Saturday, August 6, 2022

বর্তমান দেশ কোস দিকে যাচ্ছে ?

 বর্তমান দেশ কোস দিকে যাচ্ছে ?

সরকার গতকাল রাতে তেলের দাম বৃদ্ধি করে প্রজ্ঞাপণ জারি করেছে । কিন্তু এবার  সুয়াবিন তেল নয় ,বাড়ানো হয়েছে ডিজেল , পেট্রোল , অকটেনের দাম । খুব সিগ্রহ হয়তো পানি , বিদ্যুৎ আর গ্যাসের দাম বৃদ্ধি পাবে এটা এক প্রকার সুনিশ্চতি । তার মানে গরীব মানুষের জীবনযাত্রার মান কোথায় নেমে যাচ্ছে ?

প্রতি দু- এক মাস পরপর উন্নয়ন বোঝাতে জিডিপি আর মাথাপিছূ আয় দিয়ে জনগণের মন বোঝানো হতো । তাতে আবার কিছু সহমত ভাই বলা পাবলিগ এটা নিয়ে প্রশংসা করতো । আর একটা বড় উন্নয়ন দেখানোর জায়গা হলো রেমিটেন্স আর বৈদেশিক মুদ্ররি রির্জার্ভ । কিন্তু এই দুইটার এখন বেহাল দশা । কারণ রেমিটেন্স এর সাথে রির্জার্ভ এর  বড় সম্পর্ক আছে । 

এখন  একটা দোষ দেওয়া হচ্ছে রাশিয়া - ইউক্রেন যুদ্ধ । সকল দেশের একই অবস্থা বিরাজ করছে । কথা হলো একটা ভিতরের খবর কি ?/ আসলে আমাদের রির্জার্ভ ঠিক কত আছে ? আমাদের সঠিক মাথাপিছু আয় কত ?? প্রবৃদ্ধি কি আসলে ঠিক আছে ?/ ব্যাংক গুলা কি সত্যি দেওলিয়া হয়ে যাবে ?

সাধারণ মানুষের এসব প্রশ্ন গুলার উত্তর জানার অধিকার আছে । কারন সচেতন হতে গেলে তাদের তো সঠিক জিনিষ টা জানতে হবে ।ভুল ভাল শিখালে বিপদে পড়বে সেই গরীব , দিন আনা দিন খাওয়া মানুস গুলা । বড় লোকের আয় আছে , বড় লোক কোটি কোটি টাকা ব্যাংক ঋন নিয়ে গায়েব হয়ে গেলেও তাদের সরকার ছেড়ে দেয় । গরীব এর তো ঋণ ই দেয় না ।

যত মব চাপ গরীবের উপর দিয়ে ::

সামনে আমাদের জন্য খুব খারাপ সময় যে আসছেেএটা কিন্তু একদম সত্য কথা ।মানুষ কে সত্য বলে সচেতন করুন । গ্রামের খেটে খাওয়া মানুষ টা মুদ্রাস্ফীতি বোঝে না , বোঝে না রামিয়া ইউক্রেন যুদ্ধ , তাদের বিলাসবহুল বাড়ি করার ইচ্ছা নায় । তাদের যেন দু মুটো ভাত কপালে জোটে সেটা ব্যবস্থা করুন ।


সব জুলূম ঐ খেটে েখাওয়া মানুষের উপর ।সারা দেশে েএক ঘন্টা বিদ্যুৎ বন্ধ হওয়ার কথা থাকলেও গ্রামের মানুষ ৮ থেকে ৯ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না । তাদের আপরাধ টা কোথায় । ওরা তো সারাদিন রোদে পুড়ে , তাপ সহ্য করে , ক্লান্ত সন্ধ্যায় বাড়ি ফিরে গা এলিয়ে দিতে চায় ফ্যানের নিচে । সেটার উপর আপনাদের নজর পড়েছে । অথচো সরকারি আমলারা তো গাড়ি স্টার্ট দিয়ে এসি অন রেখে ৈমিটিং করে ।

অফিসের সব স্থানে এসি চলে >>>>>>>>>>>>>>>>>>>>>>>>


চলুক। সর্বশেষ একটা কথা । গরীব যেন না মরে ।


Thursday, May 7, 2020

বিসিএস ও ব্যাংক প্রস্তুতি : বাংলা।

বিসিএস ও ব্যাংক প্রস্তুwww.facebook.com/bcsdigest.bd/তি
বাংলা
1. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা

2. “নবীবংশ “পুস্তকটি কে রচনা করেছেন? সৈয়দ সুলতান

3. মর্সিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে আরবি

4. ‘কারচুপি’ শব্দের ‘কার’ উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে? ফারসি

5. রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক? গোরা

6. “নসীহত নামা” কোন জাতীয় গ্রন্থ কাব্যগ্রন্থ-- মরদন রচিত কাব্যগ্রন্থ


7. রইচরন কোন ছোটগল্পের প্রধান চরিত্র? খোকাবাবুর প্রত্যাবর্তন

8. তীর্থ সলিল ও তীর্থ রেণু কার অনুবাদ গ্রন্থ? সত্যেন্দ্রনাথ দত্ত

9. ঝিকিমিকি করে সোনালী নদীর ঐখানে আমাদের পাতার কুটির কার রচনা? অচিন্ত্যকুমার সেন গুপ্ত

10. “বেঁচে থাকার নেশা” কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়

11. জীবে দয়া করে সাধুজন ।এখানে জীবে কোন কারকের কোন বিভক্তি ? সম্প্রদানে সপ্তমী

12. চর্যাপদের মহিলা কবির নাম কি? কুক্কুরিপা

13. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে? স্বর্ণকুমারী দেবী

14. “মিলনরাত্রি” উপন্যাসটি কার লেখা? স্বর্ণকুমারী দেবী

15. ‘রুপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছিলেন? নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী

16. ‘জীবনে জ্যাঠামী ও সাহিত্যে ন্যাকামী’ সহ্য করতে পারতেন না? প্রমথ চৌধুরী

17. ময়মনসিংহ গীতিকা কত সালে প্রকাশিত হয় ? ১৯২৩

18. চর্যাপদের কত নম্বর পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে? ২৩নং

19. চর্যাপদের পদকর্তা কত জন?-- ২৩জন

20. বাংলা সাহিতে্যর অন্ধকার যুগের মেয়াদকাল—১২০১-১৩৫০

21. বাংলা একাডেমীর মাসিক পত্রিকার নাম কি? লেখা

22. “আনন্দময়ীর আগমনে” কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ধূমকেতু

