ইতিবাচত থাকুন।

যেখানে অর্থ নেই, সেখানে ভালবাসাও দুর্লভ | ----- স্যার টমাস ব্রাউ

Saturday, January 23, 2016

নতুন পথের ভাবনা

-------বালি

নতুন একটা দিনের শুরু
করলে তুমি আজ,
সাহস নিয়ে আগাও তুমি
দেখ চারপাসে সুখ করছে বিরাজ।
.
ভেবনা কে কি বললো তোমায়
দিওনা কান অন্যেরর দেয়ালে
পূরন করে নাও এ বছর
গত হওয়া দিনে যা হারালে।
.
সাহস আর ধৈয্য কর পুজি
নিশ্চয় মনে রেখ জিতবে তুমি
মূল্যায়ন কর মূল্যবান সময়
নিজের সততার প্রতি হও প্রেমি।
.
উদাসিনি মন হারিওনা উদাসিনতায়
হাসতে শেখে হাসাও তন্ময়,
ভাবতে শেখে, ভাবাতে নয়
ভাগ্যের দোষ দিওনা, করোনা দূচিন্তায়।
.
বিশ্বাস রাখো নিজের উপর
অন্যের উপর মাত্রাঅতিরিক্ত নয়
নিজের কাজে বাড়াও দু হাত
সৃষ্টি কর্তা তখন দেখাবে জয়ীর পথ।
at January 23, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

**প্রেমের ইতিহাসে সেরা -৫ ঘটনা**

**প্রেমের ইতিহাসে সেরা -৫ ঘটনা**

.
১- মিস্টকল / কল ব্যাগ
!
.
প্রতিটা মেয়ের কমোন ডাইলগ। তোমাকে ছাড়া আমি একবিন্দু ভাবতে পারি না।।মনে হয় সব সময় কথা বলি।
কিন্তু মরে গেলেও মেয়ে কল দিয়ে কথা বলবে না।
প্রেমিক সকালে উঠে দেখবে ৪/৫ মিস্টকল। আসলো সব কল গুলাই ছিল ১২ সেকেন্ড রিং হওয়া।

