বর্তমান দেশ কোস দিকে যাচ্ছে ?
সরকার গতকাল রাতে তেলের দাম বৃদ্ধি করে প্রজ্ঞাপণ জারি করেছে । কিন্তু এবার সুয়াবিন তেল নয় ,বাড়ানো হয়েছে ডিজেল , পেট্রোল , অকটেনের দাম । খুব সিগ্রহ হয়তো পানি , বিদ্যুৎ আর গ্যাসের দাম বৃদ্ধি পাবে এটা এক প্রকার সুনিশ্চতি । তার মানে গরীব মানুষের জীবনযাত্রার মান কোথায় নেমে যাচ্ছে ?
প্রতি দু- এক মাস পরপর উন্নয়ন বোঝাতে জিডিপি আর মাথাপিছূ আয় দিয়ে জনগণের মন বোঝানো হতো । তাতে আবার কিছু সহমত ভাই বলা পাবলিগ এটা নিয়ে প্রশংসা করতো । আর একটা বড় উন্নয়ন দেখানোর জায়গা হলো রেমিটেন্স আর বৈদেশিক মুদ্ররি রির্জার্ভ । কিন্তু এই দুইটার এখন বেহাল দশা । কারণ রেমিটেন্স এর সাথে রির্জার্ভ এর বড় সম্পর্ক আছে ।
এখন একটা দোষ দেওয়া হচ্ছে রাশিয়া - ইউক্রেন যুদ্ধ । সকল দেশের একই অবস্থা বিরাজ করছে । কথা হলো একটা ভিতরের খবর কি ?/ আসলে আমাদের রির্জার্ভ ঠিক কত আছে ? আমাদের সঠিক মাথাপিছু আয় কত ?? প্রবৃদ্ধি কি আসলে ঠিক আছে ?/ ব্যাংক গুলা কি সত্যি দেওলিয়া হয়ে যাবে ?
সাধারণ মানুষের এসব প্রশ্ন গুলার উত্তর জানার অধিকার আছে । কারন সচেতন হতে গেলে তাদের তো সঠিক জিনিষ টা জানতে হবে ।ভুল ভাল শিখালে বিপদে পড়বে সেই গরীব , দিন আনা দিন খাওয়া মানুস গুলা । বড় লোকের আয় আছে , বড় লোক কোটি কোটি টাকা ব্যাংক ঋন নিয়ে গায়েব হয়ে গেলেও তাদের সরকার ছেড়ে দেয় । গরীব এর তো ঋণ ই দেয় না ।
যত মব চাপ গরীবের উপর দিয়ে ::
সামনে আমাদের জন্য খুব খারাপ সময় যে আসছেেএটা কিন্তু একদম সত্য কথা ।মানুষ কে সত্য বলে সচেতন করুন । গ্রামের খেটে খাওয়া মানুষ টা মুদ্রাস্ফীতি বোঝে না , বোঝে না রামিয়া ইউক্রেন যুদ্ধ , তাদের বিলাসবহুল বাড়ি করার ইচ্ছা নায় । তাদের যেন দু মুটো ভাত কপালে জোটে সেটা ব্যবস্থা করুন ।
সব জুলূম ঐ খেটে েখাওয়া মানুষের উপর ।সারা দেশে েএক ঘন্টা বিদ্যুৎ বন্ধ হওয়ার কথা থাকলেও গ্রামের মানুষ ৮ থেকে ৯ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না । তাদের আপরাধ টা কোথায় । ওরা তো সারাদিন রোদে পুড়ে , তাপ সহ্য করে , ক্লান্ত সন্ধ্যায় বাড়ি ফিরে গা এলিয়ে দিতে চায় ফ্যানের নিচে । সেটার উপর আপনাদের নজর পড়েছে । অথচো সরকারি আমলারা তো গাড়ি স্টার্ট দিয়ে এসি অন রেখে ৈমিটিং করে ।
অফিসের সব স্থানে এসি চলে >>>>>>>>>>>>>>>>>>>>>>>>
চলুক। সর্বশেষ একটা কথা । গরীব যেন না মরে ।