Tuesday, April 19, 2016

একটা স্বপ্নের প্রিয়াঙ্কা)


একটা স্বপ্নের প্রিয়াঙ্কা)

by- চোখের বালি

বাস টা যে কখন ছাড়বে আর
ভাল লাগে না। এমন টা বসে
বসে ভাবছি আর কানে ইয়ার
ফোন লাগানোর পরিকল্পনা
করছি। এমন সময় কোথা থেকে
এক টুকরো সৌন্দর্য এসে
বললো.....
-- এই যে? আপনার পাসের সিট
টাতে কেহ আছে??
-- না কেহ নাই আপনি বসতে
পারেন।
.
-- থ্যাংক। কিন্তু আমি তো
জানলার পাসে বসবো
আমার আবার..........
-- বুচ্ছি বুচ্ছি। মেয়েদের এটা
কমোন ব্যাপার ওকে বসেন।
-
( মনে মনে ভাবছি কোন
রাজকন্যা এলো রে)
বাস ছাড়লো। আমি কেবল ভাল
ভাবে বসতে যাবো আর কানে
ইয়ার ফোন টা দিবো।সাথে
সাথে মেয়ে বললো-
-- আযিব তো আপনি?..
-- কেন কি হলো?? আমি কি
করলাম??
.
-- ন্যাকা।বুঝতেছেন না??
-- না। কি??
.
-- আমি জলজ্যান্ত মানুষ আপনার
পাসে আপনি কানে সাউন্ড
বক্স লাগাচ্ছেন.. সবাই যানে
আমানার ফোনে গান হয় এটা
নতুন করে দেখাতে হবে না।
.
-- তো কি করবো?? ( নরম সুরে)
--গল্প করুন..
-- আযোব চিনি না কি গল্প
করবো??
--আমি প্রিয়াঙ্কা। বাড়ি
যাচ্ছি..... আপনি??
-- হৃদান। বাড়ি যাচ্ছি।। আপনার
বাসা??
.
-- ঐ বাসা যেনে কি করবেন
যাবেন নাকি?? এ পযন্ত
জানলে হবে।
-- ওকে সরি..
-- আযিব তো। কিসের সরি??
-- আপনার বাসা জিজ্ঞাস
করলাম আপনি রাগ করলেন.।
--
প্রিয়াঙ্কা ওর ঠিকানা বলে
দিল তারপর আমার টাও বলতে
হলো মাত্র ৩০ কি:মি যেতেই
দুজনে এতো আপন করে নিলাম
যে মনে হলো।। প্রিয়াঙ্কা
আমার ছোট বেলার বন্ধবী।
কিছু পথ যেতেই ওর বমি শুরু হয়ে
গেল। মহাবিপদ।।কি করবো।।
মাথায় জল দিয়ে দিলাম। যাই
হোক বমি কমে গেল।।কিন্তু ওর
অবম্থা তো কাহিল।। নেতিয়ে
পড়ছে।।
.
এর মধ্যে ওর ফোনো বার বার
ফোন দিচ্ছে।।সে এক বিপদ
রিসিফ করবো কি না।।এদিকে
আমার বাড়ি প্রাই চলে
আসছে।।মাথায় কিছু আসছে।।
প্রিয়াঙ্কা তো ঘুমে যেন
রাজ্য জয় করছে।।
.
এর মধ্যে ওর যাওয়ার বাস
ভাড়া ৯০ টাকা আমি দিলাম।
যদিও ওর পার্টস টা আমার
হাতে ছিলো.. তভুও হাত দেই
নাই।।
.
আর সহ্য হলো না।।ওর ফোনে
আসা কল একটা রিসিপ করলাম--
Calling -- Baba GP
- হ্যালো..। আংকেল
প্রিয়াঙ্কা তো বমি করে একটু
অসুস্ত হয়ে পড়ছে তো আমি কি
করবো...?
-- আমি ওর মা বলছি।। কি হয়ছে
আমার মামনির।। বাবা তুমি
কে জয়ন্ত??
-- না আন্টি আমি হৃদান আমরা ---
(( এক কলেজে ---- বলতে গিয়েই
মাথায় আসলো প্রিয়াঙ্কা
তো মহিলা কলেজে পড়ে।।
কথা ঘুরাই বললাম আন্টি আমরা
এক কলেজের স্যারের কাছে
ব্যাচ করি।।আমার নাম হৃদান
.
-- ও তাহলে বাবা ওকে বাস
স্টপ পযন্ত এগিয়ে দিও।
-- আচ্ছা আন্টি চিন্তা করবেন
না।
এর মধ্যে আমার বাবা মা দাদু
দিদি ফোনের
উপর ফোন করছে। বললাম বন্ধুর
বাড়ি যাবো ফিরতে রাত
হবে।
এর মধ্যে প্রিয়াঙ্কা বলে
উঠলো-
-- রাতে হবে মানে?? মাকে
বলো কাল বিকালে ফিরবা।
-- এই তুমি সুস্ত?? বাবা কতটা
জ্বালান জ্বালালে আমাই
.
প্রিয়াঙ্কা বললো
জ্বালানোর দেখছো কি এখন
তো শুরু-
বলতে বলতে চলে এলাম। বাস
স্টপ। দুজনে নামলাম।।
দেখি চারিদিক থেকে লোক
জন আত্মীয় স্বজন ছুটে আসছে।।সব
প্রিয়াঙ্কার আত্মীয় স্বজন।
( মনে মনে ভাবছি আদরের
ননীর পুতুল)
প্রিয়াঙ্কা র সাথে কথা বলা
শেষ করে প্রিয়াঙ্কা র বাবা
মার সাথে পরিচয় করাতে
যাবে।তখনি
ওর মা বললো--
ওসব পরিচয় টরিচয় পরে হবে।
আগে বাড়ি চল তো।
আমি বাবা বলে সম্মোধন করে
বললো
-- চলো বাবা হৃদায়..
--উফপপপপ আন্টি আমি হৃদয় না
হৃদান।
-- ঐ হলো।।চলো তো।
( এর মধ্যে আমরা গ্রামের সেই
চার চাকা ভ্যানের পিছনে
দুজন বসছি আমি আর
প্রিয়াঙ্কা। মনে হচ্ছে কেন
যেন এক অদ্ভুদ রকম ভাল লাগছে))
মনে মনে কত কি ভাবছি...
হুট করে -
-
-
-ভ্যানটা একটা গর্তে পড়লে
হালকা ঝাকুনি তে
***********
আমার ঘুম টা ভেঙে গেল।
সাথে সাথে স্বপ্নটাও।তখন
নিজের উপর রাগ যা হচ্ছে uff
কেন এটা সত্যি হলো না??
Miss You প্রিয়াঙ্কা। স্বপ্ন না
হয়ে বাস্তব হলে ভালবাসি
তোমায় বলেই দিতাম.........
( একটা স্বপ্নের প্রিয়াঙ্কা)
চোখের বালি
 

