Saturday, September 19, 2015

রাজরাণী হয়ে আছো ---- চোখের বালি।

রাজরাণী হয়ে আছো
---- চোখের বালি।

প্রেম তুমি কি আছো আগের মতো?
নাকি হারিয়ে গেছো সূর্য ওঠার শিশিরের মতো....
.
তুমি কি সেই আগের মতো.,
দুঃখ কষ্টে আমার জন্য কাঁদো??
.
নাকি দূরে আছি বলে মিথ্যা ছলনাই,
মায়াবী সুরে অট্ট হাসি হাসো??
.
তুমি কি এখনো অপেক্ষার প্রহর গোন??
নাকি অন্যো কারোর স্বপ্নের জাল বনো?
.
তোমার আবেগের পূর্ন শ্রোতা কি আমি?
নাকি অসহায় জীবনের কোন হাতছানি?
.
প্রেম তুমি কি সত্য এখনো আছো,?
নাকি অন্য কারোর রাজরানী হয়ে গেছো?
.
হলেও আমার না হলেও আমার,
কারন তুমি নয় কো আমার প্রমিকা,
তুমি শুধু আমার স্বপ্নের নায়িকা....

*** অস্থির চিন্তাভাবনা****

Tapos Sah
"" পৃথিবীর বালিকারা প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথম যৌবনে বালিকে যাকে ভালবাসে তাহার মতো সৌভাগ্যবান আর কেহ নাই। যদিও সে প্রেম অধিকাংস সময় অপ্রকাশিত থেকে যায়। কিন্তু সে প্রেমের আগুন বালিকাকে সারা জীবন পোড়াই""
.
----------- রবীন্দ্রনাথ ঠাকুর।

"" সত্যি যেদিন পাখিকে খাঁচা থেকে ছেড়ে দিতে পারি সেদিন বুঝতে পারি পাখিই আমাকে ছেড়ে দিল। যাকে খাঁচায় বাঁধি সে আমাকে আমার ইচ্ছেতে বাঁধে, সে ইচ্ছের বাঁধন যে শিকলের বাঁধন থেকেও শক্ত""'
.
----------------- রবীন্দ্রনাথ ঠাকুর
"" প্রেমের সাগরে নামার আগে জেনে নেওয়া ভাল এ সাগরের কোন তীরই হয় না""
.
---------সারসান সালানী
*
"" ভবিষ্যৎ দেখে প্রেম করতে চাইলে সে প্রেম সৃষ্টি হবে না।। আর ভবিষ্যৎ না ভাবলে প্রেমের পূর্নতা পাবে না। প্রেম হলো অগোচর সৃষ্টি অগোচর বিলিয়ে যাওয়া এক অনুভূতি। ""
.
--------------- চোখের বালি

*** অস্থির চিন্তাভাবনা****

**আকাশের প্রেমা** by Tapos Saha


২য় লেখা...গল্প..১৭
/০৯/১৫

**আকাশের প্রেমা**

........Tapos
আপনার বন্ধু হতে পারি??

আকাশ এমনি করে প্রেমার ফেসবুকে নক করলো।

প্রেমা- আপনাকে চিনিনা তো। কে আপনি?
আকাশ- মানুষ।
প্রেমা- সে তো জানি।।

বলে কি মনে করে একসেপ্ট কররো।
এর ১০ দিন পর প্রেমার জন্মদিনে আকাশ ২য় বার নক করলো। জন্মদিনের শুভেচ্ছা আর প্রেমাকে নিয়ে কবিতা দিয়ে।

যেটা ছিলো প্রেমার বার্থডে তে প্রথম উইস।

প্রেমা- বাহ দারুন কবিতা লিখতে পারেন তো?
আকাশ- কেমন কাটালে জন্মদিন।
প্রেমা- না তেমন ভাল না।
আকাশ- কেন?

প্রেমা- এমনি।। কি করেন আপনি?
আকাশ- পড়াশুনা। তুমি?

এভাবে পরিচয় পর্বে কেটে গেল ২ টা মাস। তারর মধ্যে আকাশ প্রেমা কে ভালবেসে ফেলেছে।। প্রেমা ও মনে মনে আকাশ কে.....

