Sunday, June 23, 2019

কিছু মানুষ সত্যি কাঙাল হয়ে দুনিয়াতে আসে।

কিছু মানুষ সত্যি কাঙাল হয়ে এই দুনিয়াতে আসে। হাসতে হাসতে কষ্ট গুলা আড়াল করতে করতে একদিন ধুম করে আড়ালে চলে যায়। এদের অনেক কিছু থেকেও নাই। এই মানুষ গুলা কষ্টের যত রকম সংজ্ঞা আছে সব জানে, নিজেকে কিভাবে শক্ত করে  রাখতে হয় এরা খুব ভাল করে শিখে নেয়.....।
.
যেহেতু এরা সব ধরণের কষ্ট থেকে নিজেকে সামাল দেওয়ার কৌশল জানে তেমন এরা কষ্ট পাওয়া , হতাসের মধ্যে থাকা আর স্বপ্ন ভাঙা মানুষ গুলার পাসে বিশাল এক মোটিভেসন হয়ে দাড়াই.....!
.

এরা বোঝে কেহ মন খারাপ করে থাকলে তাকে কি করে মন ভাল করিয়ে দেওয়া যায়। এরা জানে কেহ বড় কোন ডিপ্রেশনে চলে গেলে সেখান থেকে তাকে কি করে ফেরানো যায়। অন্যের ঠোটের কোন একটু হাঁসি ফোটাতে পারলে এরা অন্যরকম আনন্দ পায়। এরা স্বপ্ন কে সত্য করতে কত কষ্ট করতে হয় কিভাবে করতে হয় তার উদাহরণ দিয়ে একটা মানুষ কে অনেক বড় বড় স্বপ্ন দেখতে উৎসাহ যোগায়।
.
কিন্তু দিন শেষে এরা নিজের কষ্ট গুলা নিজেই চাপা দিয়ে দেয়।
.
কিন্তু বাস্তবতা এটাই এই মানুষ গুলাও খুব করে চাই কেহ একজন তার পাসে সাপোর্ট হিসাবে থাকুক। এরা খুব করে চাই মন খারাপের ভয়ংকর সময়ে কেহ একজন তাকে হাসানোর জোর চেষ্টা চালাক।  আর সিদ্ধান্তহীনতায় ভোগা মানুষটিকে হুট করে কেহ এসে বলুক " তুমি এটা নয় ওটাই কর"।
.
কিন্তু সেটা আর হয়ে ওঠে না
.
কারণ এরা নাকি মোটিভেসন দেয় তাই এদের ডিপ্রেশনে থাকতে নাই,
কারণ এরা খুব হাসিখুশি থাকে বলে এদের নাকি কষ্ট নাই,
কারণ এরা খুব মিতব্যয়ী তাই নাকি এদের অভাব নাই,
কারণ এরা অনেকের সাথে মেসে তাই নাকি এদের মানুষের অভাব নাই,
.

প্রিয় মানুষ থেকে অচেনা কারোর একাকিত্ব কাটাতে এরা সঙ্গী হয়ে যায় নিস্বার্থ ভাবে।

