আজ আমাদের ক্রিকেট বিশ্ব বুকে মাথা তুলে দাড়িয়েছে।।অনেক শুভ কামনা তাদের জন্য......
Tuesday, July 14, 2015
Thursday, July 9, 2015
***** বৃষ্টি ***** For Bristi By Tapos
************ বৃষ্টি **********
নীল আকাশের বৃষ্টির অপেক্ষায় আছি
মনে হয় তুই আসবি মোর কাছাকাছি।।
তুই সুখ হয়ে মুসল ধারাই বইবি
আর আমার পথে হাত ধরে চলবি।।
যে পথে শুধু তুই আর আমি
নেই কোন কোলাহরের হাতছানি।।
কিছু সময় পর তুই বলবি
আমি কি তোর হতে পেরেছি??
উত্তরে আমি নির্বাক হয়ে চেয়ে থাকি
আর বলি না, তুই তো নীল আকাশের সঙ্গি।।
এতো দিনও বুঝলাম না তুই কে!
তোর মনে আছে সন্দেহেরর হাতছানি।।
তুই যদি সত্যি আমার হয়তিস
প্রশ্নটা মুখ দিয়ে না করলেও পারতিস।।
তখনি শুরু হয় বিজলির চমকানি
কানে শোনা যায় ব্রজের কন্ঠধ্বনি।।
বুঝলাম এবার বুঝি থামবে পথ চলা
শেষ কথা টা হয়ে গেল বলা।
তুই আমার আছিস, ছিলি ও থাকবি
আর মাঝে মাঝে মায়াবী শুরে ডাকবি।।
তোকে আমি সব সময় পেতে চাইনা
কারন আমি যানি তুই আমার না।।
তুই তোর বর্ষন সবার উজার কর
তবে আমাকে তুই করিস না পর।।
তার ( ঈশ্বর) কাছে এটায় শেষ চাওয়া
বৃষ্টির কাছ থেকে পৃথিবীর অনেক কিছু পাওয়া।।
আমি তোর কাছ থেকে কিছু না পেলেও
পৃথিবী যেন একবিন্দু বঞ্চিত না হয়।।
প্রকৃতির মাঝে তোর অস্তিত্ব টিকিয়ে রাখিস
পারলে মন থেকে সবাই কে ভাববাসিস।
তোর জন্য ঈশ্বরের কাছে এটায়
আমার শেষ আশিষ।।
-------------ভাল থাকিস।।।।
নীল আকাশের বৃষ্টির অপেক্ষায় আছি
মনে হয় তুই আসবি মোর কাছাকাছি।।
তুই সুখ হয়ে মুসল ধারাই বইবি
আর আমার পথে হাত ধরে চলবি।।
যে পথে শুধু তুই আর আমি
নেই কোন কোলাহরের হাতছানি।।
কিছু সময় পর তুই বলবি
আমি কি তোর হতে পেরেছি??
উত্তরে আমি নির্বাক হয়ে চেয়ে থাকি
আর বলি না, তুই তো নীল আকাশের সঙ্গি।।
এতো দিনও বুঝলাম না তুই কে!
তোর মনে আছে সন্দেহেরর হাতছানি।।
তুই যদি সত্যি আমার হয়তিস
প্রশ্নটা মুখ দিয়ে না করলেও পারতিস।।
তখনি শুরু হয় বিজলির চমকানি
কানে শোনা যায় ব্রজের কন্ঠধ্বনি।।
বুঝলাম এবার বুঝি থামবে পথ চলা
শেষ কথা টা হয়ে গেল বলা।
তুই আমার আছিস, ছিলি ও থাকবি
আর মাঝে মাঝে মায়াবী শুরে ডাকবি।।
তোকে আমি সব সময় পেতে চাইনা
কারন আমি যানি তুই আমার না।।
তুই তোর বর্ষন সবার উজার কর
তবে আমাকে তুই করিস না পর।।
তার ( ঈশ্বর) কাছে এটায় শেষ চাওয়া
বৃষ্টির কাছ থেকে পৃথিবীর অনেক কিছু পাওয়া।।
আমি তোর কাছ থেকে কিছু না পেলেও
পৃথিবী যেন একবিন্দু বঞ্চিত না হয়।।
প্রকৃতির মাঝে তোর অস্তিত্ব টিকিয়ে রাখিস
পারলে মন থেকে সবাই কে ভাববাসিস।
তোর জন্য ঈশ্বরের কাছে এটায়
আমার শেষ আশিষ।।
-------------ভাল থাকিস।।।।
*****প্রতিক্ষা* ***** By Suborna
*****প্রতিক্ষা******
---------স্বর্ন ালী অস্পরি
Suborna Biswas
তুমি আসবে বলে
পলাশফুল ফুটেছিল গাছে।
তুমি আসবে বলে
আজ পাখি গুলো গান ধরছে।।
পাতা ঝরা গাছ গুলোতে
নতুন পল্লব ধরেছে।।
বাতাস দিয়ে গেছে আমায়
ভালবাসার ছোয়া।
