পরিশ্রম ই যে তোমাকে সফলতা এনে দিবে এটা কিন্তু ভুল কথা। বরং পরিশ্রম টা তুমি কোন স্টাইলে করছো এটাও অনেকাংশে ডিপেন্ড করে তোমার সফলতার রাইট ট্রাক দ্রুত খুজে দিতে।
আর সফলতার পিছনে মরিয়া হয়ে ছুটার থেকে বরং সফলতার সেই রাইট ট্রাক খুজে তারপর তার জন্য নিজেকে মরিয়া করে তোলাই শ্রেয়। আর সেই সব সফলতার পথ খুজে পেতে তোমাকে সেই সব মানুষদের খুজে বের করতে হবে যারা ঐ পথযাত্রী বা কয়েকবার ব্যর্থ হয় এক পরাজিত সৈনিক নতুবা ঐ পথের বিজয়ী।
--
এক কথায় পজেটিভ মানুষদের খুজে বের করতে হবে। যাদের সাথে মিসলে, যাদের সাথে কথা বললে হতাশা তোমাকে ছেড়ে পালাবে। উৎসাহ - উদ্দিপনা তোমাকে এনে দিবে নতুন এক গতি।
যে গতিকে পুঁজি করে তুমি হবে সফলতার পথের পূঁজিদার।
--
কিচ্ছু দরকার নাই। এমন কেহ কি তোমার সাথে নাই যে অন্ততপক্ষে প্রতিদিন একবার হলেও তোমাকে বলবে
"" তোমাকে দিয়েই সম্ভব, দেরি হলেও তুমি পারবে ""
--
যদি থাকে তাহলে তুমি সত্যি নিজেকে কিছুটা হলেও ভাগ্যবান মনে করতে পারো। এমন অনুপ্রেরণাদানকারী মানুষ অনেকের জীবনে অনুপস্থিত যার কারণে তাদের জীবন টাতে নতুন কোন গতি আসে না।
-
ভাল একটা অনুপ্রেরণাদানকারী বই ( মোটিভেশনাল বই) তোমাকে যা দিতে পারে তা একজন পজেটিভ মানুষের সারাজীবনের সঞ্চয়ের কয়েক অংশ। তবে কেন তুমি বই পড়বা না??
আর সফলতার পিছনে মরিয়া হয়ে ছুটার থেকে বরং সফলতার সেই রাইট ট্রাক খুজে তারপর তার জন্য নিজেকে মরিয়া করে তোলাই শ্রেয়। আর সেই সব সফলতার পথ খুজে পেতে তোমাকে সেই সব মানুষদের খুজে বের করতে হবে যারা ঐ পথযাত্রী বা কয়েকবার ব্যর্থ হয় এক পরাজিত সৈনিক নতুবা ঐ পথের বিজয়ী।
--
এক কথায় পজেটিভ মানুষদের খুজে বের করতে হবে। যাদের সাথে মিসলে, যাদের সাথে কথা বললে হতাশা তোমাকে ছেড়ে পালাবে। উৎসাহ - উদ্দিপনা তোমাকে এনে দিবে নতুন এক গতি।
যে গতিকে পুঁজি করে তুমি হবে সফলতার পথের পূঁজিদার।
--
কিচ্ছু দরকার নাই। এমন কেহ কি তোমার সাথে নাই যে অন্ততপক্ষে প্রতিদিন একবার হলেও তোমাকে বলবে
"" তোমাকে দিয়েই সম্ভব, দেরি হলেও তুমি পারবে ""
--
যদি থাকে তাহলে তুমি সত্যি নিজেকে কিছুটা হলেও ভাগ্যবান মনে করতে পারো। এমন অনুপ্রেরণাদানকারী মানুষ অনেকের জীবনে অনুপস্থিত যার কারণে তাদের জীবন টাতে নতুন কোন গতি আসে না।
-
ভাল একটা অনুপ্রেরণাদানকারী বই ( মোটিভেশনাল বই) তোমাকে যা দিতে পারে তা একজন পজেটিভ মানুষের সারাজীবনের সঞ্চয়ের কয়েক অংশ। তবে কেন তুমি বই পড়বা না??