23. ইলেক বা লোপ চিহ্নের বিরতিকালের সময় কত? থামার প্রয়োজন নেই

24. আনোয়ার পাশা কত সালে জন্মগ্রহণ করেন? ১৯২৮ সালে

25. সুনীল গঙ্গোপাধ্যায় মারা যান কবে? ২৩শে অক্টোবর, ২০১২

26. হাসান হাফিজুর রহমান কাব্য ---বিমুখ প্রান্তর

27. “শহীদ স্মরণে” কবিতাটি কার রচিত? মোঃ মুনিরুজ্জামান

28. ’নামাজ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? ফার্সি

29. আধুনিক বাংলা সাহিত্তের প্রথম কাব্য ও লেখক ? পদ্মিনী উপাখ্যান, রঙ্গলাল মুখোপাধ্যায়

30. বাংলা ভাষায় রচিত প্রথম প্রনোয়পখ্যান ও লেখক ? ইউসুফ জুলেখা, শাহ মুহাম্মদ সগীর

31. বাংলা সাহিত্তের প্রথম মুদ্রিত গ্রন্থ ও লেখক? কথোপকথন, উইলিয়াম কেরি

32. প্রত্যক্ষ কোনো বস্তুর সাতে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়— উপমেয়

33. ‘দুধের মাছি’ বাগধারাটির সঠিক অর্থ – সুসময়ের বন্ধু

34. ব্রাত্য শব্দের সমার্থক – পতিত

35. দেনা পাওনা(উপন্যাস) এর লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

36. ডাকাবুকো বাগধারাটির অর্থঃ নির্ভীক

37. নিচের কোনটি ধ্বনি ত্বতের আলোচনা? সন্ধি

38. প্রথম মহাকাব্য লিখেন কে? মধুসূদন দত্ত

39. ‘রাজপুত’ কোন শ্রেণীর শব্দ? যোগরূঢ় শব্দ

40. বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? বেতাল পঞ্চবিংশতি

41. ‘কুচবনের কালাচাঁদ’ বাগধারাটির অর্থ গোবরে পদ্মফুল

42. বাংলাদেশের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন_ দীনেশ সেন

43. সারাংশ বা সারমর্ম লেখার উদ্দেশ্য কী? বক্তব্য সংক্ষেপণ

44. যে নারীর হিংসা নেই এক কথায় কী বলে? অনসূয়া

45. বিসর্জন কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর

46. মতিচূর গ্রন্থের রচয়িতা কে? বেগম রোকিয়া সাখাওত হোসেন

47. কার ছন্দনাম ’টেকচাঁদ ঠাকুর’? প্যারিচাঁদ মিত্র

48. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন? ১৮২০ সালে

49. মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি? চন্ডীমঙ্গল

50. ‘হাতি’ শব্দটির প্রতিশব্দ কোনটি? কুঞ্জর

51. “বাতাসে লাশের গন্ধ” বিখ্যাত কবিতাটি কার লিখা? রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

52. ’কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?— উক্তিটি কার? কৃষ্ণচন্দ্র মজুমদারের

53. শ্রেষ্ঠ মহিলা কবি ---বেগম সুফিয়া কামাল

54. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি রচনা করেন_ মাইকেল মধুসূদন দত্ত

55. যৌগিক স্বরধ্বনি কয়টি? ২টি

56. বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহূত হয় তাকে কী বলে? সর্বনাম পদ

57. কোন কবি ‘ধর্মমঙ্গল’ কাব্যের প্রণেতা? রূপরাম চক্রবর্তী

58. মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলমান কবি কে? আলাওল

59. বাংলা ও মৈথালী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কী? ব্রজবুলি

60. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে? মাইকেল মধুসূদন দত্ত

61. মৈমনসিংহ গীতিকার “দেওয়ানা মদিনা” পালার রচিয়তাঃ মনসুর বয়াতি

62. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? হাতি/হাতী

63. মানিক বন্দ্যোপাধায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপ্যনাসের উপজীব্য- জেলে-জীবেনর বিচিত্র সুখ-দুঃখ

64. “কেলিনু শৈবালে, ভুলি কমল – কানন” — এখানে শৈবাল কিসের প্রতীক? পরভাষা

65. উচ্চারণের একক কে কি বলা হয়? অক্ষর

66. ”মাতৃহৃদয়ের পক্ষপাতিত্য নাই” — বাক্যটি কোন রচনার অন্তর্গত? অর্ধাঙ্গী

67. আকাশে তোলা বাগধারাটি বোঝাই? অতিরিক্ত প্রশংসা করা

68. ”বিষহরির দোহাই বুঝি বা আর খাটে না” ——’বিলাসী‘ গল্পে এই উপলব্ধি কার? ন্যাড়ার

69. «ডেকেছে কি সে আমারে?শুনি নাই,রাখিনি সন্ধান। “—— চরণটি কোন কবিতার? তাহারেই পড়ে মনে

70. হেলাল শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি? রাকা

71. রত্ন >রতন হওয়ার ধ্বনিসূত্র —— স্বরভক্তি

72. কোন জাতীয় শব্দের বানানে মূর্ধন্য ‘ণ’ ব্যবহূত হয়? তৎসম

73. মাগন ঠাকুরের বিখ্যাত কাব্য কোনটি? চন্দ্রাবতী

74. উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় প্রকার? ৫ প্রকার

75. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রহের জন্য গিয়েছেন_ তিব্বত, নেপাল

76. ‘বাবুর্চি’ কোন ভাষার শব্দ? তুর্কি

77. চৈতন্যদেবের জীবনীভিত্তিক প্রথম কাহিনীকাব্য কে রচনা করেন? বৃন্দাবন দাস

78. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ ছোটগল্প_ ল্যাবরেটরি

79. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কোথায়? বীরসিংহ গ্রাম, মেদিনীপুর

80. রবীন্দ্রনাথ তার কতটি নাটকে অভিনয় করেছিলেন । ১৩টি

81. ‘সুনন্দ’ কার ছদ্মনাম ছিল? নারায়ণ গঙ্গোপাধ্যায়

82. ‘অভয়া’ চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে? শ্রীকান্ত

83. নবাব ফয়জুন্নেসা চৌধুরানী রচিত বইটির নাম_ রূপজালাল

84. কামান কোন দেশি শব্দ? ফরাসী

85. বত্রিশ সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয় বিদ্যলণ্কার

86. হুমায়ূন আহমেদ এর জন্মস্থান --নেত্রকোণা

87. বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? জয়নুল আবেদিন

88. বেনের মেয়ে(উপন্যাস)এর রচয়িতা কে? হরপ্রসাদ শাস্ত্রী

89. কোন বিদেশীর নাট্যচর্চায় বাংলা নাটকের সুত্রপাত হয়? হেরাসিম লেবেকেফ

90. সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গলকাব্য ধারা কোনটি? মনসামঙ্গল