শীতের চাদর খুলে
বাসন্তী রংএর শাড়ি পড়ে
এক অস্পরি কণ্যা।।
যার কপালে টিপ
সূর্যের আলো হয়ে ঝরে পড়ছে।।
কাজল পরা ঐ দুটি চোখ যেন
আকাশের চাঁদ হয়ে আলোকিত করছে।।
তোমার মায়াময়ী হাসি যেন
কালন্ত বিকালের প্রশান্তি।।
তুমি কি সেই বাসন্তী
যার অপেক্ষাতে আছে আমি।।
স্বর্নালী অস্পরি ( ছদ্মনাম)
তুমি আসবে বলে
পলাশফুল ফুটেছিল গাছে।
তুমি আসবে বলে
আজ পাখি গুলো গান ধরছে।।
পাতা ঝরা গাছ গুলোতে
নতুন পল্লব ধরেছে।।
বাতাস দিয়ে গেছে আমায়
ভালবাসার ছোয়া।
শীতের চাদর খুলে
বাসন্তী রংএর শাড়ি পড়ে
এক অস্পরি কণ্যা।।
যার কপালে টিপ
সূর্যের আলো হয়ে ঝরে পড়ছে।।
কাজল পরা ঐ দুটি চোখ যেন
আকাশের চাঁদ হয়ে আলোকিত করছে।।
তোমার মায়াময়ী হাসি যেন
কালন্ত বিকালের প্রশান্তি।।
তুমি কি সেই বাসন্তী
যার অপেক্ষাতে আছে আমি।।
স্বর্নালী অস্পরি ( ছদ্মনাম)
******অপেক্ষায়**** By TAPOS
******অপেক্ষায়****
TAPOS SAHA
আজ আমি তোমার বেধে দেওয়া সময়ে বন্ধী
না থাকাই তুমি, অপেক্ষায় আমার ক্লান্তি,।।
না থাকাতে কত টা কষ্ট ভারা সময় আমার
যেখানে তুমি ছাড়া চারিদিক সব অন্ধকার।।
ঘড়ির কাটা ঘুরেই চলে তভু তুমি আসো নাই
আমর আহব্বানে কেহয় সাড়া দেই নাই।।
কারন অসময়ের সঙ্গি ছিলে তুমি আমার
যে সময় সবাই ক্লান্ত না হয় ব্যস্ততায় করে পার।
অপেক্ষায় বয়ে যায় আমার সময়
দুচোখে ঘুমের দেখা নাই।।
চোখের বা
TAPOS SAHA
আজ আমি তোমার বেধে দেওয়া সময়ে বন্ধী
না থাকাই তুমি, অপেক্ষায় আমার ক্লান্তি,।।
না থাকাতে কত টা কষ্ট ভারা সময় আমার
যেখানে তুমি ছাড়া চারিদিক সব অন্ধকার।।
ঘড়ির কাটা ঘুরেই চলে তভু তুমি আসো নাই
আমর আহব্বানে কেহয় সাড়া দেই নাই।।
কারন অসময়ের সঙ্গি ছিলে তুমি আমার
যে সময় সবাই ক্লান্ত না হয় ব্যস্ততায় করে পার।
অপেক্ষায় বয়ে যায় আমার সময়
দুচোখে ঘুমের দেখা নাই।।
চোখের বা
** এতো ভালবাসিস ***
** এতো ভালবাসিস ***
আমাকে তুই এতো ভালবাসিস বুঝিনি আগে
যার প্রমান পেলাম আজ একটু খানি রাগে।।
ভেবেছিলাম, আমার গুরুত্ব তুচ্ছ তোর কাছে
এখন দেখি নামটি আমার প্রথম সারিতে আছে
অন্যকে পেয়ে ভূলে গেছি তোকে হঠাৎ করে
ভালবাসা থাকবে তোর জন্য যাস যত দূরে।
আমার দেওয়া নামটিকে তুই এতো ভালবাসিস
ভাবিনি এটা নাম নয় তোর দেওয়া আশিষ।।
হারাবোনা তোকে হারিইনি তোকে
যত দিন আছে চলবো,তোর বাঁকে।
চোখের বা
আমাকে তুই এতো ভালবাসিস বুঝিনি আগে
যার প্রমান পেলাম আজ একটু খানি রাগে।।
ভেবেছিলাম, আমার গুরুত্ব তুচ্ছ তোর কাছে
এখন দেখি নামটি আমার প্রথম সারিতে আছে
অন্যকে পেয়ে ভূলে গেছি তোকে হঠাৎ করে
ভালবাসা থাকবে তোর জন্য যাস যত দূরে।
আমার দেওয়া নামটিকে তুই এতো ভালবাসিস
ভাবিনি এটা নাম নয় তোর দেওয়া আশিষ।।
হারাবোনা তোকে হারিইনি তোকে
যত দিন আছে চলবো,তোর বাঁকে।
চোখের বা
****** প্রেরনার উৎস****
****** প্রেরনার উৎস**** কবিতার ছদ্মনাম
আজ এই বৃষ্টি ঝরা মেঘের তলে
বিকাল হলে রংধনু যেন উঠবে বলে..।
কই তুমি? কতদিন দেখিনি তোমায়!