ছেলে কল ব্যাগ করলো।
বললো- sorry ডারলিং।
.
মেয়ে- কাল কত বার ফোন দিলাম।। কই ছিলে??
ভুলেই যাও।। যানো না কথা না বলে ঘুমালে আমার রাত ভাল কাটে না??
আসলে সব Missed Call ছিল.!
ha ha ha
.
ছেলে বিকালো ফোন দিলো।।ততোক্ষণ মধুর কথা চলছে।।
মনে হয় কথা শেষ হবে না। ৩০ মিনিট পর - কেটে যায় হঠাৎ একটা মেয়ে মধুর সুরে বলে- আপনার এক্যাউন্টে ড্যাস নাই।।।ড্যাস করুন।
.
মেয়ে ব্যাগ দিলো-
তখন মেয়ে বললো সোনা কেটে দিলে যে??
ছেলে- মনে হয় ক্রেডিট নায় সোনা।
মেয়ে-
মা ডাকছে খুব বিজি।।Bye.....
কথা সব শেষ।
হাহাহা
৩০ সেকেন্ড।। হাহাহা
.★★ চোখের বালি★★
.
২- ফাস্টফুড/ ডিনার বিল
.
মাসের ৫ তারিখ। ছেলের বাবা কেবল ১০০০ টাকা বিকাশ করলো।
.
সাথে সাথে প্রেমিকার। Misscall...
কল ব্যাগ-
মেয়ে- আজ বের হবে কখন। আজ কি সারপ্রাইজ দিবে??
এই তো ৫ টাই বের হবো..ডারলিং.....
বিকালে যথারিতি বের হলো দুজন।
কাচ্ছি বিরিয়ানি আর ড্রিংকস।।
বিল- মাত্র ৬৫০ টাকা মাত্র।
ছেলে ৫০০ টাকার নোট টা gf এর হাতে ধরাই দিলো। বলে ২০ টাকা বকসিস + খুচরা টা তুমি দাও সোনা...
মেয়ে বললো- কই দেখি তোমার ম্যানিব্যাগ টা। টাকা থাকতে এমন করতে নাই সোনা।। সার্চ করে আর ১ টা ৫০০ টাকার নোট।
ব্যাচ দুইটা নোট ই গেলে।
bf এর মন খারাপ তাই gf বললো।
ওকে যানু আগামী দিন আমি দিবো।
ছেলে একটু মিচকি হাসি দিয়ে বের হলো দুজন।
২য় দিন-
ছেলে- ডারলিং আজ কিন্তু ডিনার টা সিটি ইনে করবো....
মেয়ে- ওকে সে পরে দেখা যাবে।। আসো তো।।
যথারিতি একটু সন্ধ্যা করে দেখা করলো..!
রাত ৯ বেজে গেছে।
চলো ডিনার টা শেষ করে আসি।।রাত তো হলো।
but হঠাৎ মেয়ের আচরন
আমার মাথা টা বনবন করে ঘুরছে।।চারদিকে সব শরিসা ফুল দেখছি।।যানু আমার পেটে ও ব্যাথা করছে।
চলো বাসায় ফিরি।
ছেলে- কি হলো তোমার?? ঔষধ খাবে চলো।। এই অবস্থায় ওসব খাওয়া যাবে না।
মেয়ে-বাট আমার খারাপ লাগছে।।আজ আমি বিল দিতাম।।চলো যায়।।কিছু হবে না।( ভনিতা)
ছেলে- না থাক।
হঠাৎ মেয়ে বললো- যানু একটু কম পড়ছে।।দেখ দেখ জাকির মামার চপটটি।।চলো খাই??
ছেলে- এখন থাক।তোমা র শরীর অসুস্ত।
২০/- প্রতি প্লেট।। খরচ -
বিল টা ছেলে দিতে চাইলেও gf বলে না।থাক সোনা। তোমার অনেক খরচ আজ আমি দিয়ে দেই।।
হাহাহা
৬৮০ টাকা vs ৪০ টাকা
★★ চোখের বালি ★★
Coming Soon
৩. ওকেশন এন্ড ভেকেশন
৪. কল ওয়েটিং
৫. রিক্সা ভাড়া/ বেবি ভাড়া
at January 23, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

অতীত আমাদের কি দিবে?

অতীত আমাদের কি দিবে?

TODAY · PUBLIC
গতকালকের সব ঘটনা গুলে আজ আমাদের কাছে অতীত।কিন্তু ভেবে দেখো অতীত আমাদের কি উপহার দিচ্ছে??
আসলে অতীত আমাদের তখনি কিছু উপহার দেয় যখন আমরা অতীত থেকে কিছু শিখতে পারি। কিন্তু বেসির ভাগ সময় আমরা শুধু অতীত নিয়ে ভেবেই সময় নষ্ট করে ফেলি।
কিন্তু গত দিনগুলোর করা ভুল গুলো যদি মনে করে ভাবতে পারি পরবর্ততে কি করে ঐ ভুল না করা যায়, আনন্দ ঘন মুহূর্তগুলো মনে করে যাতে আগামী দিন গুলো আরো আনন্দ ময় করতে পারি তাহলে তো সব চাওয়া পাওয়ার হিসাব মিলে যায়।
তুমি সেই অতীত নিয়ে চিন্তা করো যেটার প্রায়সচিত্ত করার সুযোগ আছে, আর সেই সুখ গুলে নিয়ে ভাবো যেটা আর দীর্ঘময় করা যায়।
আমরা তা করি না........
আমরা একটা অতীতের ছোট্ট ঘটনা চিন্তা করতে থাকি।।তারপর যোগ হয় আরো কিছু স্মৃতি।।সব মিলে এক গুচ্চ চিন্তা।।সেটাই সৃষ্টি করে দুচিন্তা র।
যেটা কখনো আমাদের জন্য ভালনা।
ভাল বৈশিষ্যের বিপরীত কিছু আমাদের জন্য ভাল হতে পারে না---
যেমন
চিন্তা ভাল দুচিন্তা নয়--!
স্বপ্ন ভাল দুঃস্বপ্ন নয়--!
শিক্ষা ভাল কুশিক্ষা নয়...!
সঙ্গ ভাল দুসঙ্গ নয়।
সংবাদ ভালো দুঃসংবাদ নয়।
তাই সব সময় ইতিবাচক মনভাব নিয়ে দিন শুরু করা উচিত।।তাহলে হয়তো প্রতিটা দিন ভাল কাটবে ফলে আজকের দিন যেদিন অতীত হবে।। সেদিন হাসতে হাসতে বলতে পারবা আমার অতিতে কান্না নাই নাই কষ্ট।