ছিছিছি তোর Bf নাই??

ছিছিছি তোর Bf নাই??

www.facebook.com/chirkut.bali

সত্যি হয়তো যুগ টা এখন বেস
এগিয়ে চলেছে। যেখানে bf
থাকাটা যেন বাধ্যতামূলক
হয়ে পড়েছে। দৃষ্টিকোন
বিবেচনা করলে এটাই আতস্ত
করতে পারি যে bf না থাকা
টা এক প্রকার অপমান জনক
বিষয়..!
.
মানলাম আমার ১০ টা বান্ধবী
তার ২ টা ssc তে বিয়ে করে
নিছে। বাকি ৮ টার ৬ টা
চুটিয়ে প্রেম করে...."
.
তবে প্রশ্ন প্রেম আসলে কি...?
** প্রেম মানে...
চুমু খাওয়ার জন্য পার্কের
নির্জন জায়গায় কত কি..
** প্রেম মানে...
গার্ল ফ্রেন্ডের বক্ষযুগলে বয়
ফ্রেন্ডের হস্তদয়ের অবাদ
বিচরন।
.
** প্রেম মানে..
গার্ল ফ্রেন্ডের ফর্শা শরীরের
গন্ধ বয় ফ্রেন্ডের কাছে যেন
ব্যান্ডের পারফিউম।
** প্রেম মানে আবাসিক
হোটেলে ৪ তলার ৩ নং রুমে
সানি লিওয়ের লেটেস্ট
ভিডিও দেখে gf bf। এর বৃথা
চেষ্টা।
.
** প্রেম মানে ঔষধের
দোকানে বয়ফ্রেন্ডের দামি
কনডম সাথে উন্নতমানের পিল।
.
** প্রেম মানেই আর কত
বলবো.....??
.
নাই বা করলাম এমন প্রেম....!