91. চন্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কি? মানিক দত্ত

92. বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ৬৫০-১২০০

93. “পাথুরে কয়লা হীরার সবর্ণ না হলেও সগোত্র।”উক্তিটি কার? প্রমথ চৌধুরী

94. আমজনতা শব্দের আম উপসর্গটি কোন প্রকারের? আরবি

95. পদাশ্রিত নির্দেশক সাধারণ পদের কোথায় বসে? শেষে

96. পদাশ্রিত নির্দেশকের অপর নাম- পদাশ্রিত অব্যয়

97. যে প্রত্যয় কোনো পদের নির্দিষ্টতা বোঝায় তাকে কী বলে? পদাশ্রিত নির্দেশক

98. পদের পূর্বে এক, এক যে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে? অনির্দিষ্টতা

99. টি, টা, খানা, খানি নির্দেশকগুলো কখন ব্যবহৃত হয়? একবচনে

100. ‘টো’ পদাশ্রিত নির্দেশকটি কেবল কোন সংখ্যাবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত হয়? – দুই

Wednesday, May 6, 2020


সে আমার না
আমি তার না!
কেহ কারো না!
আমরা Just প্রয়জনে প্রিয়জন হই।
প্রয়জন ফুরালে Unknwn.
#Tapos


Rejection will make you stronger

এক বৃদ্ধা ব্যাংক কাউন্টারে ৩০০ টাকার একটি চেক এগিয়ে দেন, তখন ওপাসে বসা ব্যাংকের মহিলা কর্মী সেই চেক দেখে বিরক্তসহ বলেন, "পাঁচহাজার টাকার কম টাকা তুলতে হলে আপনাকে এ.টি.এম. থেকে নিতে হবে।"


এই শুনে বৃদ্ধা প্রশ্ন করেন, "কেন..??"। মহিলা তখন ভুরু কুঁচকে আরো বিরক্ত হয়ে ঝাঁঝালো গলায় বলেন, "এ গুলো নিয়ম। "

বৃদ্ধা খানিক চুপ করে থাকেন..... তারপরেই উনি চেকটি আবার কাউন্টারে দিয়ে জিজ্ঞেস করেন, " এই ব্যাংকের একাউন্টে আমার যত টাকা আছে সমস্ত টাকা তুলে আমায় এক্ষুণি দিয়ে দেন.... আমি আরেকটা চেক দিচ্ছি ....." এই কথা শুনে ব্যাংকের মহিলা একটু থতমত খেয়ে বৃদ্ধার একাউন্ট চেক করে আরো বিস্মিত !

মাথা নেড়ে নেড়ে কাউন্টারের কাঁচের সাথে মুখ সাঁটিয়ে, ফিসফিস করে সে বৃদ্ধাকে বলে, "আপনার একাউন্টে ৭৫ লক্ষ টাকা !! মাফ করবেন, আমাদের ব্যাংকে এই মুহূর্তে দেবার মত এত টাকা নেই। "

বৃদ্ধা তিন লক্ষ টাকার অন্য একটি চেক কেটে কাউন্টারের মহিলাটিকে দিল। মহিলা তাড়াতাড়ি চেকের বদলে তিন লক্ষ ক্যাশ টাকা অতীব শ্রদ্ধার সাথে বৃদ্ধার হাতে তুলে দেয়।বৃদ্ধা তিন লক্ষ টাকা থেকে ৩০০ টাকা নিজের ব্যাগে ভরে বাদবাকি দু লক্ষ নিরানব্বই হাজার সাতশ টাকা মহিলাকে ফেরত দিয়ে বলেন, "দয়া করে এই টাকা আমার একাউন্টে আবার জমা করে দিন....."ব্যাংক মহিলা তখন নির্বাক হয়ে বৃদ্ধার কথামতো টাকা বুঝে নিল.....

#Moral: Rejection will make you stronger.
শিক্ষাঃ "প্রত্যাখ্যান" আপনাকে শক্তিশালী করে তুলবে।
#Dr. Sayem Islam

#Inspiration #Motivations #Happy #BePositive #Tapos71 #IamTapos


Sunday, June 23, 2019

কিছু মানুষ সত্যি কাঙাল হয়ে দুনিয়াতে আসে।

কিছু মানুষ সত্যি কাঙাল হয়ে এই দুনিয়াতে আসে। হাসতে হাসতে কষ্ট গুলা আড়াল করতে করতে একদিন ধুম করে আড়ালে চলে যায়। এদের অনেক কিছু থেকেও নাই। এই মানুষ গুলা কষ্টের যত রকম সংজ্ঞা আছে সব জানে, নিজেকে কিভাবে শক্ত করে  রাখতে হয় এরা খুব ভাল করে শিখে নেয়.....।
.
যেহেতু এরা সব ধরণের কষ্ট থেকে নিজেকে সামাল দেওয়ার কৌশল জানে তেমন এরা কষ্ট পাওয়া , হতাসের মধ্যে থাকা আর স্বপ্ন ভাঙা মানুষ গুলার পাসে বিশাল এক মোটিভেসন হয়ে দাড়াই.....!
.

এরা বোঝে কেহ মন খারাপ করে থাকলে তাকে কি করে মন ভাল করিয়ে দেওয়া যায়। এরা জানে কেহ বড় কোন ডিপ্রেশনে চলে গেলে সেখান থেকে তাকে কি করে ফেরানো যায়। অন্যের ঠোটের কোন একটু হাঁসি ফোটাতে পারলে এরা অন্যরকম আনন্দ পায়। এরা স্বপ্ন কে সত্য করতে কত কষ্ট করতে হয় কিভাবে করতে হয় তার উদাহরণ দিয়ে একটা মানুষ কে অনেক বড় বড় স্বপ্ন দেখতে উৎসাহ যোগায়।
.
কিন্তু দিন শেষে এরা নিজের কষ্ট গুলা নিজেই চাপা দিয়ে দেয়।
.
কিন্তু বাস্তবতা এটাই এই মানুষ গুলাও খুব করে চাই কেহ একজন তার পাসে সাপোর্ট হিসাবে থাকুক। এরা খুব করে চাই মন খারাপের ভয়ংকর সময়ে কেহ একজন তাকে হাসানোর জোর চেষ্টা চালাক।  আর সিদ্ধান্তহীনতায় ভোগা মানুষটিকে হুট করে কেহ এসে বলুক " তুমি এটা নয় ওটাই কর"।
.
কিন্তু সেটা আর হয়ে ওঠে না
.
কারণ এরা নাকি মোটিভেসন দেয় তাই এদের ডিপ্রেশনে থাকতে নাই,
কারণ এরা খুব হাসিখুশি থাকে বলে এদের নাকি কষ্ট নাই,
কারণ এরা খুব মিতব্যয়ী তাই নাকি এদের অভাব নাই,
কারণ এরা অনেকের সাথে মেসে তাই নাকি এদের মানুষের অভাব নাই,
.

