Change
Yourself First
আগে
নিজেকে পরিবর্তন
করো ।
অন্যকে
পরিবর্তন
করতে যেওনা ।এটা ভাল কাজ করবে না ।এটা চেষ্টা করতে করতে তুমি শুধু তোমার সময় কে নষ্ট করবা ।বেশির ভাগ মানুষ তার বেশির ভাগ সময় নষ্ট করে অন্যকে পরিবর্তন করাতে ।
আমরা
মনে করি আমরা তাদের এভাবে পরিবর্তন করাবো যেটা তাদের আরো ভাল ভাবে সজ্জিত করে আমাদের কে সুখি রাখতে ।
এটা
বাস্তবিক
অর্থে সত্য আমাদের বাচ্চাদের ক্ষেত্রে ।আমরা অনেক সময় ধরে আমাদের বাচ্চাদের সাথে বকবক করি ,যেটা আমরা ভাবি তাদের পরবির্তন হওয়া উচিত ।
কিন্তু
বাচ্চারা
ঐটা শেখে না যেটা আমরা মুখে বলি তারা ওটাই শেখে যেটা আমরা করে থাকি ।
এখনকার
বাচ্চাদের
সাথে কথা বলতে গেলে তারা আমাদের কথা শোনে ঠিকি কিন্তু তাদের পরিবর্তন হওয়ার কথা শোনার পর প্রাইয় বলে “ হ্যা ,একদম ঠিক
“।
আমি মনে করি তারা এই বাক্য টি পেয়েছে বার্ট শিম্পসন ( একজন লোক হয়তো ) এর থেকে ।
এটার
সংক্ষেপ হল “আমি শুনছি না যেটা তুমি বলছো, আমি শুনতে চাচ্ছি তুমি কোনটা কর । “
গান্ধী
হয়তো এই নিরর্থক কাজ টায় করার জন্য সুর বাধতেন ।তখন গান্ধী হয়তো বেশি দায়িত্ববান ছিলেন মানুসকে পরবির্তনের জন্য , আমাদের যুগের মানুষদের থেকে ।
তিনি
এটা কিভাবে করতেন ? তার একটা গভীর ফর্মুলা ছিল ।
প্রাই
মানুষ তার নিকট আসতো আর জিজ্ঞাস করতো , কিভাবে তারা অন্যদের পরিবর্তন করবে ।
কেহ
কেহ বলতো ” আমি আপনার সাথে একমত এই অহিংসার লক্ষে , কিন্তু অন্যরা , তারা তো চাইনা । কিভাবে আমি তাদের পরিবর্তন করবো ? :
এবং
গান্ধী তাদের বলতনে তারা পারবেনা ।তিনি বলতেন তারা কখনো অন্যদের পরিবর্তন করতে পারবে না ।
গান্ধী
বলেছিলেন
” অন্যের মাঝে তুমি যে পরিবর্তন টা দেখতে চাও , নিজেকে সেই ভাবে পরিবর্তন কর ।” আমার ব্যক্তিগত সেমিনারে আমি সম্ভাবত এই উক্তিটি অন্যেদের থেকে বেশিবার ব্যবহার করে থাকি ।
আমি
বার বার জিজ্ঞাসা করি
“ কিভাবে
আমি আমার স্বামিকে পরিবর্তন করবো
অথবা
, “কিভাবে
আমি আমার স্ত্রী কে পরিবর্তন করবো ?” অথবা “ কিভাবে আমি আমার টিনএজার ( ১৩/১৪ বছরের কিশোর –কিশোরি ) কে পরিবর্তন করবো
“
মানুষ
যে এই সেমিনার টা থেকে আত্ম প্রেরণা নিতে চায়, এই সেমিনার চলাকালিন তারা হয়তো এই নীত ও ধারণার সাথে পুরাপুরি ভাবে একমত হবেন ।তারপর তারা ভাবতে শুরু করবে , যারা কিছু কিনতে পারেনা তাদের সম্বন্ধে ।
তারপর
যখন প্রশ্ন- উত্তর পর্ব শুরু হয় তখনি তাদের প্রশ্ন থাকে ঐ গরীব মানুষদের নিয়ে । তারা বলে , কিভাবে আমরা ঐ গরীবদের পরিবর্তন করবো ?
তখন
আমি গান্ধীর ঐ উক্তিটি বলি : ” অন্যের মাঝে তুমি যে পরিবর্তন টা দেখতে চাও , নিজেকে সেই ভাবে পরিবর্তন কর ।”
তাদের
থেকে তুমি কি প্রত্যাসা কর ?তুমি তাদের প্রেরণা দিবে ।আসলে কি হয় তোমার লেকসার বা উপদেশ শুনবে না ।তারা চাই প্রেরনা দিয়ে চালিত হতে ।
সেলস
ম্যানেজার
বারবার জিজ্ঞাস করতেন কিভাবে সে কিছু সুদিষ্ট বিক্রয় কর্মী পেতে পারে যারা
আত্ম
প্রেরণা মূলক কাজ করবে ।আমি তাকে বলেছিলাম
আগে
আপনিসেলস
পারসন ( বিক্রয় কর্মী ) হন যেমন টা আপনি দেখতে চান ।তারপর একদিন একটা ফোন কলে তাদের ( বিক্রয় কর্মী ) ডাকেন । তারপর তাদের আপনাকে দেখতে বলেন । কিন্তু
খবরদার
তাদের এটা বলবেন না যে তাদের কে অনুপ্রানিত করতে আপনি তাদের ডাকছেন ।
অনেক
আগে আমি একটা কনসার্টে গিয়েছিলাম । সেখানে একটা গান গাওয়া হচ্ছিল à চল পৃথিবীর বুকে সুখ ছড়িয়ে দেয় । গানের কথ্ গুলো এমন -
চল পৃথিবীর বুকে সুখ ছড়িয়ে দেয় এবং নিজের থেকে প্রথম শুরু করি ।
সত্য
আমি জ্বল জ্বল করছিলাম যখন আমি গান টা শুনছিলাম । সত্যি এটা অনেক সুন্দর একটা প্রকাশ পরিবর্তনের । ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে এই বিরল কাজ অঙ্কিত থাকবে বর্তমান যুবকদের মাঝে।
( এটা আমার তৃতীয় বাংলা অনুবাদ )
ভুল
হোক তভুও কিবোর্ডের সাথে তাল মিলাতে এটা আমার জন্য সত্যি অনেক উপকারী ।
13/06/18
No comments:
Post a Comment
Thanks