Yes
একটা জিনিস বিশ্বাস করি।।
প্রেম ভালবাসা শুধু মনের
টানে হয় না।।যৌনতা
অতপ্রতভাবে জরিতো।
তবে সেটা স্টিপ বাই স্টিপ...
আগে মন পরে অন্যকিছু.. সেটা
একটা ধাপ পার করে।।হয়তো
বিবাহ হবে সেই ধাপ..."
Its a common solution..
আমার শরীর তোমার চাই তবে
এখন কেন??।।চিরকাল সাথে
থাকবে।। জীবন মরনের সাথী
হবে।।তাহলে সেক্স করান জন্য
ব্যস্ততার কি??
আমাদেশের অধিকাংস
মেয়ে ফাদে পড়ে এমন করে..!
বিশ্বাস করে হয়তো সর্বোচ্চ
টা দিয়ে দেই...পরে কান্না..
চিন্তা হয়/ কষ্ট লাগে
হ্যা* দুই পাচ টা মেয়ের মতো
আমার ও একটা bf থাকতে
পারতো?? আমি তো
সুন্দরী...আমি শিক্ষিত...আমি সব
দিক দিয়ে পারফেট.তবে
আমার কেন হয় না??
এটা একরকম পাগলামি করা..
তুমি কি ভাবছো। অমুকের bf
অমুককে মুভি দেখাতে নিয়ে
যায়, দিনে ২ ঘন্টা ফোনে
কথা সারাদিন চ্যাট করে,
পূজায় ২০০০ টাকা দামের থ্রি
পিচ দিছে..। একটা bf থাকলে
হয়তো মনের কথা গুলে শেয়ার
করতে পারতাম।
.
এই আফসোস তোমার আমার হয়।।
বাট কেন করবা এই আফসোস।
আরে তুমি চিন্তা
করো...প্রতিটা মুহূর্ত প্রতিটা
সেকেন্ড, মিনিট, ঘন্টা দিন
যেন আনন্দ হাসিতে কাটে.!
আর তার জন্য যে bf লাগবে এটা
ছাড়া ভাল থাকা যায় না।।
তবে সেটা ভুল ধারনা।
.
আর প্রেম যদি নিন্তাতয় করা
দরকার হয়ে পড়ে তবে সেই
পছন্দের মানুষের মন টা একবার


ওজন করে নিও...
তারপর মন টা দিও..
কারন মন খুব মূল্যবান জিনিস।
শরীরের কিডনি পাল্টানো
যায় মন না।
তেমনি বিশ্বাস করা যায় তবে
সেটা সব মানুষ কে না....!
ভাল খাকুক তোমার প্রেম, ভাল
থাকুক boy Friend