চোখের বালি

০৫/০১/২০১৬

at January 23, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

অনুভূতি ----- বালি

অনুভূতি

----- বালি

অনুভূতিগুলো চোখের আড়ালে
নিভৃতে চলেছে সূর্যস্নানে।
.
যে স্নানে শুধু তুমি একা ছিলে
আমি বোকা নয় তভু বোকা হয়ে।।
.

যানি তুমি আমার নও
হবেও না হয়তো কোন দিনে।।
.
তভুও আমার একার একাকিত্বে
আঁকছি তোমার চোখ কল্পনার দিবারাত্রে।

.
অভিনয় গুলো অপলক দৃষ্টিতে
যা দেখে ভেবেছি ম্নান বৃষ্টিতে।।
.
যানি তুমি ছিলে না ঐ স্নানেতে
ভেজা গায়ে নরম শরীরের অনুভূতিতে।।
.
তভুও আমি ভেবেছিলাম ঐ স্নানে
এখনো হয়তো ভালবাসি মনে প্রানে।।
.
তোমার অনুভূতি সব স্মৃতি হয়ে
লিখে চলেছি আজ ডাইরি জুড়ে।।
.
ভালবাসি আমি তোমার নিপুন অভিনয়ে
বৃহৎ হও তুমি নতুন নাটকের নায়িকা হয়ে।।
.
মনে রেখো তুমি, মনে করে দেখো
বোকা নয় আমি সব বোকার অনুভুতি।।
চিরকুট's photo.
34 people reached



at January 23, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

বিদায় ------ বালি

বিদায়
------ বালি

ভেবে চলেছি গভীর রাত্রি থেকে
দিন শেষ আজ আর বিকেল হতে।
.
ভাবছি আমি তোমাকে নিয়ে
কবিতা, কাব্যের নেশায় মেতে।
.
অগোছালো সেই চুলের মাঝে
টিকলি তোমার কপাল জুড়ে।
.
চোখ দুটো যেন লক্ষী সাজে
মনের মাঝে সেই ঘুড়ি ওড়ে।
.
মাথার উপর ঘুমটা তুলে
লাল পারি সেই শাড়ির নিচে।
.
ঠোটের আভায় উষ্ন হতে
চেয়েছি আমি ক্লান্ত বিকেলে।
.
রুপমাখা সেই হাতের উপর
মেহেদির সাজে রুপবতী হয়ে।
.
আলতো করে নকশা একে
পায়ে তোমার আলতা দিয়ে..।
.
নাকে নোলক আর ঝুংকো লতা
কানে তোমার স্বর্ন লতা.।
.
গলায় লম্বা শীতে হারে।
.
পাসে তোমার বসে আছে
তোমার অহংকারে।
.
চারিদিক আজ আলোক সজ্জা
মুখটা তোমার রাঙায় লজ্জা।।
.
মুখরিত আজ তোমার আঙিনা
এসম মেনেও, মানতে পারিনা
.
তভুও তোমার অতীতি বেসে
তোমার বাধা নতুন নীড়ে।
.
হাজার স্মৃতির ডাইরি নিয়ে
আমার স্বপ্ন সবই হারিয়ে...।
.
চলে এসেছি তায়....
.
হারিয়ে যাবে, হারিয়ে তোমায়
জিতে যাবো আমি কাদিয়ে হৃদয়।
.
শেষ মহূর্তে জানিও বিদায়


at January 23, 2016 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Be Positive

