************ বৃষ্টি **********
নীল আকাশের বৃষ্টির অপেক্ষায় আছি
মনে হয় তুই আসবি মোর কাছাকাছি।।
তুই সুখ হয়ে মুসল ধারাই বইবি
আর আমার পথে হাত ধরে চলবি।।
যে পথে শুধু তুই আর আমি
নেই কোন কোলাহরের হাতছানি।।
কিছু সময় পর তুই বলবি
আমি কি তোর হতে পেরেছি??
উত্তরে আমি নির্বাক হয়ে চেয়ে থাকি
আর বলি না, তুই তো নীল আকাশের সঙ্গি।।
এতো দিনও বুঝলাম না তুই কে!
তোর মনে আছে সন্দেহেরর হাতছানি।।
তুই যদি সত্যি আমার হয়তিস
প্রশ্নটা মুখ দিয়ে না করলেও পারতিস।।
তখনি শুরু হয় বিজলির চমকানি
কানে শোনা যায় ব্রজের কন্ঠধ্বনি।।
বুঝলাম এবার বুঝি থামবে পথ চলা
শেষ কথা টা হয়ে গেল বলা।
তুই আমার আছিস, ছিলি ও থাকবি
আর মাঝে মাঝে মায়াবী শুরে ডাকবি।।
তোকে আমি সব সময় পেতে চাইনা
কারন আমি যানি তুই আমার না।।
তুই তোর বর্ষন সবার উজার কর
তবে আমাকে তুই করিস না পর।।
তার ( ঈশ্বর) কাছে এটায় শেষ চাওয়া
বৃষ্টির কাছ থেকে পৃথিবীর অনেক কিছু পাওয়া।।
আমি তোর কাছ থেকে কিছু না পেলেও
পৃথিবী যেন একবিন্দু বঞ্চিত না হয়।।
প্রকৃতির মাঝে তোর অস্তিত্ব টিকিয়ে রাখিস
পারলে মন থেকে সবাই কে ভাববাসিস।
তোর জন্য ঈশ্বরের কাছে এটায়
আমার শেষ আশিষ।।
-------------ভাল থাকিস।।।।
নীল আকাশের বৃষ্টির অপেক্ষায় আছি
মনে হয় তুই আসবি মোর কাছাকাছি।।
তুই সুখ হয়ে মুসল ধারাই বইবি
আর আমার পথে হাত ধরে চলবি।।
যে পথে শুধু তুই আর আমি
নেই কোন কোলাহরের হাতছানি।।
কিছু সময় পর তুই বলবি
আমি কি তোর হতে পেরেছি??
উত্তরে আমি নির্বাক হয়ে চেয়ে থাকি
আর বলি না, তুই তো নীল আকাশের সঙ্গি।।
এতো দিনও বুঝলাম না তুই কে!
তোর মনে আছে সন্দেহেরর হাতছানি।।
তুই যদি সত্যি আমার হয়তিস
প্রশ্নটা মুখ দিয়ে না করলেও পারতিস।।
তখনি শুরু হয় বিজলির চমকানি
কানে শোনা যায় ব্রজের কন্ঠধ্বনি।।
বুঝলাম এবার বুঝি থামবে পথ চলা
শেষ কথা টা হয়ে গেল বলা।
তুই আমার আছিস, ছিলি ও থাকবি
আর মাঝে মাঝে মায়াবী শুরে ডাকবি।।
তোকে আমি সব সময় পেতে চাইনা
কারন আমি যানি তুই আমার না।।
তুই তোর বর্ষন সবার উজার কর
তবে আমাকে তুই করিস না পর।।
তার ( ঈশ্বর) কাছে এটায় শেষ চাওয়া
বৃষ্টির কাছ থেকে পৃথিবীর অনেক কিছু পাওয়া।।
আমি তোর কাছ থেকে কিছু না পেলেও
পৃথিবী যেন একবিন্দু বঞ্চিত না হয়।।
প্রকৃতির মাঝে তোর অস্তিত্ব টিকিয়ে রাখিস
পারলে মন থেকে সবাই কে ভাববাসিস।
তোর জন্য ঈশ্বরের কাছে এটায়
আমার শেষ আশিষ।।
-------------ভাল থাকিস।।।।
No comments:
Post a Comment
Thanks