চিরকুট

**** যখন তোমার হারানো প্রেমিক ফিরে আসে**** --

**** যখন তোমার হারানো প্রেমিক ফিরে আসে****

--চিরকুট-বালি

পৃথিবীর হাজার ও রিলেশন আছে ছিল এবং থাকবে যেটা কিছু দিনের জন্য সৃষ্টি হয় তারপর কোন কারন বা অকারনে সম্পর্কের ফাটল হয়।। সৃষ্টি হয় ব্রেকআপ নামক শব্দের।
.
রিলেসনসিম টা হয়তো সিংগেল হয়ে। কয়েকদিন মিস করে দুজন দুজন কে। তারপর হয়তো দুজনের আবার নতুন gf bf জুঠে যায়। তখন হয়তো প্রথম সেই প্রেমের কথা মনেই থাকে না।
.
ঘটনা চক্রে যদি কয়েকটা বছর পপর একদিন তোমার bf আবার ফিরে এসে মধুর সুরে বল উঠলো -- ' আমি তোমাকে আগের মতো ভালবাসতে চাই"
.
এই যে মেয়ে.. হ্যা তোমাকে বলছি?
.
তখন তুমি ভাববে আমার কাছে মনে হয় ভিন্ন গ্রহের কোন এলিয়েন আসছে। যাই আবার বুকে নিয়ে তাকে। ঠোট দুটো অনেক দিন ধরে শুস্ক হয়ে আছে একটু ভিজেয়ে নেই। আমি আর এই এলিয়েন কে হারাবো না।।হারাতে চাই না। এর মধ্যে হয়তো কল্পনাতে ঘর সংসার বাচ্চা কাচ্চার প্লান ও হয়ে গেছে.."।ইস।।কত আবেগ। আবেগ তোমাকে গ্রাস করে ফেলছে.!
.
তুমি কি ভেবেছো??
.
যখন তোমাকে রেখে চলে গেছিল। তোমার অশ্রু তোমার ভালবাসার দাম টুকু দিতে পারিনি সেদিন। তাহলে এতো দিন পর কেন??
.
ভেবেছো একবিন্দু কথা না বলে থাকতে পারতো না সে এতো টা বছর থাকার পর এখন হঠাৎ কেন ফিরে এসেছে?? কিভাবে পারলো এতো টা দিন একা থাকতে। হয়তো রিলেশন ছিল না খোজ তো নিতে পারতো।
.
আর যখন চলে গেছিল সেদিন হয়তো হাজার দোষ ধরছিল তোমার তারপর bye good bye বলে চলে গেছিল। সে এখন কি এমন নিশ্চয়তা দিবে তোমাকে ভাল রাখার।??

ভালবাসছিলে বলে কি আবেগে তুমি হাবুডুবু খাবে।?? কোন দরকার নাই..
নতুন করে শুরু করতে চাইলে. তাকে ওজন করে নেও। সে তোমাকে কতটা ভালবাসে.. এবং ভবিষ্যতে ও বাসবে।পাসে থাকবে।
.
ডং রং মাখিয়ে যানু মনু সোনা পাখি বলে নাটক সব ছেলেরা করতে পারে কিন্তু নাটকের নায়ক হওয়ার জন্য কিছু জিনিস লাগে যেটা মন থেকে অনুভব করতে হয়।
...
লেখা- কতিপয় সিংগেল মেয়েদের জন্য যাদের X- bf Coming soon
ha ha ha

