Thursday, July 9, 2015

** এতো ভালবাসিস ***

** এতো ভালবাসিস ***

আমাকে তুই এতো ভালবাসিস বুঝিনি আগে
যার প্রমান পেলাম আজ একটু খানি রাগে।।

ভেবেছিলাম, আমার গুরুত্ব তুচ্ছ তোর কাছে
এখন দেখি নামটি আমার প্রথম সারিতে আছে

অন্যকে পেয়ে ভূলে গেছি তোকে হঠাৎ করে
ভালবাসা থাকবে তোর জন্য যাস যত দূরে।

আমার দেওয়া নামটিকে তুই এতো ভালবাসিস
ভাবিনি এটা নাম নয় তোর দেওয়া আশিষ।।

হারাবোনা তোকে হারিইনি তোকে
যত দিন আছে চলবো,তোর বাঁকে।

চোখের বা

No comments:

Post a Comment

Thanks