প্রিয় মানুষ থেকে অচেনা কারোর একাকিত্ব কাটাতে এরা সঙ্গী হয়ে যায় নিস্বার্থ ভাবে।

কিন্তু এদের একাকিত্ব ঠিক একার সাথে কাটে।

লেখা: Tapos Saha
www.facebook.com/tapos71

#inspiration #Motivations #Bani #BanglaQuata

Wednesday, May 15, 2019

হতাশায় পরিপূর্ণ মানুষ থেকে দূরে থাকো।

পরিশ্রম ই যে তোমাকে সফলতা এনে দিবে এটা কিন্তু ভুল কথা। বরং পরিশ্রম টা তুমি কোন স্টাইলে করছো এটাও অনেকাংশে ডিপেন্ড করে তোমার সফলতার রাইট ট্রাক দ্রুত খুজে দিতে।
আর সফলতার পিছনে মরিয়া হয়ে ছুটার থেকে বরং সফলতার সেই রাইট ট্রাক খুজে তারপর তার জন্য নিজেকে মরিয়া করে তোলাই শ্রেয়। আর সেই সব সফলতার পথ খুজে পেতে তোমাকে সেই সব মানুষদের খুজে বের করতে হবে যারা ঐ পথযাত্রী বা কয়েকবার ব্যর্থ হয় এক পরাজিত সৈনিক নতুবা ঐ পথের বিজয়ী।
--
এক কথায় পজেটিভ মানুষদের খুজে বের করতে হবে। যাদের সাথে মিসলে, যাদের সাথে কথা বললে হতাশা তোমাকে ছেড়ে পালাবে। উৎসাহ - উদ্দিপনা তোমাকে এনে দিবে নতুন এক গতি।
যে গতিকে পুঁজি করে তুমি হবে সফলতার পথের পূঁজিদার।
--
কিচ্ছু দরকার নাই। এমন কেহ কি তোমার সাথে নাই যে অন্ততপক্ষে প্রতিদিন একবার হলেও তোমাকে বলবে
"" তোমাকে দিয়েই সম্ভব, দেরি হলেও তুমি পারবে ""
--
যদি থাকে তাহলে তুমি সত্যি নিজেকে কিছুটা হলেও ভাগ্যবান মনে করতে পারো। এমন অনুপ্রেরণাদানকারী মানুষ অনেকের জীবনে অনুপস্থিত যার কারণে তাদের জীবন টাতে নতুন কোন গতি আসে না।
-
ভাল একটা অনুপ্রেরণাদানকারী বই ( মোটিভেশনাল বই) তোমাকে যা দিতে পারে তা একজন পজেটিভ মানুষের সারাজীবনের সঞ্চয়ের কয়েক অংশ। তবে কেন তুমি বই পড়বা না??
প্রতিটা বই এর বাংলা ভার্সন আছে। চাইলে গুগলে PDF পাবে। পড়না একটু। নিজেকে জানতে বা নিজেকে বদলাতে একটা প্যারা পড়ে তো দেখো।
হ্যা এমন হতে পারে সেই পজেটিভ মানুষটাকে খুজে বের করতে পারাটাই তোমার কাছে কঠিন। হ্যা কঠিন তো বটেই। কিন্তু বই। সেটা কিনে নিজেই নিজেকে মোটিভেট করতে তো মনে হয় কোন বাধা নাই।
---TSaha--©
মানলাম তোমার বই কেনার সামার্থ নাই।কিন্তু ইন্টারনেট ডাটা শেষ হওয়ার আগেই ডাটা কেনার সামার্থ তোমার আছে।তুমি হয়তো জানোনা।
-
ইন্টারনেট জুড়ে কত পেজ/ গ্রুপ/ ব্লগ / ইউটুব চ্যানেল আছে যারা শুধু তোমাকে মোটিভেট করতেই লিখে যাচ্চে, ভিডিও বানিয়ে যাচ্চে। সেটার খোজ আমরা রাখিনা।
#Nick_Vijicic ভিডিও দেখছো
এই মানুষটার দুই হাত দুই পা কিছুই নাই কিন্তু খুব কম কাজ আছে যেটা ইনি করতে পারেন না।
#Peter_Dinklage খুব খাটো এই অভিনেতা যিনি Game of Throns এর একটা চরিত্রে অভিনয় করছেন। তাছাড়া বহু টিভি সিরিজে তার গুনের বহিপ্রকাশ ঘটেছে। কখনো তার জীবনী পড়ছো? বা ছোট্ট বেলা থেকে তার এই বেড়ে ওঠার পিছনের কষ্ট পরিশ্রম বা ডেডিকেসনের গল্প.?
#Gour_Gopal_Das তার শত শত ভিডিও আছে, তার লেখা বই আছে। ট্রাই করতো Youtube এ গিয়ে তার নাম টা লিখে একটু একটু করে তার কথা গুলা বুঝার চেষ্টা করতে।
-
তুমি একটা বার নিজেকে তোমার স্বপ্নের জন্য সপে দাও দেখবা তুমি আর একা নও। তুমি তোমার সময়কে গুরুত্ব দাও দেখবা সময় কখনো তোমাকে বৃথা ফিরত দিবে না।
-
তোমার কি নাই, কি ছিলোনা, কি হারিয়েছো বা কি হারাবা এতো সাপ- পাঁচ না ভেবে যা আছে তাই নিয়ে শুরু করো দেখবা এক সময় পুরাটা তোমার অনুকূলে চলে আসবে।
-
তোমার লাইফের একটা ডেট লাইন ঠিক করে ফেলো। ধরো তুমি ৫০ বছর বাচবে সুতরাং ১ বছর এদিকে খুয়ানো মানে তোমার লাইফের মেয়াদ ১ বছর কমে গেলো।
এই কমতে দেওয়ার আগে তোমাকে ঘুড়ে দাড়াতে হবে।
-
এর পরেও একটা কথা সত্য। যার নিজের ইচ্ছা নাই তাকে মোটিভেসন গুলে খাওয়ালে বদ হজম হবে। এমন দৃষ্টান্ত নিহাত কম নয়।
তভুও অনুপ্রেরণার চিরকুট থেকে শুভ কামনা রইলো।

