Tuesday, February 16, 2016

মনে পড়ছে তোমায় মা

মনে পড়ছে তোমায় মা!

---------চোখের বালি
আজ কুয়াশা ঘেরা ভোরে মনে
পড়ছে তোমায় মা
তুমি আসবে কখন? তোমার জন্য
আমার অপেক্ষা।
.
তুমি চিরচেনা মুখ তভু অচেনা
অজানা তুমি মা
আছো তুমি মনে, তভু আছে চোখে
কিছুটা কান্না।
.
তভিমানী তুমি, অনুরাগী তুমি,
তুমি আমার মা
তোমার স্বপ্ন পূরন করবো আমি
করনা চিন্তা।
.
তোমার রক্তে, তোমার মাংসে
বড় হয়েছি মা
উৎসাহ তোমার প্রেরনা ভরা
জয়ী হবো ভেবোনা।
.
অজস্র রাগ, আছে অভিমান তভুও
তুমি প্রিয় মা
তোমার সুখের জন্য বেচে
থাকবো কখনো মরবো না।
.
তোমার আদেশ চূর্ন হবেনা, সবি
যে আমার মার
কবে যে করবো পূরন তোমার
স্বপ্নের বায়নার।
.
তোমার কান্নাতে হারবো
আমি হাসিতে মা গো মা
পাঠিয়েছে স্রষ্টা, আমার
কাছে তোমার অনেক পাওয়া।
.
ভাগ্যহীন আমি তভু ভাগ্যবান
কারন তুমি আমার মা
প্রতিটা জন্ম জন্মান্তর
চিরচেনা হয়ে থেকো এটা
চাওয়া।
.
তোমার হাসিতে কিযে আনন্দ,
কি যে ভাল লাগে মা
তুমি না থাকলে পৃথিবী আমাই
হারাবে আর আসবনা।
.
মাথা রেখে আমি তোমার
কোলেতে স্নেহময়ী তুমি মা
চাই আমি তোমার মাথা আমার
বুকেতে, কি রাখবেনা?
.
ভালবাসি তোমায়, ভালবেসে
যাবো আমার সোনা মা
আছো তুমি কাছে, তভু কিছু দূরে
আজ ভিষন করে
-------- মনে পড়ছে তোমায় মা!