#You_Can_Win #Eat_That_Frog #Time_Management#Power_Of_Positive_Thinking #100_Ways_To_Motivations_Yourself
প্রতিটা বই এর বাংলা ভার্সন আছে। চাইলে গুগলে PDF পাবে। পড়না একটু। নিজেকে জানতে বা নিজেকে বদলাতে একটা প্যারা পড়ে তো দেখো।
হ্যা এমন হতে পারে সেই পজেটিভ মানুষটাকে খুজে বের করতে পারাটাই তোমার কাছে কঠিন। হ্যা কঠিন তো বটেই। কিন্তু বই। সেটা কিনে নিজেই নিজেকে মোটিভেট করতে তো মনে হয় কোন বাধা নাই।
---TSaha--©
মানলাম তোমার বই কেনার সামার্থ নাই।কিন্তু ইন্টারনেট ডাটা শেষ হওয়ার আগেই ডাটা কেনার সামার্থ তোমার আছে।তুমি হয়তো জানোনা।
-
ইন্টারনেট জুড়ে কত পেজ/ গ্রুপ/ ব্লগ / ইউটুব চ্যানেল আছে যারা শুধু তোমাকে মোটিভেট করতেই লিখে যাচ্চে, ভিডিও বানিয়ে যাচ্চে। সেটার খোজ আমরা রাখিনা।
---TSaha--©
মানলাম তোমার বই কেনার সামার্থ নাই।কিন্তু ইন্টারনেট ডাটা শেষ হওয়ার আগেই ডাটা কেনার সামার্থ তোমার আছে।তুমি হয়তো জানোনা।
-
ইন্টারনেট জুড়ে কত পেজ/ গ্রুপ/ ব্লগ / ইউটুব চ্যানেল আছে যারা শুধু তোমাকে মোটিভেট করতেই লিখে যাচ্চে, ভিডিও বানিয়ে যাচ্চে। সেটার খোজ আমরা রাখিনা।
#Nick_Vijicic ভিডিও দেখছো
এই মানুষটার দুই হাত দুই পা কিছুই নাই কিন্তু খুব কম কাজ আছে যেটা ইনি করতে পারেন না।
#Peter_Dinklage খুব খাটো এই অভিনেতা যিনি Game of Throns এর একটা চরিত্রে অভিনয় করছেন। তাছাড়া বহু টিভি সিরিজে তার গুনের বহিপ্রকাশ ঘটেছে। কখনো তার জীবনী পড়ছো? বা ছোট্ট বেলা থেকে তার এই বেড়ে ওঠার পিছনের কষ্ট পরিশ্রম বা ডেডিকেসনের গল্প.?
#Gour_Gopal_Das তার শত শত ভিডিও আছে, তার লেখা বই আছে। ট্রাই করতো Youtube এ গিয়ে তার নাম টা লিখে একটু একটু করে তার কথা গুলা বুঝার চেষ্টা করতে।
-
তুমি একটা বার নিজেকে তোমার স্বপ্নের জন্য সপে দাও দেখবা তুমি আর একা নও। তুমি তোমার সময়কে গুরুত্ব দাও দেখবা সময় কখনো তোমাকে বৃথা ফিরত দিবে না।
-
তোমার কি নাই, কি ছিলোনা, কি হারিয়েছো বা কি হারাবা এতো সাপ- পাঁচ না ভেবে যা আছে তাই নিয়ে শুরু করো দেখবা এক সময় পুরাটা তোমার অনুকূলে চলে আসবে।
-
তোমার লাইফের একটা ডেট লাইন ঠিক করে ফেলো। ধরো তুমি ৫০ বছর বাচবে সুতরাং ১ বছর এদিকে খুয়ানো মানে তোমার লাইফের মেয়াদ ১ বছর কমে গেলো।
-
তুমি একটা বার নিজেকে তোমার স্বপ্নের জন্য সপে দাও দেখবা তুমি আর একা নও। তুমি তোমার সময়কে গুরুত্ব দাও দেখবা সময় কখনো তোমাকে বৃথা ফিরত দিবে না।
-
তোমার কি নাই, কি ছিলোনা, কি হারিয়েছো বা কি হারাবা এতো সাপ- পাঁচ না ভেবে যা আছে তাই নিয়ে শুরু করো দেখবা এক সময় পুরাটা তোমার অনুকূলে চলে আসবে।
-
তোমার লাইফের একটা ডেট লাইন ঠিক করে ফেলো। ধরো তুমি ৫০ বছর বাচবে সুতরাং ১ বছর এদিকে খুয়ানো মানে তোমার লাইফের মেয়াদ ১ বছর কমে গেলো।
এই কমতে দেওয়ার আগে তোমাকে ঘুড়ে দাড়াতে হবে।
-
এর পরেও একটা কথা সত্য। যার নিজের ইচ্ছা নাই তাকে মোটিভেসন গুলে খাওয়ালে বদ হজম হবে। এমন দৃষ্টান্ত নিহাত কম নয়।
-
এর পরেও একটা কথা সত্য। যার নিজের ইচ্ছা নাই তাকে মোটিভেসন গুলে খাওয়ালে বদ হজম হবে। এমন দৃষ্টান্ত নিহাত কম নয়।
তভুও অনুপ্রেরণার চিরকুট থেকে শুভ কামনা রইলো।
No comments:
Post a Comment
Thanks