Wednesday, May 15, 2019

অপমান থেকে যদি ভাল কিছু হয় তবে অপমানি ভালো

কথা টা একটা টেলিভিষন এড থেকে মিলিয়ে করা। " দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগি ভালো"
-
আমি / আমরা সবাই জানি অপমান আমাদের সম্মানের হানি ঘটাই। কিন্তু কোন অপমান যদি উপযুক্ত অপমান হয় তবে সেই অপমানি আপনাকে বদলে দিতে পারে। কিন্তু হুট করে অপমানের রিএক্ট টা আমরা করে বসি। কিন্তু ভাবনি যে ভুল বা দোষে আমি অপমানিত হলাম সেই ভুল বা দোষ টা সুধরানোর বড় সময় তো এখনো। এই অপমানের জ্বালাই রেগে মেগে আপনি যদি আপনার বদ অভ্যাস বা দোষ টা সুধরে নেন তবে পরিবর্তীতে সেটা হবে না আর।
--
অপমান এক ধরণের জ্বালা যারা টুকটাক অপমানিত হয়ছেন তারা জানেন এর যন্ত্রনা।আবার যারা প্রত্যক্ষ করছেন তারাও অণুভব করতে পারবেন যে এ এক মানসিক যন্ত্রনা।
-Tapos71©
যারা অপমানের কষ্ট কে শক্তি তে পরিনত করছেন তারাই মনে হয় নিজেকে বদলে নিতে পেরেছেন।
-
কেহ একজন প্রতিনিয়ত আপনাকে বলে " তোর দ্বারা হবে না, তোর কাজের গতি নাই।
- আপনি ভেবে দেখবেন তো যে অপমান টার পিছনে বাস্তবতা কতটুকু-, দেখেন সত্যি হয়তো আপনার গতি নাই।
-
ব্যাচ গতি আনেন।আপনার দ্বারা না হওয়া কাজ টা এবার করে দেখেন। আপনারই লাভ হলো। বাট তা না করে যে আপনাকে অপমান করছে তাকে উল্টা অপমান করতে গেলে তো আপনার ও কিছু হলো না বরং সে তার লাইফে একটা অপমান গ্রহন করে বদলে নিতে পারলো।
-
বাস্তবিক একটা অপমান একটা সমালোচনা আপনার লাইফের একটা বড় ভুল কে সুধরে দিতে সাহায্য করে।
-Tapos71©
আমি বার বার এক জন কে বলতাম
তুমি এটা পারোনা, ওটা পারোনা, তোমার স্কিলস নাই, তুমি টাইপিং পারোনা, তুমি কম্পিউটারের বেসিক নলেজ ওয়ার্ড, এক্সেল পারোনা। তুমি সুন্দর করে কথা বলতে পারোনা, তোমার নেটওয়ার্কিং নাই, তোমার ইনস্টান্ড বুদ্ধি নাই, কন্ট্রোল শক্তি নাই, তোমার জিপিএ খারাপ ইত্যাদি ইত্যাদি......
-
দেখা গেলো বাস্তবে তার মাঝে সবই আছে অযথা আমি তাকে অপমান করলাম তখন হয়তো সেটা প্রকৃতপক্ষে অপমান এবং যার প্রতিবাদ তার করা উচিত আমার বিরুদ্ধে।
বাট সত্যি সত্যি এই সব কিছু তার মাঝে অনুপস্থিত তখন সে যদি এই সব কটা সমালচনা/ অপমান কে হজম করে প্রতিটা বিষয়ে নিজেকে দক্ষ করে তোলে তবে তো অপমানকারীর নয় বরং অপমান গ্রহনকারীর উপকার হলো।
-
এমন তো না যে অপমান করলো তার অপমান করার ফলে আপনার অর্জনের ভাগ পাবে।আপনি জিপিএ ৫ পাইলে তার রেজেল্টে জিপিএ ৫ যোগ হবে।
-
আমারা কয়েক ধরণের গুরু পাই। এক ধরনের তারা বুঝিয়ে বুঝিয়ে আমাদের শিক্ষা দেয় আর এক ধরণের আছে অপমান করে। আর দুই গুন যখন এক মানুষের মাঝে পাওয়া যাবে তখন বোঝেন কি জিনিস পাইলাম জীবনে।
-
আব্দুর রাজ্জাক স্যার ছিলেন এমনি একজন। প্রথম জাতীয় অধ্যাপক এর কাতারে তার নাম প্রথম সারিতে। এই মানুষ টা প্রথম অন্যকে পচায়তেন পরে তারে আবার ভাল কিছু করার পথ দেখাতেন।
-
আমি যে কয়েকজন কে ফলো করি তার মাঝে#সাব্বির _আহসান ভাই। ওনার একটা বই ও এবার একুশে বই মেলাই বের হয়ছে নাম
#ভাইরে_আপুরে পড়বেন বুঝবেন।
-- পথ দেখানো কারে কই।
-Tapos71©
কত্ত কত্ত ইচ্ছা আমাদের...
মাগার অপমান সহ্য করার ইচ্ছা নাই
--
সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে রিকসার ঝাপ তুলে দিয়ে ঘুরে বেরানোর পর BCS দিয়ে যখন ক্যাডার হতে পারে না তখন কেহ ক্যাডার কয়ে ক্ষাপালে খুব জ্বলে। বাট তেজ করে ১৪ ঘন্টা পড়ার পিছে দিতে পারে না।
-
ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে বসে আপওয়ার্কে ডট কমে না ঠুকে ইউটুব খুলে কোকাকোলা দেখা না হয় চ্যাটে গার্লফ্রেন্ডের সাথে সংসার পাতালে আর ডলার আসেনা কার্ডে। তখন কেহ নব্য ফ্রিল্যান্সার বলে অপমান করলে খুব জ্বলে।
-
সারা বছর মনে IPL / BPL এ কাপ সে কাপ / এ লিগ/ সে লিগ / WWE কোন খেলা দেখা বাদ যায় নাই। বছর শেষে জিপিএ ডাউন, চাকরিতে স্যালারি কার্টিং , প্রোমোসন হয় না সব দোষ কপালের আর লোকের। তখন কেহ আঙ্গুল তুলে যদি অপমান করে খুব জ্বলে।
-
আসলে আমাদের সব কিছুতে জ্বলে।
এই লেখা পড়েও কত লোক জ্বলবে। অপ্রত্যাশিত ভাবে মিলে গেলেই জ্বলবে।
#অনুপ্রেরণার_চিরকুট থেকে এক ডজন অপমান। জ্বলুন।
-- লেখা : তাপস সাহা

No comments:

Post a Comment

Thanks