নরম চোখে শান্ত হয়ে দেখতে তোমায় চাই।।
জানি তুমি অনেক রংএ ভরা
আর ঈশ্বরের হাতে রংতুলিতে আর্ট করা।।
তুমি নিস্পাপ, মন টা তোমার পবিত্রতায় আকা
তোমাকে পাওয়ার পথ কাটা ভরা আর বাঁকা।।
তুমি সুখি আর লক্ষী সাজের রাজরাণী
কষ্টট লাগে যখন কর রাগ হও অভিমানি।।
কাছে পাওয়ার ইচ্ছা নায় তোমায়
পাসে থেকো চিরদিন,,
দূর থেকে প্রেরনার উৎস হয়ে
আমার জীবন টা করো রঙিন।।
""ভাল থেকো প্রতিদিন""
চোখের বালি
আজ এই বৃষ্টি ঝরা মেঘের তলে
বিকাল হলে রংধনু যেন উঠবে বলে..।
কই তুমি? কতদিন দেখিনি তোমায়!
নরম চোখে শান্ত হয়ে দেখতে তোমায় চাই।।
জানি তুমি অনেক রংএ ভরা
আর ঈশ্বরের হাতে রংতুলিতে আর্ট করা।।
তুমি নিস্পাপ, মন টা তোমার পবিত্রতায় আকা
তোমাকে পাওয়ার পথ কাটা ভরা আর বাঁকা।।
তুমি সুখি আর লক্ষী সাজের রাজরাণী
কষ্টট লাগে যখন কর রাগ হও অভিমানি।।
কাছে পাওয়ার ইচ্ছা নায় তোমায়
পাসে থেকো চিরদিন,,
দূর থেকে প্রেরনার উৎস হয়ে
আমার জীবন টা করো রঙিন।।
""ভাল থেকো প্রতিদিন""
চোখের বালি
Tuesday, July 7, 2015
**** প্রকৃতি****
**** প্রকৃতি****
প্রেম কি করেছো প্রকৃতির সাথে,?
যার ভালবাসার প্রকাশ দিনে রাতে।
প্রকৃতি যেন সততায় ভরা
নিঃস্বার্থ আর উদারতায় ঘেরা।।
সে যেন আসে পাসে থাকে সব সময়
তাকে পেতে লাগেনা ভয়, সমাজিকতায়।।
ভেবে দেখ নীল আকাশের কথা,
সৌন্দর্যের সবটুকু দিতে তার নেই বাধা।
বৃষ্টি হল প্রকৃতির এক শাখা
বাতাসে ভাসতে লাগেনা পাখা।।
সূর্যের নেয় কোন অভিমান
শুধু রাত্রি হলে তিনি অবসরে যান।।
চাঁদ কে একবার দেখ মন দিয়ে
প্রেমের সবটুকু সাধ পেয়ে যাবে।।
রংধনুর দেখা পাবে মাঝে মাঝে লাল
নীল সাত রং এ অপরুপ সাজে।
জ্যোৎনা রাতে হেটে দেখ একবার
মনে হবে তোমার পাসে প্রাচুর্যেরর পাহাড়।
সাগরের গর্জন শুনেছো কখনো?
মনের মানুষের মিষ্টি কন্ঠ মিসানো।
সব কিছু নিয়ে আমার প্রকৃতি
তাকে আমি অনেক ভালবাসি।।
TAPOS SAHA.....
প্রেম কি করেছো প্রকৃতির সাথে,?
যার ভালবাসার প্রকাশ দিনে রাতে।
প্রকৃতি যেন সততায় ভরা
নিঃস্বার্থ আর উদারতায় ঘেরা।।
সে যেন আসে পাসে থাকে সব সময়
তাকে পেতে লাগেনা ভয়, সমাজিকতায়।।
ভেবে দেখ নীল আকাশের কথা,
সৌন্দর্যের সবটুকু দিতে তার নেই বাধা।
বৃষ্টি হল প্রকৃতির এক শাখা
বাতাসে ভাসতে লাগেনা পাখা।।
সূর্যের নেয় কোন অভিমান
শুধু রাত্রি হলে তিনি অবসরে যান।।
চাঁদ কে একবার দেখ মন দিয়ে
প্রেমের সবটুকু সাধ পেয়ে যাবে।।
রংধনুর দেখা পাবে মাঝে মাঝে লাল
নীল সাত রং এ অপরুপ সাজে।
জ্যোৎনা রাতে হেটে দেখ একবার
মনে হবে তোমার পাসে প্রাচুর্যেরর পাহাড়।
সাগরের গর্জন শুনেছো কখনো?
মনের মানুষের মিষ্টি কন্ঠ মিসানো।
সব কিছু নিয়ে আমার প্রকৃতি
তাকে আমি অনেক ভালবাসি।।
TAPOS SAHA.....
Subscribe to:
Posts (Atom)