Saturday, January 23, 2016

নতুন পথের ভাবনা

-------বালি

নতুন একটা দিনের শুরু
করলে তুমি আজ,
সাহস নিয়ে আগাও তুমি
দেখ চারপাসে সুখ করছে বিরাজ।
.
ভেবনা কে কি বললো তোমায়
দিওনা কান অন্যেরর দেয়ালে
পূরন করে নাও এ বছর
গত হওয়া দিনে যা হারালে।
.
সাহস আর ধৈয্য কর পুজি
নিশ্চয় মনে রেখ জিতবে তুমি
মূল্যায়ন কর মূল্যবান সময়
নিজের সততার প্রতি হও প্রেমি।
.
উদাসিনি মন হারিওনা উদাসিনতায়
হাসতে শেখে হাসাও তন্ময়,
ভাবতে শেখে, ভাবাতে নয়
ভাগ্যের দোষ দিওনা, করোনা দূচিন্তায়।
.
বিশ্বাস রাখো নিজের উপর
অন্যের উপর মাত্রাঅতিরিক্ত নয়
নিজের কাজে বাড়াও দু হাত
সৃষ্টি কর্তা তখন দেখাবে জয়ীর পথ।

No comments:

Post a Comment

Thanks