কিন্তু এদের একাকিত্ব ঠিক একার সাথে কাটে।

লেখা: Tapos Saha
www.facebook.com/tapos71

#inspiration #Motivations #Bani #BanglaQuata

Wednesday, May 15, 2019

হতাশায় পরিপূর্ণ মানুষ থেকে দূরে থাকো।

পরিশ্রম ই যে তোমাকে সফলতা এনে দিবে এটা কিন্তু ভুল কথা। বরং পরিশ্রম টা তুমি কোন স্টাইলে করছো এটাও অনেকাংশে ডিপেন্ড করে তোমার সফলতার রাইট ট্রাক দ্রুত খুজে দিতে।
আর সফলতার পিছনে মরিয়া হয়ে ছুটার থেকে বরং সফলতার সেই রাইট ট্রাক খুজে তারপর তার জন্য নিজেকে মরিয়া করে তোলাই শ্রেয়। আর সেই সব সফলতার পথ খুজে পেতে তোমাকে সেই সব মানুষদের খুজে বের করতে হবে যারা ঐ পথযাত্রী বা কয়েকবার ব্যর্থ হয় এক পরাজিত সৈনিক নতুবা ঐ পথের বিজয়ী।
--
এক কথায় পজেটিভ মানুষদের খুজে বের করতে হবে। যাদের সাথে মিসলে, যাদের সাথে কথা বললে হতাশা তোমাকে ছেড়ে পালাবে। উৎসাহ - উদ্দিপনা তোমাকে এনে দিবে নতুন এক গতি।
যে গতিকে পুঁজি করে তুমি হবে সফলতার পথের পূঁজিদার।
--
কিচ্ছু দরকার নাই। এমন কেহ কি তোমার সাথে নাই যে অন্ততপক্ষে প্রতিদিন একবার হলেও তোমাকে বলবে
"" তোমাকে দিয়েই সম্ভব, দেরি হলেও তুমি পারবে ""
--
যদি থাকে তাহলে তুমি সত্যি নিজেকে কিছুটা হলেও ভাগ্যবান মনে করতে পারো। এমন অনুপ্রেরণাদানকারী মানুষ অনেকের জীবনে অনুপস্থিত যার কারণে তাদের জীবন টাতে নতুন কোন গতি আসে না।
-
ভাল একটা অনুপ্রেরণাদানকারী বই ( মোটিভেশনাল বই) তোমাকে যা দিতে পারে তা একজন পজেটিভ মানুষের সারাজীবনের সঞ্চয়ের কয়েক অংশ। তবে কেন তুমি বই পড়বা না??
প্রতিটা বই এর বাংলা ভার্সন আছে। চাইলে গুগলে PDF পাবে। পড়না একটু। নিজেকে জানতে বা নিজেকে বদলাতে একটা প্যারা পড়ে তো দেখো।
হ্যা এমন হতে পারে সেই পজেটিভ মানুষটাকে খুজে বের করতে পারাটাই তোমার কাছে কঠিন। হ্যা কঠিন তো বটেই। কিন্তু বই। সেটা কিনে নিজেই নিজেকে মোটিভেট করতে তো মনে হয় কোন বাধা নাই।
---TSaha--©
মানলাম তোমার বই কেনার সামার্থ নাই।কিন্তু ইন্টারনেট ডাটা শেষ হওয়ার আগেই ডাটা কেনার সামার্থ তোমার আছে।তুমি হয়তো জানোনা।
-
ইন্টারনেট জুড়ে কত পেজ/ গ্রুপ/ ব্লগ / ইউটুব চ্যানেল আছে যারা শুধু তোমাকে মোটিভেট করতেই লিখে যাচ্চে, ভিডিও বানিয়ে যাচ্চে। সেটার খোজ আমরা রাখিনা।
#Nick_Vijicic ভিডিও দেখছো
এই মানুষটার দুই হাত দুই পা কিছুই নাই কিন্তু খুব কম কাজ আছে যেটা ইনি করতে পারেন না।
#Peter_Dinklage খুব খাটো এই অভিনেতা যিনি Game of Throns এর একটা চরিত্রে অভিনয় করছেন। তাছাড়া বহু টিভি সিরিজে তার গুনের বহিপ্রকাশ ঘটেছে। কখনো তার জীবনী পড়ছো? বা ছোট্ট বেলা থেকে তার এই বেড়ে ওঠার পিছনের কষ্ট পরিশ্রম বা ডেডিকেসনের গল্প.?
#Gour_Gopal_Das তার শত শত ভিডিও আছে, তার লেখা বই আছে। ট্রাই করতো Youtube এ গিয়ে তার নাম টা লিখে একটু একটু করে তার কথা গুলা বুঝার চেষ্টা করতে।
-
তুমি একটা বার নিজেকে তোমার স্বপ্নের জন্য সপে দাও দেখবা তুমি আর একা নও। তুমি তোমার সময়কে গুরুত্ব দাও দেখবা সময় কখনো তোমাকে বৃথা ফিরত দিবে না।
-
তোমার কি নাই, কি ছিলোনা, কি হারিয়েছো বা কি হারাবা এতো সাপ- পাঁচ না ভেবে যা আছে তাই নিয়ে শুরু করো দেখবা এক সময় পুরাটা তোমার অনুকূলে চলে আসবে।
-
তোমার লাইফের একটা ডেট লাইন ঠিক করে ফেলো। ধরো তুমি ৫০ বছর বাচবে সুতরাং ১ বছর এদিকে খুয়ানো মানে তোমার লাইফের মেয়াদ ১ বছর কমে গেলো।
এই কমতে দেওয়ার আগে তোমাকে ঘুড়ে দাড়াতে হবে।
-
এর পরেও একটা কথা সত্য। যার নিজের ইচ্ছা নাই তাকে মোটিভেসন গুলে খাওয়ালে বদ হজম হবে। এমন দৃষ্টান্ত নিহাত কম নয়।
তভুও অনুপ্রেরণার চিরকুট থেকে শুভ কামনা রইলো।