অপমান থেকে যদি ভাল কিছু হয় তবে অপমানি ভালো

কথা টা একটা টেলিভিষন এড থেকে মিলিয়ে করা। " দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগি ভালো"
-
আমি / আমরা সবাই জানি অপমান আমাদের সম্মানের হানি ঘটাই। কিন্তু কোন অপমান যদি উপযুক্ত অপমান হয় তবে সেই অপমানি আপনাকে বদলে দিতে পারে। কিন্তু হুট করে অপমানের রিএক্ট টা আমরা করে বসি। কিন্তু ভাবনি যে ভুল বা দোষে আমি অপমানিত হলাম সেই ভুল বা দোষ টা সুধরানোর বড় সময় তো এখনো। এই অপমানের জ্বালাই রেগে মেগে আপনি যদি আপনার বদ অভ্যাস বা দোষ টা সুধরে নেন তবে পরিবর্তীতে সেটা হবে না আর।
--
অপমান এক ধরণের জ্বালা যারা টুকটাক অপমানিত হয়ছেন তারা জানেন এর যন্ত্রনা।আবার যারা প্রত্যক্ষ করছেন তারাও অণুভব করতে পারবেন যে এ এক মানসিক যন্ত্রনা।
-Tapos71©
যারা অপমানের কষ্ট কে শক্তি তে পরিনত করছেন তারাই মনে হয় নিজেকে বদলে নিতে পেরেছেন।
-
কেহ একজন প্রতিনিয়ত আপনাকে বলে " তোর দ্বারা হবে না, তোর কাজের গতি নাই।
- আপনি ভেবে দেখবেন তো যে অপমান টার পিছনে বাস্তবতা কতটুকু-, দেখেন সত্যি হয়তো আপনার গতি নাই।
-
ব্যাচ গতি আনেন।আপনার দ্বারা না হওয়া কাজ টা এবার করে দেখেন। আপনারই লাভ হলো। বাট তা না করে যে আপনাকে অপমান করছে তাকে উল্টা অপমান করতে গেলে তো আপনার ও কিছু হলো না বরং সে তার লাইফে একটা অপমান গ্রহন করে বদলে নিতে পারলো।
-
বাস্তবিক একটা অপমান একটা সমালোচনা আপনার লাইফের একটা বড় ভুল কে সুধরে দিতে সাহায্য করে।
-Tapos71©
আমি বার বার এক জন কে বলতাম
তুমি এটা পারোনা, ওটা পারোনা, তোমার স্কিলস নাই, তুমি টাইপিং পারোনা, তুমি কম্পিউটারের বেসিক নলেজ ওয়ার্ড, এক্সেল পারোনা। তুমি সুন্দর করে কথা বলতে পারোনা, তোমার নেটওয়ার্কিং নাই, তোমার ইনস্টান্ড বুদ্ধি নাই, কন্ট্রোল শক্তি নাই, তোমার জিপিএ খারাপ ইত্যাদি ইত্যাদি......
-
দেখা গেলো বাস্তবে তার মাঝে সবই আছে অযথা আমি তাকে অপমান করলাম তখন হয়তো সেটা প্রকৃতপক্ষে অপমান এবং যার প্রতিবাদ তার করা উচিত আমার বিরুদ্ধে।
বাট সত্যি সত্যি এই সব কিছু তার মাঝে অনুপস্থিত তখন সে যদি এই সব কটা সমালচনা/ অপমান কে হজম করে প্রতিটা বিষয়ে নিজেকে দক্ষ করে তোলে তবে তো অপমানকারীর নয় বরং অপমান গ্রহনকারীর উপকার হলো।
-
এমন তো না যে অপমান করলো তার অপমান করার ফলে আপনার অর্জনের ভাগ পাবে।আপনি জিপিএ ৫ পাইলে তার রেজেল্টে জিপিএ ৫ যোগ হবে।
-
আমারা কয়েক ধরণের গুরু পাই। এক ধরনের তারা বুঝিয়ে বুঝিয়ে আমাদের শিক্ষা দেয় আর এক ধরণের আছে অপমান করে। আর দুই গুন যখন এক মানুষের মাঝে পাওয়া যাবে তখন বোঝেন কি জিনিস পাইলাম জীবনে।
-
আব্দুর রাজ্জাক স্যার ছিলেন এমনি একজন। প্রথম জাতীয় অধ্যাপক এর কাতারে তার নাম প্রথম সারিতে। এই মানুষ টা প্রথম অন্যকে পচায়তেন পরে তারে আবার ভাল কিছু করার পথ দেখাতেন।
-
আমি যে কয়েকজন কে ফলো করি তার মাঝে#সাব্বির _আহসান ভাই। ওনার একটা বই ও এবার একুশে বই মেলাই বের হয়ছে নাম
#ভাইরে_আপুরে পড়বেন বুঝবেন।
-- পথ দেখানো কারে কই।
-Tapos71©
কত্ত কত্ত ইচ্ছা আমাদের...
মাগার অপমান সহ্য করার ইচ্ছা নাই
--
সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে রিকসার ঝাপ তুলে দিয়ে ঘুরে বেরানোর পর BCS দিয়ে যখন ক্যাডার হতে পারে না তখন কেহ ক্যাডার কয়ে ক্ষাপালে খুব জ্বলে। বাট তেজ করে ১৪ ঘন্টা পড়ার পিছে দিতে পারে না।
-
ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে বসে আপওয়ার্কে ডট কমে না ঠুকে ইউটুব খুলে কোকাকোলা দেখা না হয় চ্যাটে গার্লফ্রেন্ডের সাথে সংসার পাতালে আর ডলার আসেনা কার্ডে। তখন কেহ নব্য ফ্রিল্যান্সার বলে অপমান করলে খুব জ্বলে।
-
সারা বছর মনে IPL / BPL এ কাপ সে কাপ / এ লিগ/ সে লিগ / WWE কোন খেলা দেখা বাদ যায় নাই। বছর শেষে জিপিএ ডাউন, চাকরিতে স্যালারি কার্টিং , প্রোমোসন হয় না সব দোষ কপালের আর লোকের। তখন কেহ আঙ্গুল তুলে যদি অপমান করে খুব জ্বলে।
-
আসলে আমাদের সব কিছুতে জ্বলে।
এই লেখা পড়েও কত লোক জ্বলবে। অপ্রত্যাশিত ভাবে মিলে গেলেই জ্বলবে।
#অনুপ্রেরণার_চিরকুট থেকে এক ডজন অপমান। জ্বলুন।
-- লেখা : তাপস সাহা