প্রাই ৬ মাস পর আকাশ ছবি চাই প্রেমার কাছে। আর প্রেমার কন্ঠ শোনার আকুল মিনতি যানাই।
.
প্রেমা- ছবি দিতে পারি কিন্তু নম্বর দিব না।
আকাশ- ওকে তাই দাও...
প্রেমা- কেমন দেখলে আমাকে?
আকাশ-তুমি অনেক সুন্দরী। মনে হচ্ছে রাজার রাজরাণী।

প্রেমা- হা হা হা হা তাই?
আকাশ- আমার তোমাকে ভাল লাগে...
প্রেমা- তো?
.
আকাশ- প্রেম করবা?
প্রেমা- হা হা হা হা এতো দিন কি করলে?/

এভাবে প্রেম শুরু হলো। প্রাই ৩ মাস ওরা এতো শেয়ার করলো কিন্তু দুজনের দেখা হলো না।
কিন্তু হঠাৎ করেই আকাশের পৃথিবী টা অন্ধকার হতে লাগলো।

প্রেমাকে যা বলে কার উল্টা রিএকসন করে... কেন যানি বুঝতে পারছে না প্রেমা কেন এমন করছে।
.
আকাশ- কাল রাতে ফেসবুকে আসলে যা যে?
প্রেমা- বিজি ছিলাম। দাদারা আসছিল তাই।
.
আকাশ- একবার নক করতে পারতে??
প্রেমা- কি বলবা বলো একটু বিজি..
.
আকাশ- কেন bf এর সাথে নাকি?
প্রেমা- ফাল্তু কথা বাদ দাও....

প্রেমার দূরে যাওয়াকে অনেক সুবিধা হলো।। কারন আকাশ তো আকাশে উড়ে যাবে...

পরের দিন
প্রেমা- আকাশ একটা কথা ছিল।
আকাশ- বলে ফেল..অনুমতি নিচ্ছো কেন?
,
প্রেমা- অভি ফিরে এসেছে।। ও এতো কেদেছে যে ওকে দেখে আমি নিজেকে সামলাতে পারিনি।। ও ওর ভুল বুঝতে পেরেছে। আমি কি করবো? ওকে আমি ফেরাতে পারবো না।

আকাশ- বুঝলাম।একটু কথা বলবা ফোনে আমার সাথে।। শেষ রিকুয়েস্ট।
.
প্রেমা- কাল বলবো।তুমি কষ্ট পাবা বলে আমি এতো দিন দূরে থাকতে চেয়েছি ……
.
আকাশ- ওকে মাথা টা ব্যাথা করছে। এখন বাই।। আর আমি রাগ করিনাই।
.
প্রেমা- আমি জানতাম তুমি রাগ করবা না।। আমার প্রথম প্রেম অভি তুমি তো জানতে।।
আর দুদিন পর পর মাথা ব্যাথা ভাল একটা ডাক্তার দেখাও.....
.
আকাশ- ওকে বাবু ওকে দেখাবো। তুমি এখন অভির সাথে কথা বলো। বেচারা কত দিন তোমার মিস্টি কন্ঠ শুনিনি।

এমন ভাবে আকাশ প্রেমা কে বললো যেন আকাশ রাগ/ অভিমান/ দুঃখ / কষ্ট কিছুই পাইনি।।
ওদিকে প্রেমা ও মনে মনে ভাবছে আকাশ কত ভাল একটু রাগ করলো না।

এভাবে আকাশ আর প্রেমার মাঝে অনেক বড় দুরুত্ব সৃষ্টি হল.
প্রেমা ফোন দিতে চাইছিল দেই নাই।

* আকাশ হঠাৎ মধ্যরাতে প্রেমাকে ফোন দেই।।কল ওয়েটিং।।
আকাশের শেষ ইচ্ছা ছিল প্রেমার কাছে শুনবে - একদিনের জন্য হলেও প্রেমা আকাশ কে ভালবাসে কি না*