***এজনের ভাল রাখা**

***এজনের ভাল রাখা**

চিরকুট

www.facebook.com/chirkut.bali
আমার দৃষ্টিতে একজন মানুষ কে কারনে
অকারনে যদি তুমি হাসাতে পারো
তবে সেই সময়টুকু সেই মানুষটা সব
কান্না ভুলে থাকতে পারে।।কারন
উদ্যেস্য হীন সেই হাসি একমাত্র সব কষ্ট
কে ধুয়ে দিতে পারে।
.
আর কোন মানুষের সম্পর্ন না হলেও
কিছুটা কষ্টের ভার নিয়ে তাকে খুশি
রাখাই মনে হয় মহৎ কাজের মধ্যে একটি।
যেটা সবাই পারে না। আর সেই একজন
যদি কয়েকজন হয় তবে তো অনেক ভাল।
অনেক জন কে ভাল রাখতে পারছো।
আর সেই ভাল রাখা থেকে সৃষ্টি হয়
দূর্বলতা।
**** দূর্বলতা****
.
দূর্বলতা এমন কিছু যেটারর কারনে তুমি
এক প্রকার বন্ধি জীবন কাটাবা। তবে
সেটা ইট পাথর বা লোহার বাধন দিয়ে
না।। কোন মানুষের মনের কিছু অনুভূতি
দিয়ে সাজানো।
.
তখন না পারবা তুমি পালাতে না
পারবা ঐ দূর্বলতার জালে আটকে
রাখতে...আর আটকে থাকলে সৃষ্টি হবে
মায়া।
.
***মায়া**
.
মায়া হলো এমন কিছু যেটা কোন প্রিয়
অপ্রিয় মানুষের কাছ থেকে বিষেশ
আদর, যত্ন, কেয়ার, প্রেম, ভালবাসা, সব
কিছুর সংমিশ্রণে সে জরাই যায়
মায়ায়। আর মায়া এমন এক দূর্লভ
আবেগীয় অনুভূতি যেটা বাসায় পোষা
টিয়া পাখির উপর ও সৃষ্টি হয়।মানুষ তার
বাইরে নয়।মায়া যখন সব কিছু চুষে
নিয়ে তাকে বস করে ফেলে তখনি হয়
প্রেম।
.
***প্রেম ***
প্রেম সৃষ্টি হয় সব ঘাত প্রতিঘাত
পেরিয়ে। অনেক টা মনের অগোচরে।।
যেখানে অনেক কিছু বুঝেও কেহ বুঝতে
পারে না যে কিছু একটা বোধ হয়
গেলে।।তারপর ১৯/২০ এর এই কচি হৃদয়টা
কেহ যেন ঠিক অদল বদল করে নেই। তখন
দুজনি বোঝে দুজনের কিছু অনুভূতি।
হয়তো কারোর লাইফে অনুভূতি টুকু
বাস্তবে পূরন করা সবার ভাগ্যে থাকে
না।। সবার বললে ভুল হবে কারন
অধিকাংশ পারেনা দুজনের সব থেকে
কাছে আসতে।।আর যারা পারা
তাদের হয়তো হারাতে হয় কিছু
দায়িত্ব- কতব্য।
.
** দায়িত্ব- কতব্য**
প্রেমে পড়লে তখনি হয়তো মাথায়
চাপতে পারে নতুন একজনের ভারন
পোষনের চিন্তা। আর তুমি যদি বাবা
মার সৎ সন্তান হও তবে পৃথিবীর সব
দায়িত্ব কতব্য চলে যাবে তাদের উপর..।
যদি তুমি ভাবো তুমি মার গর্ভে
যাওয়ার পূর্বে বাবার সেই আনন্দের
হাসি। পৃথিবীর বুকে যখন আসবে তখন যে
মা তোমাকে দেখে কত টা হাসে আর
দুজনে ভাবতে থাকে তোমাকে
নিয়ে তোমার ভবিষ্যত নিয়ে। আর
মানুষ করে তোলে তোমায় এর মধ্যে
বিন্দু বিন্দু করে কিছু দায়িত্ব সৃষ্টি
হয়ে যায়।
আর সত্যিকারের প্রেম তখনি পূর্ন হবে
যখন তাদেন প্রতি দায়িত্ব গুলো পালন
করবা। আর তখন তোমার মাথায় আসবে
সুন্দর ক্যারিয়ার এর স্বপ্ন।
.
** সুন্দর ক্যারিয়ারের স্বপ্ন***
এতোদিনের জমানো স্বপ্ন বড় হওয়া