সে নীরবে সহ্য করছে তার মানে এই নয় সে সব কিছু ভুলে যাচ্চে

আপনি জেনে, না জেনে, বুঝে বা অবুঝের মতো, রাগ বা ঠান্ডা মাথায় যখন কাহকে অবহেলা করছেন। সামান্য অবহেলায় যখন সে চুপচাপ থাকে, একদম নিঃশব্দে সহ্য করে নিচ্ছে অবহেলা গুলো।
তখন হয়তো আপনি অবহেলার মাত্রা টা বাড়িয়ে দিচ্ছেন। কারন আপনি অবহেলা করতে ভালবাসেন আর সে আপনাকে ভালবেসে সহ্য করতে ভালবাসে।
কিন্তু মজার ব্যাপার হলো আপনার অবহেলা গুলো এক ধরনের ইনভেস্ট( বিনিয়োগ), স্থান, কাল, পাত্র ভেদে কয়েক গুন বেশি কষ্টের কারণ হয়ে দাড়াবে আজকের এই অবহেলা।
Tapos71©
সে নীরবে সহ্য করছে তার মানে এই নয় সে সব কিছু ভুলে যাচ্চে। আপনার একটু অপমান- অবহেলা সে এখন হাসি মুখে মেনে নিচ্ছে হয়তো দুদিন পর আপনি Sorry বলেও পার পেয়ে যাচ্ছেন। সব ঠিক ঠাক।

যখন আপনি ভালবেসে বা অধিকারের জোরে বা রাগের মাথায় প্রিয় মানুষটিকে কষ্টদায়ক কোন কথা বলেই দিলেন, রাত পোহালে সেই আপনি হয়তো Sorry বলছেন।ব
সে বিন্দু মাত্র রাগ না করেই বললো " কোন ব্যাপার না আমি কিছু মনে করিনাই"।
ব্যাচ সব মিটমাট।
হাহাহা
-

আসলে কিছুই মিটে না।
যারা অভিমান, কষ্ট, দুঃখ, রাগ নিয়ন্ত্রন করে রাখে আর বিপরীত রিএক্ট করে It's okay বলে মানাই নিতে পারে ঠিক তারাই একদিন জ্বলে ওঠে। তখন কোন কিছু ঠিক করা সম্ভব হয়না।

তাই আপনার উচিত প্রিয় মানুষটিকে অবহেলা না করা নতুবা এমন কাহকে প্রত্যাসা করা যে আপনাকে শোধরানোর সুযোগ না বরং শোধরানোর পথ দেখাবে।
ভালথাকুন প্রিয় মানুষের প্রিয় মানুষ গুলো।প্রতিটা Sry ওর পিছনের কষ্ট গুলো যেন চাপা না পড়ে।
- লেখা : তাপস সাহা

Saturday, November 10, 2018

অনুপ্রেরণা || Inspiration

অনুপ্রেরণা.
০১)) সবাইকে সব সময় সব কিছু বলা বন্ধ করুন। তা সে যত আপন মানুষই হোক না কেন? কেননা নিজের কস্ট, দুর্বলতা প্রকাশ করা মানে ওই আপন জনের কাছ থেকে কস্ট পাওয়ার জন্য আরেকটা বাঁশঝাড় তৈরি করা।
০২)) নিজেকে অন্যদের সাথে তুলনা বন্ধ করুন।
০৩)) কে আপনাকে নিয়ে কী ভাবল সেটা নিয়ে চিন্তা করা একদম বাদ দিন।
০৪)) অপেক্ষা বন্ধ করে যা করার সেটা নিজেই করে ফেলুন। বিষয় যাই হোক না কেন যা বলতে চান, যা করতে চান সেটা করে ফেলুন ৷
০৫)) প্রিয় মানুষটিকে সন্দেহ করা বন্ধ করুন। নিজের ক্ষমতার ওপরেও সন্দেহ রাখবেন না।
০৬)) নিজের জন্য করুন, অনুভব করার বিষয়টি বাদ দিন। আপনি যেমন আছেন, চমৎকার আছেন। নিজেকে নিয়ে কষ্ট পাবেন না।

০৭)) একা একা বিষণ্ণ হয়ে থাকার অভ্যাসটা বদলে ফেলুন।
০৮)) অপরাধ বোধে ভোগা, কোন কারণে নিজেকে দোষী ভেবে দোষারোপ করতে থাকার ব্যাপারটিও বাদ দিন। অন্যায় আমরা সকলেই করি। পুরনো অন্যায় নিয়ে নিজেকে নতুন বছরে কষ্ট দেবেন না ৷
০৯)) নিজেই নিজের ক্ষতি করবেন না। আপনার শরীর ও মনের ক্ষতি হয়, এমন কাজগুলো বাদ দিন এখন থেকেই।
১০)) জীবনে টাকাই সব, এমন ভাবনাও বাদ দিন। টাকার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ সুখী হওয়া, এই কথায় মন দিন।
১১)) কারো বা পরিস্থিতির চাপে পড়ে সিদ্ধান্ত নেয়া ত্যাগ করুন। সেটাই করুন, যেটা করতে আপনার মন ও মস্তিষ্ক সমর্থন দেয়।
১২)) জীবনের সব কিছুকে প্রতিযোগিতা ভাবা বাদ দিন। একটাই জীবনে, ইঁদুর দৌড়ে সময় নষ্ট করার মানে নেই। নিজের কাজ মন দিয়ে করতে থাকুন, সফলতা অবশ্যই পাবেন।
১৩)) সর্বদা “ হ্যাঁ ” বলার অভ্যাস বাদ দিন। নিজের প্রয়োজনে অন্যকে “ না ” বলতে শিখুন।
১৪)) জীবনে সব কিছু পারফেক্ট হতে হবে। প্রথম চেষ্টাতেই সফল হতে হবে এমনটা ভাববেন না।
১৫)) অন্যের অন্ধ অনুকরণ করা বন্ধ করুন।

------The Eyesore------.