অপমান থেকে যদি ভাল কিছু হয় তবে অপমানি ভালো

কথা টা একটা টেলিভিষন এড থেকে মিলিয়ে করা। " দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগি ভালো"
-
আমি / আমরা সবাই জানি অপমান আমাদের সম্মানের হানি ঘটাই। কিন্তু কোন অপমান যদি উপযুক্ত অপমান হয় তবে সেই অপমানি আপনাকে বদলে দিতে পারে। কিন্তু হুট করে অপমানের রিএক্ট টা আমরা করে বসি। কিন্তু ভাবনি যে ভুল বা দোষে আমি অপমানিত হলাম সেই ভুল বা দোষ টা সুধরানোর বড় সময় তো এখনো। এই অপমানের জ্বালাই রেগে মেগে আপনি যদি আপনার বদ অভ্যাস বা দোষ টা সুধরে নেন তবে পরিবর্তীতে সেটা হবে না আর।
--
অপমান এক ধরণের জ্বালা যারা টুকটাক অপমানিত হয়ছেন তারা জানেন এর যন্ত্রনা।আবার যারা প্রত্যক্ষ করছেন তারাও অণুভব করতে পারবেন যে এ এক মানসিক যন্ত্রনা।
-Tapos71©
যারা অপমানের কষ্ট কে শক্তি তে পরিনত করছেন তারাই মনে হয় নিজেকে বদলে নিতে পেরেছেন।
-
কেহ একজন প্রতিনিয়ত আপনাকে বলে " তোর দ্বারা হবে না, তোর কাজের গতি নাই।
- আপনি ভেবে দেখবেন তো যে অপমান টার পিছনে বাস্তবতা কতটুকু-, দেখেন সত্যি হয়তো আপনার গতি নাই।
-
ব্যাচ গতি আনেন।আপনার দ্বারা না হওয়া কাজ টা এবার করে দেখেন। আপনারই লাভ হলো। বাট তা না করে যে আপনাকে অপমান করছে তাকে উল্টা অপমান করতে গেলে তো আপনার ও কিছু হলো না বরং সে তার লাইফে একটা অপমান গ্রহন করে বদলে নিতে পারলো।
-
বাস্তবিক একটা অপমান একটা সমালোচনা আপনার লাইফের একটা বড় ভুল কে সুধরে দিতে সাহায্য করে।
-Tapos71©
আমি বার বার এক জন কে বলতাম
তুমি এটা পারোনা, ওটা পারোনা, তোমার স্কিলস নাই, তুমি টাইপিং পারোনা, তুমি কম্পিউটারের বেসিক নলেজ ওয়ার্ড, এক্সেল পারোনা। তুমি সুন্দর করে কথা বলতে পারোনা, তোমার নেটওয়ার্কিং নাই, তোমার ইনস্টান্ড বুদ্ধি নাই, কন্ট্রোল শক্তি নাই, তোমার জিপিএ খারাপ ইত্যাদি ইত্যাদি......
-
দেখা গেলো বাস্তবে তার মাঝে সবই আছে অযথা আমি তাকে অপমান করলাম তখন হয়তো সেটা প্রকৃতপক্ষে অপমান এবং যার প্রতিবাদ তার করা উচিত আমার বিরুদ্ধে।
বাট সত্যি সত্যি এই সব কিছু তার মাঝে অনুপস্থিত তখন সে যদি এই সব কটা সমালচনা/ অপমান কে হজম করে প্রতিটা বিষয়ে নিজেকে দক্ষ করে তোলে তবে তো অপমানকারীর নয় বরং অপমান গ্রহনকারীর উপকার হলো।
-
এমন তো না যে অপমান করলো তার অপমান করার ফলে আপনার অর্জনের ভাগ পাবে।আপনি জিপিএ ৫ পাইলে তার রেজেল্টে জিপিএ ৫ যোগ হবে।
-
আমারা কয়েক ধরণের গুরু পাই। এক ধরনের তারা বুঝিয়ে বুঝিয়ে আমাদের শিক্ষা দেয় আর এক ধরণের আছে অপমান করে। আর দুই গুন যখন এক মানুষের মাঝে পাওয়া যাবে তখন বোঝেন কি জিনিস পাইলাম জীবনে।
-
আব্দুর রাজ্জাক স্যার ছিলেন এমনি একজন। প্রথম জাতীয় অধ্যাপক এর কাতারে তার নাম প্রথম সারিতে। এই মানুষ টা প্রথম অন্যকে পচায়তেন পরে তারে আবার ভাল কিছু করার পথ দেখাতেন।
-
আমি যে কয়েকজন কে ফলো করি তার মাঝে#সাব্বির _আহসান ভাই। ওনার একটা বই ও এবার একুশে বই মেলাই বের হয়ছে নাম
#ভাইরে_আপুরে পড়বেন বুঝবেন।
-- পথ দেখানো কারে কই।
-Tapos71©
কত্ত কত্ত ইচ্ছা আমাদের...
মাগার অপমান সহ্য করার ইচ্ছা নাই
--
সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে রিকসার ঝাপ তুলে দিয়ে ঘুরে বেরানোর পর BCS দিয়ে যখন ক্যাডার হতে পারে না তখন কেহ ক্যাডার কয়ে ক্ষাপালে খুব জ্বলে। বাট তেজ করে ১৪ ঘন্টা পড়ার পিছে দিতে পারে না।
-
ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে বসে আপওয়ার্কে ডট কমে না ঠুকে ইউটুব খুলে কোকাকোলা দেখা না হয় চ্যাটে গার্লফ্রেন্ডের সাথে সংসার পাতালে আর ডলার আসেনা কার্ডে। তখন কেহ নব্য ফ্রিল্যান্সার বলে অপমান করলে খুব জ্বলে।
-
সারা বছর মনে IPL / BPL এ কাপ সে কাপ / এ লিগ/ সে লিগ / WWE কোন খেলা দেখা বাদ যায় নাই। বছর শেষে জিপিএ ডাউন, চাকরিতে স্যালারি কার্টিং , প্রোমোসন হয় না সব দোষ কপালের আর লোকের। তখন কেহ আঙ্গুল তুলে যদি অপমান করে খুব জ্বলে।
-
আসলে আমাদের সব কিছুতে জ্বলে।
এই লেখা পড়েও কত লোক জ্বলবে। অপ্রত্যাশিত ভাবে মিলে গেলেই জ্বলবে।
#অনুপ্রেরণার_চিরকুট থেকে এক ডজন অপমান। জ্বলুন।
-- লেখা : তাপস সাহা

