Tapos Sah
"" পৃথিবীর বালিকারা প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম
আর কিছুই নাই। প্রথম যৌবনে বালিকে যাকে ভালবাসে তাহার মতো সৌভাগ্যবান আর
কেহ নাই। যদিও সে প্রেম অধিকাংস সময় অপ্রকাশিত থেকে যায়। কিন্তু সে প্রেমের
আগুন বালিকাকে সারা জীবন পোড়াই""
.
----------- রবীন্দ্রনাথ ঠাকুর।
★
"" সত্যি যেদিন পাখিকে খাঁচা থেকে ছেড়ে দিতে পারি সেদিন বুঝতে পারি পাখিই আমাকে ছেড়ে দিল। যাকে খাঁচায় বাঁধি সে আমাকে আমার ইচ্ছেতে বাঁধে, সে ইচ্ছের বাঁধন যে শিকলের বাঁধন থেকেও শক্ত""'
.
--------------- -- রবীন্দ্রনাথ ঠাকুর
"" প্রেমের সাগরে নামার আগে জেনে নেওয়া ভাল এ সাগরের কোন তীরই হয় না""
.
---------সারসান সালানী
*
"" ভবিষ্যৎ দেখে প্রেম করতে চাইলে সে প্রেম সৃষ্টি হবে না।। আর ভবিষ্যৎ না ভাবলে প্রেমের পূর্নতা পাবে না। প্রেম হলো অগোচর সৃষ্টি অগোচর বিলিয়ে যাওয়া এক অনুভূতি। ""
.
--------------- চোখের বালি
.
----------- রবীন্দ্রনাথ ঠাকুর।
★
"" সত্যি যেদিন পাখিকে খাঁচা থেকে ছেড়ে দিতে পারি সেদিন বুঝতে পারি পাখিই আমাকে ছেড়ে দিল। যাকে খাঁচায় বাঁধি সে আমাকে আমার ইচ্ছেতে বাঁধে, সে ইচ্ছের বাঁধন যে শিকলের বাঁধন থেকেও শক্ত""'
.
---------------
"" প্রেমের সাগরে নামার আগে জেনে নেওয়া ভাল এ সাগরের কোন তীরই হয় না""
.
---------সারসান
*
"" ভবিষ্যৎ দেখে প্রেম করতে চাইলে সে প্রেম সৃষ্টি হবে না।। আর ভবিষ্যৎ না ভাবলে প্রেমের পূর্নতা পাবে না। প্রেম হলো অগোচর সৃষ্টি অগোচর বিলিয়ে যাওয়া এক অনুভূতি। ""
.
---------------
No comments:
Post a Comment
Thanks