My photo
Tapos
View my complete profile

Tapos,s blog

  • ►  2022 (1)
    • ►  August (1)
      • ►  Aug 06 (1)
  • ►  2020 (3)
    • ►  May (3)
      • ►  May 07 (1)
      • ►  May 06 (2)
  • ►  2019 (4)
    • ►  June (1)
      • ►  Jun 23 (1)
    • ►  May (3)
      • ►  May 15 (3)
  • ►  2018 (6)
    • ►  November (2)
      • ►  Nov 10 (2)
    • ►  July (3)
      • ►  Jul 04 (3)
    • ►  February (1)
      • ►  Feb 18 (1)
  • ►  2017 (6)
    • ►  December (2)
      • ►  Dec 13 (2)
    • ►  September (4)
      • ►  Sep 26 (1)
      • ►  Sep 13 (3)
  • ▼  2016 (14)
    • ►  April (7)
      • ►  Apr 20 (1)
      • ►  Apr 19 (6)
    • ►  February (2)
      • ►  Feb 16 (1)
      • ►  Feb 02 (1)
    • ▼  January (5)
      • ▼  Jan 23 (5)
        • নতুন পথের ভাবনা -------বালি নতুন একটা দিনের ...
        • **প্রেমের ইতিহাসে সেরা -৫ ঘটনা**
        • অতীত আমাদের কি দিবে?
        • অনুভূতি ----- বালি
        • বিদায় ------ বালি
  • ►  2015 (16)
    • ►  September (3)
      • ►  Sep 19 (3)
    • ►  August (2)
      • ►  Aug 27 (2)
    • ►  July (7)
      • ►  Jul 14 (1)
      • ►  Jul 09 (5)
      • ►  Jul 07 (1)
    • ►  June (2)
      • ►  Jun 09 (1)
      • ►  Jun 06 (1)
    • ►  May (2)
      • ►  May 28 (2)

Labels

  • ......বৃষ্টি...........Bristi
  • Bank & Bcs preparation
  • Bank job preparation
  • Bcs pdf
  • BCS pdf file
  • BCS Preparation
  • Inspiration
  • Job pdf
  • Motivation bangal story
  • Our Cricket Babgladesh
  • Quata
  • প্রেমের উর্ধে কেহ। . আমি ভালবাসবো
  • ভালবাসাকে হার মানিয়ে। . আমি আকাশ হবো
  • ভালবাসি তোমায় -----বালি আমি নিরব হবো
  • হবো শান্ত দিগবিজয়ী। . আমি কোমল হবো
  • হবো সতাতার উর্ধে কেহ। . আমি প্রেমিক হবো

ইতিবাচত থাকুন।

যেখানে অর্থ নেই, সেখানে ভালবাসাও দুর্লভ | ----- স্যার টমাস ব্রাউ

Be Positive

Be Positive
We should always be positive
Powered By Blogger

পছন্দের বই

  • Miracle Morning
  • প্রফেসরস শঙ্কু
  • শার্লক হোমস

My Blog List

  • Our blog means your inspiration
    কিছু মানুষ সত্যি কাঙাল হয়ে দুনিয়াতে আসে।

Search This Blog

  • Home

Featured Post

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান স্যারের জীবনী

Popular Posts

  • অপমান থেকে যদি ভাল কিছু হয় তবে অপমানি ভালো
    কথা টা একটা টেলিভিষন এড থেকে মিলিয়ে করা। " দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগি ভালো" - আমি / আমরা সবাই জানি অপমান আমাদের সম্মানের ...
  • মনে পড়ছে তোমায় মা
    মনে পড়ছে তোমায় মা ! ---------চোখের বালি আজ কুয়াশা ঘেরা ভোরে মনে পড়ছে তোমায় মা তুমি আসবে কখন? তোমার জন্য আমার অপেক্ষা। . তুমি চ...
  • EGO' বাংলা অর্থ "অহংবোধ
    EGO' বাংলা অর্থ "অহংবোধ", মানব TAPOS SAHA চরিত্রের ভয়ংকর একটি দিক। অর্থাৎ "আমি কেন ছোট হব"। মনোবিজ্ঞানের ...
Tapos Saha. Watermark theme. Powered by Blogger.