কিছুক্ষন পর কল ব্যাক করলো প্রেমা- ঐ তুমি বোঝ না। আমি আমার মেঘনার সাথে কথা বলছিলাম আমার কথা বলার মধ্যে এতোবার ফোন দিলে কেন? লজ্জা বোধ আছে তোমার??
.
আকাশ- কিছু বলার জন্য চেষ্টা করলো...
.
প্রেমা একটানা বকা দিয়ে চলে গেল।
পরে ফোন টা ওপেন করে প্রেমা দেখে।
মাত্র একবার কল দিছে আকাশ। বাকি কল গুলা সব অভির।
.
মনে মনে খারাপ লাগছে প্রেমার।। বেচারাবে ঝারি দিলাম।
বলতে বলতে অভির ফোন.....

প্রেমা- ঐ এতো বার ফোন দিলে যে??
অভি- এখন কয়টা জুটাইছো।। এটা কত নম্বর মাল? নোংড়া ভাষায় গালগাল দিল অভি..
দিয়ে ফোন কেটে দিল।

** মনে মনে প্রেমা ভুল বুঝে আকাশের কাছে ফোন দেই।। ফোন বন্ধ। রাত অনেক প্রেমার কিছু ভাল লাগছে না।।
ফেসবুকে ঠুকলো
প্রথমেই আকাশের স্টাটাস
যেটা দেখার জন্য প্রেমা প্রস্তুত ছিল না।.......
.

প্রিয় প্রেয়সী প্রেমা,
শেষ ইচ্ছা টা এমনি ছিল তোমার মুখে সেই আগের মতো বলে ওঠা ডাক "" আকাশ আমি তোমাই ভালবাসী"""
শুনালে না তো।। তাও খুশি কারন আমি আজ রাতে তোমার কন্ঠ শুনতে পেরেছি।
যান প্রেয়সী আজ না আমি নতুন একটা পৃথিবীর বাসিন্দা হতে চলেছি। যাওয়ার আগে ভাল লাগছে আমার প্রেয়সী টাকে অন্যের হাতে তুলে দিতে পেরিছি। আমি জানতাম তোমার নিয়ে আমার আর টেনসন হবে না। কারন তুমি তোমার সব কিছু ফিরে পেয়েছো।।
কদিন ধরে মাথা ব্যাথা করছিল খুব।। ডাক্তার বলে কি যান প্রেয়সী,

আমার নাকি এই সুন্দর পৃথিবীতে আর এক চিমটি জায়গা নাই।
. মনে মনে ভেবেছিলাম তুমি লাল রং এ ওরনা পরে ম্যাচিং করে সাদা ড্রেস পড়বা আর সাথে আমিও লাল টি শার্ট।। এক পথে হাটবো দুজন।
সেটা হলো না প্রেয়সী।
আমি যে জিনিস টাকে বেশি ভয় পেতাম সেটা আজ আমার দুয়ারে দাড়িয়ে।।
কাল সকালে হয়তো অনেকের চোখের ময়লা টুকু মুছে যাবে আমার জন্য। তোমার যাবে কি?? মনে মনে ভাবছি যদি দেখতে পেতাম আমার এই উড়ো চিঠি টা পড়ে তুমি মিষ্টি শুরে হাসতে না কি করতে?.
যান প্রেয়সী,
আমার মায়ের জন্য অনেক খারাপ লাগছে কেমনো বাচবে ঐ মানুষ টা তার তো প্রথম ও আমি শেষ ও আমি।।তাকে কে সামাল দিবে।
সুযোগ থাকলে বলতাম আমাকে আমার জীবন টা ভিক্ষা দাও আমি বাচতে চাই, মন খুলে হাসতে চাই, সবাই কে হাসাতে চাই।।

কিন্তু আজ মনে হয় আর হবে না। আজ আমার যেতে ই হবে।।
ভাল থেকে সুখো সুখে থেকে।।
চিরকাল তোমাকে প্রেরনা দিতে চাইছিলাম। কথা রাখকে পারলাম না।

শেষ বেলা বলি,
আকাশের আকাশে তোর প্রয়জন ছিল,
তোর আকাশে আকাশের সুখ তারাটি নিভে গেল।

বিদায়
'' আকাশ'

চোখের বালি