সমাজের বুকে মাথা উচু করে বাচার
অধিকার আর অর্থের জন্য এবার শুরু হয়
ক্যারিয়ার নামক সেই পাষান যুদ্ধি।।
যদি মধ্যবৃত্ত ঘরের দূর্ভাগা সন্তান হও
তবে জীবনের কোন এক পর্যায় আসবে
তোমাকে এটা নিয়ে ভাবতে হবে।।
কারন ঐ যে কিছু মুল্যবান মানুষের
মূল্যবান চাওয়া গুলো পূরনের জন্য দরকার
এই ক্যারিয়ারে। এই ক্যারিয়ারের
বিল্ড করার টার্নিং পয়েন্টে আসে
কিছু দ্বিধা দ্বন্দভয়।
.
***দ্বিধা দ্বন্দ আর ভয়**
.
এটাই হয় তখন যখন মুল্যবান সেই প্রেম
কিছুটা দিনের অপেক্ষা সহ্য না করতে
পেরে, আর কিছু সামাজিকতা র কঠোর
আচরনে অন্য প্রেম টাকে ভুলে যায়।
সেই হারানোর ভয় তখনি প্রকাশ পাই।
কিন্তু তখন তুমি দাড়িয়ে ৪/৫ টা
রাস্তার মোড়ে যে কোন একটা পথে
হাটতে হবে তোমাকে।অনেক গুলো
ডিসিসন নিতে হবে তোমাকে।সৃষ্টি
হবে কিছু দ্বিধা যেটা পারবা না
বলতে না সয়তে হবে কিছু দ্বন্দ সেই
প্রিয় মানুষটির সাথে। সৃষ্টি হবে কিছু
চিন্তা আর দূচিন্তা।
.
*** একটা চিন্তা দূচিন্তা
কিছু চিন্তা এক করলে কিছু দূচিন্তা
সৃষ্টি হয়। আর সেগুলো এক করলে
বিষন্নতা সেই মানুষটিকে কুড়ে কুড়ে
খাবে। তখন সঠিক চিন্তা টি মুক্তির
জন্য একজন ঘনিষ্ট মানুষের খোজ করে।
সেই ঘনিষ্ট মানুষ তার দুঃখ বিষন্ন তা
ভরা সমস্যা গুলো কেন, কি, কিভাবে,
কে এই প্রশ্ন বাচক শব্দ দিয়ে সব শোনে
কিন্তু সঠিক সমাধান হয়তো মেলে না
তার কাছ থেকে।
বরং কেহ কেহ চিন্তার সাথে কিছু
চিনি মিসিয়ে সরবদ বানিয়ে দিয়ে
যায়। কিন্তু কখনো পিছে ফিরে
তাকিয়ে দেখে না যে, যে মানুষটি
সব ঘটনা ভেঙে চৌচির করে খন্ড খন্ড
করে বললো শুধু সুন্দর একটা সমাধান
পাওয়ার জন্য।
কারন সে আজ হেল্পলেস তাই হয়তো
এসেছিল।
আর যখন পাসে কেহ থাকে না। তখন
দেখা দেখি অনেকে Good Bye বলে
চলে যায়।
শেষ অধ্যায় Good Bye
.
**** বিদায়, Good Bye****
.
হ্যা তখনি সেই রোামান্টিকতায় ভরা
রসিকতায় সেরা মানুষ টি গুড বাই
শুনতে শুনতে নিজেই Good Boy এর মতো
Good Bye বলে পৃথিবী নামক সুন্দর গ্রহ
টাকে ছেড়ে চলে যায়। যদিও দায় টা
সে স্বিকার করে তভুও দায়ী সবাই।
কারন অসময়ের প্রেমের কঙাল সবাই
হলেও। গতীময় জীবন যখন স্তিতি
অবস্থায় থাকে তখন মামান্য বন্ধুত্বের
মর্যাদা টুকু কেহ দিতে পারে না।
আর তখনি যে ব্যক্তিটা পৃথিবীর
প্রতিটা ন্যানো সেকেন্ডকে গুরুত্ব
দিতে, বেচে থাকার বীজ বপন করতো,
হাসির জোয়ারে নিজের পাল
তোলা নৌকা ভাষাতে, অন্যের
কষ্টের ভাগ নিয়ে ঘুরির লেজে বেধে
দূর আকাশে উড়িয়ে দিতে সে হয়তো
সেদিন
-
ঘুড়ি হয়ে উড়ে যাবে----ঐ দূর আকাশে।
--------- The End ------
চোখের বালি

