Saturday, September 19, 2015

রাজরাণী হয়ে আছো ---- চোখের বালি।

রাজরাণী হয়ে আছো
---- চোখের বালি।

প্রেম তুমি কি আছো আগের মতো?
নাকি হারিয়ে গেছো সূর্য ওঠার শিশিরের মতো....
.
তুমি কি সেই আগের মতো.,
দুঃখ কষ্টে আমার জন্য কাঁদো??
.
নাকি দূরে আছি বলে মিথ্যা ছলনাই,
মায়াবী সুরে অট্ট হাসি হাসো??
.
তুমি কি এখনো অপেক্ষার প্রহর গোন??
নাকি অন্যো কারোর স্বপ্নের জাল বনো?
.
তোমার আবেগের পূর্ন শ্রোতা কি আমি?
নাকি অসহায় জীবনের কোন হাতছানি?
.
প্রেম তুমি কি সত্য এখনো আছো,?
নাকি অন্য কারোর রাজরানী হয়ে গেছো?
.
হলেও আমার না হলেও আমার,
কারন তুমি নয় কো আমার প্রমিকা,
তুমি শুধু আমার স্বপ্নের নায়িকা....

No comments:

Post a Comment

Thanks