্তু নাটকের নায়ক হওয়ার জন্য কিছু জিনিস লাগে যেটা মন থেকে অনুভব করতে হয়।
...
লেখা- কতিপয় সিংগেল মেয়েদের জন্য যাদের X- bf Coming soon
ha ha ha
নতুন করে শুরু করতে চাইলে. তাকে ওজন করে নেও। সে তোমাকে কতটা ভালবাসে.. এবং ভবিষ্যতে ও বাসবে।পাসে থাকবে।
.
ডং রং মাখিয়ে যানু মনু সোনা পাখি বলে নাটক সব ছেলেরা করতে পারে কিন্তু নাটকের নায়ক হওয়ার জন্য কিছু জিনিস লাগে যেটা মন থেকে অনুভব করতে হয়।
...
লেখা- কতিপয় সিংগেল মেয়েদের জন্য যাদের X- bf Coming soon
ha ha ha
No comments:
Post a Comment
Thanks