প্রেরণার গল্প পেতে Join
০১)) সবাইকে সব সময় সব কিছু বলা বন্ধ করুন। তা সে যত আপন মানুষই হোক না কেন? কেননা নিজের কস্ট, দুর্বলতা প্রকাশ করা মানে ওই আপন জনের কাছ থেকে কস্ট পাওয়ার জন্য আরেকটা বাঁশঝাড় তৈরি করা।
০২)) নিজেকে অন্যদের সাথে তুলনা বন্ধ করুন।
০৩)) কে আপনাকে নিয়ে কী ভাবল সেটা নিয়ে চিন্তা করা একদম বাদ দিন।
০৪)) অপেক্ষা বন্ধ করে যা করার সেটা নিজেই করে ফেলুন। বিষয় যাই হোক না কেন যা বলতে চান, যা করতে চান সেটা করে ফেলুন ৷
০৫)) প্রিয় মানুষটিকে সন্দেহ করা বন্ধ করুন। নিজের ক্ষমতার ওপরেও সন্দেহ রাখবেন না।
০৬)) নিজের জন্য করুন, অনুভব করার বিষয়টি বাদ দিন। আপনি যেমন আছেন, চমৎকার আছেন। নিজেকে নিয়ে কষ্ট পাবেন না।
০৭)) একা একা বিষণ্ণ হয়ে থাকার অভ্যাসটা বদলে ফেলুন।
০৮)) অপরাধ বোধে ভোগা, কোন কারণে নিজেকে দোষী ভেবে দোষারোপ করতে থাকার ব্যাপারটিও বাদ দিন। অন্যায় আমরা সকলেই করি। পুরনো অন্যায় নিয়ে নিজেকে নতুন বছরে কষ্ট দেবেন না ৷
০৯)) নিজেই নিজের ক্ষতি করবেন না। আপনার শরীর ও মনের ক্ষতি হয়, এমন কাজগুলো বাদ দিন এখন থেকেই।
১০)) জীবনে টাকাই সব, এমন ভাবনাও বাদ দিন। টাকার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ সুখী হওয়া, এই কথায় মন দিন।
১১)) কারো বা পরিস্থিতির চাপে পড়ে সিদ্ধান্ত নেয়া ত্যাগ করুন। সেটাই করুন, যেটা করতে আপনার মন ও মস্তিষ্ক সমর্থন দেয়।
১২)) জীবনের সব কিছুকে প্রতিযোগিতা ভাবা বাদ দিন। একটাই জীবনে, ইঁদুর দৌড়ে সময় নষ্ট করার মানে নেই। নিজের কাজ মন দিয়ে করতে থাকুন, সফলতা অবশ্যই পাবেন।
১৩)) সর্বদা “ হ্যাঁ ” বলার অভ্যাস বাদ দিন। নিজের প্রয়োজনে অন্যকে “ না ” বলতে শিখুন।
১৪)) জীবনে সব কিছু পারফেক্ট হতে হবে। প্রথম চেষ্টাতেই সফল হতে হবে এমনটা ভাববেন না।
১৫)) অন্যের অন্ধ অনুকরণ করা বন্ধ করুন।

------The Eyesore------

সমস্যা থেকে যদি ভাল কিছু হয়।

সমস্যা থেকে যদি ভাল কিছু হয়।
-
গরমে আমরা লেবুর রসের জুস খায়.! একদিন অনেক গরম পড়ছিল। এতো বেশি গরম যে অতীতের সব রেকর্ড ভেঙে দিলো। শরীর টাকে ঠান্ডা করার জন্য আমি লেবুর জুস বানানোর জন্য কিছু লেবু বের করলাম।

এমন সময় আমার বন্ধু আমাকে ফোন দিল। বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি ১ গ্লাস সমপরিমান জলে ৫ টি লেবুর রস দিয়ে দিলাম। যেটা আমার অসচেতন মনের জন্য হয়েছিল।

তারপর আমি যখন লেবুর জুস ট্রাই করলাম সেটা আর খাওয়ার উপযোগী ছিল না। একোটাই তিতো হয়ে গেছিলো সেটা বলার অপেক্ষা রাখে না।

আমি এখন চেষ্টা করলেও জল থেকে লেবুর রস আলাদা করতে পারবো না।। বা কোন ভাবে সব ঠিক রেখে স্বাধ ফিরিয়ে আনতে পারবো না।

আমাদের জীবন টাও এমন।।কিছু সমস্যা কে আমরা এড়িয়ে যেতো পারবো না, কিছু হতাসা থেকে বের হতে পারবো না, কিছু সিদ্ধান্ত নিতে পারবো না।


তাহলে আমরা যেটা করতে পারবো।

১ গ্লাস তিতো লেবুর জলে যদি আরো ৫ গ্লাস জল দিতে পারি তবে সেই স্বাধ কিন্তু আমরা ফিরে পাবো হয়তো আমরা পুরাটা খেতে পারবো না।।তভুও সেটা আরো ৫ জন খেতে পারবে।

দারুন না ব্যাপার টা।
আমাদের কিছু সমস্যা থাকবে, কিছু কষ্ট থাকবে, থাকবে কিছু ভুল সিদ্ধান্ত।।তার জন্য আমাদের চুপ করে থাকলে হবে না।। এই সমস্যা গুলোকে এমন ভাবে দূর করার চেষ্টা করতে হবে যেন সেটা কিছু মানুষের উপকারে আসে।।

সমস্যা এমন ভাবে গ্রহন করা উচিত যেটা থেকে কঠিন শিক্ষা নেওয়া যায়। সমস্যা এমন ভাবে সমাধান করা উচিত যেটা থেকে আরো ৫ জন ভাল থাকতে পার।

সমস্যা আসলেই সেটা Ignor করে হতাস হলে হবে না। Problem তে আমাদের জীবনের Part ভাবতে হবে।

Tapos Saha
-
গরমে আমরা লেবুর রসের জুস খায়.! একদিন অনেক গরম পড়ছিল। এতো বেশি গরম যে অতীতের সব রেকর্ড ভেঙে দিলো। শরীর টাকে ঠান্ডা করার জন্য আমি লেবুর জুস বানানোর জন্য কিছু লেবু বের করলাম।

এমন সময় আমার বন্ধু আমাকে ফোন দিল। বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি ১ গ্লাস সমপরিমান জলে ৫ টি লেবুর রস দিয়ে দিলাম। যেটা আমার অসচেতন মনের জন্য হয়েছিল।

তারপর আমি যখন লেবুর জুস ট্রাই করলাম সেটা আর খাওয়ার উপযোগী ছিল না। একোটাই তিতো হয়ে গেছিলো সেটা বলার অপেক্ষা রাখে না।

আমি এখন চেষ্টা করলেও জল থেকে লেবুর রস আলাদা করতে পারবো না।। বা কোন ভাবে সব ঠিক রেখে স্বাধ ফিরিয়ে আনতে পারবো না।