EGO' বাংলা অর্থ "অহংবোধ


EGO' বাংলা অর্থ "অহংবোধ", মানব

TAPOS SAHA

চরিত্রের ভয়ংকর একটি দিক। অর্থাৎ
"আমি কেন ছোট হব"। মনোবিজ্ঞানের
ভাষায় ego কে বলা হয়েছে "power of
looser"। অহংবোধ একজন মানুষকে খুব দ্রুত
ধ্বংস করে দিতে পারে। অহংবোধের
কারণে মানুষের অবস্থানে কোন ছাড়
দেওয়ার মনোভাব থাকেনা। তারা
ভাবে "ছাড় দেওয়া মানেই ছোট হয়ে
যাওয়া"
"সাধারণত ধন সম্পদের প্রাচুর্যতা
মানুষের এই EGO কে উচ্চ পর্যায়ে নিয়ে
যায়"
ইংরেজী MOOD,বাংলায় বলে
ভাব..EGO থেকেই মানুষের ভিতর
ভাবের জন্ম নেয়...।
"Know thyself"
নিজেকে জানো,সাথে সাথে
অপরকে জানো,কারণটা জানো...then
তার সম্পর্কে মন্তব্য করো.....। EGO
মানুষের গায়ে লেখা থাকে
 

আসলে ভালোথাকা কি??

