অতীত আমাদের কি দিবে?
TODAY · PUBLICগতকালকের সব ঘটনা গুলে আজ আমাদের কাছে অতীত।কিন্তু ভেবে দেখো অতীত আমাদের কি উপহার দিচ্ছে??
আসলে অতীত আমাদের তখনি কিছু উপহার দেয় যখন আমরা অতীত থেকে কিছু শিখতে পারি। কিন্তু বেসির ভাগ সময় আমরা শুধু অতীত নিয়ে ভেবেই সময় নষ্ট করে ফেলি।
কিন্তু গত দিনগুলোর করা ভুল গুলো যদি মনে করে ভাবতে পারি পরবর্ততে কি করে ঐ ভুল না করা যায়, আনন্দ ঘন মুহূর্তগুলো মনে করে যাতে আগামী দিন গুলো আরো আনন্দ ময় করতে পারি তাহলে তো সব চাওয়া পাওয়ার হিসাব মিলে যায়।
তুমি সেই অতীত নিয়ে চিন্তা করো যেটার প্রায়সচিত্ত করার সুযোগ আছে, আর সেই সুখ গুলে নিয়ে ভাবো যেটা আর দীর্ঘময় করা যায়।
আমরা তা করি না........
আমরা একটা অতীতের ছোট্ট ঘটনা চিন্তা করতে থাকি।।তারপর যোগ হয় আরো কিছু স্মৃতি।।সব মিলে এক গুচ্চ চিন্তা।।সেটাই সৃষ্টি করে দুচিন্তা র।
যেটা কখনো আমাদের জন্য ভালনা।
ভাল বৈশিষ্যের বিপরীত কিছু আমাদের জন্য ভাল হতে পারে না---
যেমন
চিন্তা ভাল দুচিন্তা নয়--!
স্বপ্ন ভাল দুঃস্বপ্ন নয়--!
শিক্ষা ভাল কুশিক্ষা নয়...!
সঙ্গ ভাল দুসঙ্গ নয়।
সংবাদ ভালো দুঃসংবাদ নয়।
তাই সব সময় ইতিবাচক মনভাব নিয়ে দিন শুরু করা উচিত।।তাহলে হয়তো প্রতিটা দিন ভাল কাটবে ফলে আজকের দিন যেদিন অতীত হবে।। সেদিন হাসতে হাসতে বলতে পারবা আমার অতিতে কান্না নাই নাই কষ্ট।
No comments:
Post a Comment
Thanks