আমাদের জীবন টাও এমন।।কিছু সমস্যা কে আমরা এড়িয়ে যেতো পারবো না, কিছু হতাসা থেকে বের হতে পারবো না, কিছু সিদ্ধান্ত নিতে পারবো না।

তাহলে আমরা যেটা করতে পারবো।

১ গ্লাস তিতো লেবুর জলে যদি আরো ৫ গ্লাস জল দিতে পারি তবে সেই স্বাধ কিন্তু আমরা ফিরে পাবো হয়তো আমরা পুরাটা খেতে পারবো না।।তভুও সেটা আরো ৫ জন খেতে পারবে।

দারুন না ব্যাপার টা।
আমাদের কিছু সমস্যা থাকবে, কিছু কষ্ট থাকবে, থাকবে কিছু ভুল সিদ্ধান্ত।।তার জন্য আমাদের চুপ করে থাকলে হবে না।। এই সমস্যা গুলোকে এমন ভাবে দূর করার চেষ্টা করতে হবে যেন সেটা কিছু মানুষের উপকারে আসে।।

সমস্যা এমন ভাবে গ্রহন করা উচিত যেটা থেকে কঠিন শিক্ষা নেওয়া যায়। সমস্যা এমন ভাবে সমাধান করা উচিত যেটা থেকে আরো ৫ জন ভাল থাকতে পার।

সমস্যা আসলেই সেটা Ignor করে হতাস হলে হবে না। Problem তে আমাদের জীবনের Part ভাবতে হবে।

Tapos Saha
অনুবাদক 

Wednesday, July 4, 2018

Enjoy All Your Problems সমস্যা গুলোকে উপভোগ করো ।


Enjoy All Your Problems
সমস্যা গুলোকে উপভোগ করো   
প্রতিটি সমস্যার একটি সমাধান থাকে সুতরাং আমরা কেন সমস্যাকে ঘৃনা  করবো ? কেন আমরা ঝগড়া বিহীন অস্তিত্ব আশা করবো যখন কেহ  মানসিক ভাবে অসুস্ত থাকে, কেন আমরা বলিসে সমস্যায় ভুগছে ?“
গভীর ভাবে চিন্তা কর , কোথায় আমাদের  জ্ঞান জাগ্রন হবে , আমরা জানি যে সমস্যা আমাদের সবার জন্য ভাল যখন আমার মেয়ের শিক্ষকের সাথে একটা ঘরে কথা বলি , তখন সে বলেআপনার মেয়ে গনিতে অনেক ধরনের সমস্যা করে যেটা সে গত বছরে সমাধান করছে তখন আমি বলিএটা তো চমৎকার
কেন আমি ভাবলাম এটা চমৎকার , যখন আমার মেয়ে বেশি সমস্যার সম্মুখিন হয় এবং সে সমাধান করে
কিন্তু যদি আমি ভাবতাম সমস্যা তো সমস্যাই ?
তাহলে ?

কারণ আমি জানি যেকোন কারণে সমস্যা আমার বাচ্চাদের জন্য ভাল
সমস্যা সমাধানের মাধ্যমে আমার বাচ্চা গুলো আরো বেশি আত্মসচ্ছল হয়ে উঠবে তারা তাদের মনকে আরো বেশি বিশ্বাস করতে শিখবে ভবিষ্যতে তারা নিজেদের কে একজন সমস্যা সমাধানকারী হিসাবে দেখবে
আমাদের নিজেদের সমসস্য নিয়ে কিছু কুসংস্কার আছে আমাদের প্রবনতা আমরা বরং সেগুলো সমাধান না করে , সেগুলো থেকে দূরে  থাকি
আমাদের আছে কিছু অমঙ্গলজনক সমস্যা , যেমন ধরুন আমাদের খারাপ ফলাফলের নথী যেগুলো সবসময় আমাদের খাটের নিচে থাকে
যখন মানুষ  তাদের সমস্যা নিয়ে কিংবদন্তী বীমা দানব খাত ডব্ল ক্লিমেন্ট স্টনের কাছে আসতো,
সে তখন চিৎকার করে বলতো  তোমরা আনেক সমস্যার দেখা পেয়েছো , এটা অনেক চমৎকার
এটা ভাল ছিল যে সময় সে কাহকে গুলি করে হত্যা করনি , সমস্যা নিয়ে চলা আমাদের এই কুসংস্কার নিয়ে
কিন্ত সমস্যা সবসময় আমাদের জন্য ভয়ংকর নয় সমস্যা অভিষাপ নয় সমস্যা খুব সাধারণ একটা কটিন খেলা একটা খেলোয়ারের জন্য, একটা মনেরখেলা
আর একজন সত্যিকারের খেলোয়ার সবসময় চায় খেলাটা যেন দীর্ঘ সময় ধরে চলে
The Road Less traveled  বই তে বলা আছেসমস্যা হল সাহস   জ্ঞানের সামনের দিক
সব থেকে ভাল রাস্থা হল সমস্যা গ্রস্থ পথে খুব দ্রত অভিগমন করা যেমন টা তুমি দাবা খেলতে বস কর অথবা যেটা তুমি বাসকেট বল খেলতে দ্রুত চ্যালেন্স ছুড়ে দা্ও
আমার খেলার একটা প্রিয় পথ হল সমস্যার সাথে পথ চলা , বিশেষ করে যখন দেখি আমি হতাস হয়ে যাই তখন আমি নিজেকে প্রশ্ন করিএই সমস্যা সমাধানের জন্য মজাদার পথ টা কি  ? কি হতে পারে একটা হাস্য উজ্জ্বল সমাধান
এই প্রশ্ন আমার কখনো ব্যর্থ হতে দেইনাই বরং পেয়েছি নতুন চিন্তার প্রন্থা
Richard Batch যিনি Illusions গ্রন্থের লেখক, তিনি বলেছেনসমস্যাই জীবন
Dr. Andrew Weil বলেছেন  অসুস্ততা হল একটা উপহার “ “ কারণ অসুস্ততা হলএক ধরণের শক্তিশালী কর্ম প্রেরণা পরবির্তনের জন্য
যদি তুমি ভাব তোমার সমস্যা তোমার অভিষাপ ত্হলে এই প্রেরণা খুজে পেতে অনেক কষ্ট হবে যদি তুমি সুযোগ কে ভালবাসতে পার, ত্হলে আত্মপ্রেরণা বৃদিধ পাবে

Book : 100 ways to motivate Yourself
Author : Chandler, Steve
Bangla Trs : Tapos Saha