Sunday, June 23, 2019

কিছু মানুষ সত্যি কাঙাল হয়ে দুনিয়াতে আসে।

কিছু মানুষ সত্যি কাঙাল হয়ে এই দুনিয়াতে আসে। হাসতে হাসতে কষ্ট গুলা আড়াল করতে করতে একদিন ধুম করে আড়ালে চলে যায়। এদের অনেক কিছু থেকেও নাই। এই মানুষ গুলা কষ্টের যত রকম সংজ্ঞা আছে সব জানে, নিজেকে কিভাবে শক্ত করে  রাখতে হয় এরা খুব ভাল করে শিখে নেয়.....।
.
যেহেতু এরা সব ধরণের কষ্ট থেকে নিজেকে সামাল দেওয়ার কৌশল জানে তেমন এরা কষ্ট পাওয়া , হতাসের মধ্যে থাকা আর স্বপ্ন ভাঙা মানুষ গুলার পাসে বিশাল এক মোটিভেসন হয়ে দাড়াই.....!
.

এরা বোঝে কেহ মন খারাপ করে থাকলে তাকে কি করে মন ভাল করিয়ে দেওয়া যায়। এরা জানে কেহ বড় কোন ডিপ্রেশনে চলে গেলে সেখান থেকে তাকে কি করে ফেরানো যায়। অন্যের ঠোটের কোন একটু হাঁসি ফোটাতে পারলে এরা অন্যরকম আনন্দ পায়। এরা স্বপ্ন কে সত্য করতে কত কষ্ট করতে হয় কিভাবে করতে হয় তার উদাহরণ দিয়ে একটা মানুষ কে অনেক বড় বড় স্বপ্ন দেখতে উৎসাহ যোগায়।
.
কিন্তু দিন শেষে এরা নিজের কষ্ট গুলা নিজেই চাপা দিয়ে দেয়।
.
কিন্তু বাস্তবতা এটাই এই মানুষ গুলাও খুব করে চাই কেহ একজন তার পাসে সাপোর্ট হিসাবে থাকুক। এরা খুব করে চাই মন খারাপের ভয়ংকর সময়ে কেহ একজন তাকে হাসানোর জোর চেষ্টা চালাক।  আর সিদ্ধান্তহীনতায় ভোগা মানুষটিকে হুট করে কেহ এসে বলুক " তুমি এটা নয় ওটাই কর"।
.
কিন্তু সেটা আর হয়ে ওঠে না
.
কারণ এরা নাকি মোটিভেসন দেয় তাই এদের ডিপ্রেশনে থাকতে নাই,
কারণ এরা খুব হাসিখুশি থাকে বলে এদের নাকি কষ্ট নাই,
কারণ এরা খুব মিতব্যয়ী তাই নাকি এদের অভাব নাই,
কারণ এরা অনেকের সাথে মেসে তাই নাকি এদের মানুষের অভাব নাই,
.

প্রিয় মানুষ থেকে অচেনা কারোর একাকিত্ব কাটাতে এরা সঙ্গী হয়ে যায় নিস্বার্থ ভাবে।

কিন্তু এদের একাকিত্ব ঠিক একার সাথে কাটে।

লেখা: Tapos Saha
www.facebook.com/tapos71

#inspiration #Motivations #Bani #BanglaQuata

No comments:

Post a Comment

Thanks