****** প্রেরনার উৎস**** কবিতার ছদ্মনাম
আজ এই বৃষ্টি ঝরা মেঘের তলে
বিকাল হলে রংধনু যেন উঠবে বলে..।
কই তুমি? কতদিন দেখিনি তোমায়!
নরম চোখে শান্ত হয়ে দেখতে তোমায় চাই।।
জানি তুমি অনেক রংএ ভরা
আর ঈশ্বরের হাতে রংতুলিতে আর্ট করা।।
তুমি নিস্পাপ, মন টা তোমার পবিত্রতায় আকা
তোমাকে পাওয়ার পথ কাটা ভরা আর বাঁকা।।
তুমি সুখি আর লক্ষী সাজের রাজরাণী
কষ্টট লাগে যখন কর রাগ হও অভিমানি।।
কাছে পাওয়ার ইচ্ছা নায় তোমায়
পাসে থেকো চিরদিন,,
দূর থেকে প্রেরনার উৎস হয়ে
আমার জীবন টা করো রঙিন।।
""ভাল থেকো প্রতিদিন""
চোখের বালি
আজ এই বৃষ্টি ঝরা মেঘের তলে
বিকাল হলে রংধনু যেন উঠবে বলে..।
কই তুমি? কতদিন দেখিনি তোমায়!
নরম চোখে শান্ত হয়ে দেখতে তোমায় চাই।।
জানি তুমি অনেক রংএ ভরা
আর ঈশ্বরের হাতে রংতুলিতে আর্ট করা।।
তুমি নিস্পাপ, মন টা তোমার পবিত্রতায় আকা
তোমাকে পাওয়ার পথ কাটা ভরা আর বাঁকা।।
তুমি সুখি আর লক্ষী সাজের রাজরাণী
কষ্টট লাগে যখন কর রাগ হও অভিমানি।।
কাছে পাওয়ার ইচ্ছা নায় তোমায়
পাসে থেকো চিরদিন,,
দূর থেকে প্রেরনার উৎস হয়ে
আমার জীবন টা করো রঙিন।।
""ভাল থেকো প্রতিদিন""
চোখের বালি
No comments:
Post a Comment
Thanks