আসলে ভালোথাকা কি??
.-------চিরকুট-বালি
www.facebook.com/chirkut.bali
পৃথিবীটা কত টা সুন্দর সেটা তুমি তখনি বুঝবা যখন তুমি হাজার কষ্টের মাঝে নিজেকে সুখি ভাবতে পারবা, অনেক অভাবের মাঝে ২ বেলা খেয়ে পেট ভরাতে পারবা, অনেক কান্নার মাঝে হাসতে পারবা, অন্যকে হাসাতে পারবা, আর পরম শত্রকে যখন বন্ধু ভাবতে পারবা।
.
যখন তুমি দূচিন্তাকে চিন্তায় পরিনত করতে পারবা, আর স্বপ্ন গুলো বাস্তবে করার চেষ্টা করতে পারবা। অন্যের সমালোচনা কে যখন আলোচনায় রুপ দিতে পারবা, আর নিজের মাঝে যখন আর একটা নিজ তৈরি করতে পারবা......
.
দেখবা আসলে তুমি কত বড় একটা সুখি মানুষ.। আমারা যদি জমানো কষ্ট গুলোর কথা না ভাবি তাহলে সুখ গুলো ভাবনার বিষয় হতে পারতো....
কিন্তু আমরা ভাবি না!!
.
অতীতের কষ্টের স্মৃতি গুলো মনে করাটা কতটাই শ্রেয়? স্মৃতি যদি মনে করতে হয় তবে হাসির সেই স্মৃতি গুলো মনে করো দেখ কত টা হাসতে পারো তুমি...
.
সময়ের প্রতিটা সেকেন্ডের মূল্যায়ন করো। আমার দৃষ্টিতে..সুখ সময়ের সাথে অতোপ্রতবাবে জরিত।
আজ তোমার ২০ বছর। তুমি যদি সেই বয়স টা ঠিক মজা না করো তবে তুমি ৪০ এ যেয়ে পারবা না.
তুমি এখানে থেকে ১ টা বছরের বিনিময়ে ১২/১৩ বছর বয়সের সেই দিন এনে দিতে পারবা???
-
পারবানা?
-
এমন এক সময় আসবে যখন তোমার ৮০ বছর।হয়তো ভাববা যদি ২০ বছরে যেতে পারতাম তাহলে কত কি করতাম।
-
সব ধারনা ঠিক। প্রতিটা দিন এমন ভাবে কাটাও যেন পর দিন যেয়ে আফসোস না করা লাগে যে ইস গতকাল এটা কেন করলাম না, ঐ টা করলে ভালো হতো।।
-
তাই সময়ের সাথে তোমার চাওয়া পাওয়া আর আনন্দে থাকার সমিকরন এর কাজ টা শেষ করে নাও।
-
## তুমি কি কখনো ভেবেছো তুমি ইচ্ছে করলে কতটা হাসতে পারবে?? হাসাতে পারবে?? তুমি আয়নার সামনে যেয়ে প্রতিটা দিন ভাবো ভেবে দেখো নিস্বার্থ ভাবে যেটুকু সময় তুমি হেসেছো সেই সময় টুকু তুমি ভালো ছিলে! তাহলে আমরা হাসছি না কেন??
-
তুমি চোখ বুঝি নিজে নিজে কল্পনা করতে শেখ। আর ককনো অন্যের জন্য নিজেকে বদলানো টা একদম ঠিক না। ভেবে দেখো তুমি যেমন আছো এটাই পারফেট, কে কার মতো, বা আমাকে তার মতো হতে হবে এমন ভাবাটা নিশ্চিত বোকামি। তুমি লিজেল্ট ব্যক্তি হতে পারো হয়তো কোন একদিন। তবে লিজেন্ডের সেই গুন গুলো আগে লালল করো নিজের মাঝে তারপর বীজ বপন করো নিজেন্ড হওয়ার দেখবা তুমি পারবা।
-
রবীন্দ্রনাথ কি সক্রেটিসকে ফলো করে সক্রেটিস হতে পারছে??
পারেনি।
-
## আর ধৈয্য ধরতে শেখ আর নিজের সব শক্তি দিয়ে নিজেকে শক্ত করে তোল। একটা মেয়ের কথায় ধরি,
মেয়েদের প্রায় প্রতিটা দিন নতুন নতুন অভিঞ্জতার সম্মুখিন হতে হয়।তৈরি করতে হয় নিজেতে। আর যে মেয়ে ভিতু সে ধৈয্যশীল না। একটা মেয়ের বিপদের সময় হয় ধৈয্য দিয়ে না হয় শক্তি না হয় বুদ্ধি বা কৌশল অবশেষে মিথ্যে বলে নিজেকে রক্ষা করতে পারো।
-
যখন একটা মেয়ে কলেজের এক পথ দিয়ে হাটে পাসে কিছু বখাটে ছেলে তোমাকে নিয়ে তামাসার ঝড় তুলবে, অনেক খারাপ আচরন করবে।।
তুমি কি করবা??
-
পরদিন নিশ্চয় অন্যপথ দিয়ে যাবে নতুবা যাওয়া বন্ধ করে দিবে। না কোনটাই তুমি করবা না। কারন যখনি তুমি সিদ্ধান্ত নিবে তখনি ঐ পিচাস গুলো বুঝে যাবে তুমি কত টা ভিতু..আর তোমার ভীরুতাকে পুজি করে যা ইচ্ছে তাই করবে...
-
একটা কুকুর কিন্তু তাকেই আক্রমন করে যে কুকুরের সামনে থেকে ভয় নিয়ে দৌড়ে পালাতে যায়। যে কঠোর হয়ে দাড়িয়ে থাকে তাতে কুকুর কিছু বলে না।
-
সুতরাং তুমি পালাবে না।
-
## ভালথাকার জন্য অন্যতম ভাল মাধ্যম হলো মন যা চাই সেটাকে প্রাধান্য দেওয়া। কারন মন এমনি সংবেদনশীল জিনিস যেটার গুরুত্ব বান্তব জীবনে প্রতিফলিত।
-
তোমার মন বলছে তোমার এখন বন্ধুদের সাথে আড্ডা তিলে ভালো হতো। বাট এখন তুমি তা করছো না।। ঐ সময়টা আড্ডা ই দাও।।দেখবা মনটাও ফ্রেস আর অন্যকাজ গুলো ও হয়ে যাবে। যা করবে মন দিয়ে করায় শ্রেয়।
আসলে সবার নিজের নিজের একটা ভালথাকার জগত আছে। সবাই সেটাই অনুসরন করো......
চোখের বালি
১৫/১২/১৫