Thursday, July 9, 2015

*****প্রতিক্ষা* ***** By Suborna

*****প্রতিক্ষা******
---------স্বর্নালী অস্পরি
Suborna Biswas

তুমি আসবে বলে
পলাশফুল ফুটেছিল গাছে।

তুমি আসবে বলে
আজ পাখি গুলো গান ধরছে।।

পাতা ঝরা গাছ গুলোতে
নতুন পল্লব ধরেছে।।
বাতাস দিয়ে গেছে আমায়
ভালবাসার ছোয়া।

শীতের চাদর খুলে
বাসন্তী রংএর শাড়ি পড়ে
এক অস্পরি কণ্যা।।

যার কপালে টিপ
সূর্যের আলো হয়ে ঝরে পড়ছে।।

কাজল পরা ঐ দুটি চোখ যেন
আকাশের চাঁদ হয়ে আলোকিত করছে।।

তোমার মায়াময়ী হাসি যেন
কালন্ত বিকালের প্রশান্তি।।

তুমি কি সেই বাসন্তী
যার অপেক্ষাতে আছে আমি।।

স্বর্নালী অস্পরি ( ছদ্মনাম)

No comments:

Post a Comment

Thanks