Wednesday, May 15, 2019

সে নীরবে সহ্য করছে তার মানে এই নয় সে সব কিছু ভুলে যাচ্চে

আপনি জেনে, না জেনে, বুঝে বা অবুঝের মতো, রাগ বা ঠান্ডা মাথায় যখন কাহকে অবহেলা করছেন। সামান্য অবহেলায় যখন সে চুপচাপ থাকে, একদম নিঃশব্দে সহ্য করে নিচ্ছে অবহেলা গুলো।
তখন হয়তো আপনি অবহেলার মাত্রা টা বাড়িয়ে দিচ্ছেন। কারন আপনি অবহেলা করতে ভালবাসেন আর সে আপনাকে ভালবেসে সহ্য করতে ভালবাসে।
কিন্তু মজার ব্যাপার হলো আপনার অবহেলা গুলো এক ধরনের ইনভেস্ট( বিনিয়োগ), স্থান, কাল, পাত্র ভেদে কয়েক গুন বেশি কষ্টের কারণ হয়ে দাড়াবে আজকের এই অবহেলা।
Tapos71©
সে নীরবে সহ্য করছে তার মানে এই নয় সে সব কিছু ভুলে যাচ্চে। আপনার একটু অপমান- অবহেলা সে এখন হাসি মুখে মেনে নিচ্ছে হয়তো দুদিন পর আপনি Sorry বলেও পার পেয়ে যাচ্ছেন। সব ঠিক ঠাক।

যখন আপনি ভালবেসে বা অধিকারের জোরে বা রাগের মাথায় প্রিয় মানুষটিকে কষ্টদায়ক কোন কথা বলেই দিলেন, রাত পোহালে সেই আপনি হয়তো Sorry বলছেন।ব
সে বিন্দু মাত্র রাগ না করেই বললো " কোন ব্যাপার না আমি কিছু মনে করিনাই"।
ব্যাচ সব মিটমাট।
হাহাহা
-

আসলে কিছুই মিটে না।
যারা অভিমান, কষ্ট, দুঃখ, রাগ নিয়ন্ত্রন করে রাখে আর বিপরীত রিএক্ট করে It's okay বলে মানাই নিতে পারে ঠিক তারাই একদিন জ্বলে ওঠে। তখন কোন কিছু ঠিক করা সম্ভব হয়না।

তাই আপনার উচিত প্রিয় মানুষটিকে অবহেলা না করা নতুবা এমন কাহকে প্রত্যাসা করা যে আপনাকে শোধরানোর সুযোগ না বরং শোধরানোর পথ দেখাবে।
ভালথাকুন প্রিয় মানুষের প্রিয় মানুষ গুলো।প্রতিটা Sry ওর পিছনের কষ্ট গুলো যেন চাপা না পড়ে।
- লেখা : তাপস সাহা

No comments:

Post a Comment

Thanks