সে নীরবে সহ্য করছে তার মানে এই নয় সে সব কিছু ভুলে যাচ্চে

আপনি জেনে, না জেনে, বুঝে বা অবুঝের মতো, রাগ বা ঠান্ডা মাথায় যখন কাহকে অবহেলা করছেন। সামান্য অবহেলায় যখন সে চুপচাপ থাকে, একদম নিঃশব্দে সহ্য করে নিচ্ছে অবহেলা গুলো।
তখন হয়তো আপনি অবহেলার মাত্রা টা বাড়িয়ে দিচ্ছেন। কারন আপনি অবহেলা করতে ভালবাসেন আর সে আপনাকে ভালবেসে সহ্য করতে ভালবাসে।
কিন্তু মজার ব্যাপার হলো আপনার অবহেলা গুলো এক ধরনের ইনভেস্ট( বিনিয়োগ), স্থান, কাল, পাত্র ভেদে কয়েক গুন বেশি কষ্টের কারণ হয়ে দাড়াবে আজকের এই অবহেলা।
Tapos71©
সে নীরবে সহ্য করছে তার মানে এই নয় সে সব কিছু ভুলে যাচ্চে। আপনার একটু অপমান- অবহেলা সে এখন হাসি মুখে মেনে নিচ্ছে হয়তো দুদিন পর আপনি Sorry বলেও পার পেয়ে যাচ্ছেন। সব ঠিক ঠাক।

যখন আপনি ভালবেসে বা অধিকারের জোরে বা রাগের মাথায় প্রিয় মানুষটিকে কষ্টদায়ক কোন কথা বলেই দিলেন, রাত পোহালে সেই আপনি হয়তো Sorry বলছেন।ব
সে বিন্দু মাত্র রাগ না করেই বললো " কোন ব্যাপার না আমি কিছু মনে করিনাই"।
ব্যাচ সব মিটমাট।
হাহাহা
-

আসলে কিছুই মিটে না।
যারা অভিমান, কষ্ট, দুঃখ, রাগ নিয়ন্ত্রন করে রাখে আর বিপরীত রিএক্ট করে It's okay বলে মানাই নিতে পারে ঠিক তারাই একদিন জ্বলে ওঠে। তখন কোন কিছু ঠিক করা সম্ভব হয়না।

তাই আপনার উচিত প্রিয় মানুষটিকে অবহেলা না করা নতুবা এমন কাহকে প্রত্যাসা করা যে আপনাকে শোধরানোর সুযোগ না বরং শোধরানোর পথ দেখাবে।
ভালথাকুন প্রিয় মানুষের প্রিয় মানুষ গুলো।প্রতিটা Sry ওর পিছনের কষ্ট গুলো যেন চাপা না পড়ে।
- লেখা : তাপস সাহা