Saturday, November 10, 2018

অনুপ্রেরণা || Inspiration

অনুপ্রেরণা.
০১)) সবাইকে সব সময় সব কিছু বলা বন্ধ করুন। তা সে যত আপন মানুষই হোক না কেন? কেননা নিজের কস্ট, দুর্বলতা প্রকাশ করা মানে ওই আপন জনের কাছ থেকে কস্ট পাওয়ার জন্য আরেকটা বাঁশঝাড় তৈরি করা।
০২)) নিজেকে অন্যদের সাথে তুলনা বন্ধ করুন।
০৩)) কে আপনাকে নিয়ে কী ভাবল সেটা নিয়ে চিন্তা করা একদম বাদ দিন।
০৪)) অপেক্ষা বন্ধ করে যা করার সেটা নিজেই করে ফেলুন। বিষয় যাই হোক না কেন যা বলতে চান, যা করতে চান সেটা করে ফেলুন ৷
০৫)) প্রিয় মানুষটিকে সন্দেহ করা বন্ধ করুন। নিজের ক্ষমতার ওপরেও সন্দেহ রাখবেন না।
০৬)) নিজের জন্য করুন, অনুভব করার বিষয়টি বাদ দিন। আপনি যেমন আছেন, চমৎকার আছেন। নিজেকে নিয়ে কষ্ট পাবেন না।

০৭)) একা একা বিষণ্ণ হয়ে থাকার অভ্যাসটা বদলে ফেলুন।
০৮)) অপরাধ বোধে ভোগা, কোন কারণে নিজেকে দোষী ভেবে দোষারোপ করতে থাকার ব্যাপারটিও বাদ দিন। অন্যায় আমরা সকলেই করি। পুরনো অন্যায় নিয়ে নিজেকে নতুন বছরে কষ্ট দেবেন না ৷
০৯)) নিজেই নিজের ক্ষতি করবেন না। আপনার শরীর ও মনের ক্ষতি হয়, এমন কাজগুলো বাদ দিন এখন থেকেই।
১০)) জীবনে টাকাই সব, এমন ভাবনাও বাদ দিন। টাকার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ সুখী হওয়া, এই কথায় মন দিন।
১১)) কারো বা পরিস্থিতির চাপে পড়ে সিদ্ধান্ত নেয়া ত্যাগ করুন। সেটাই করুন, যেটা করতে আপনার মন ও মস্তিষ্ক সমর্থন দেয়।
১২)) জীবনের সব কিছুকে প্রতিযোগিতা ভাবা বাদ দিন। একটাই জীবনে, ইঁদুর দৌড়ে সময় নষ্ট করার মানে নেই। নিজের কাজ মন দিয়ে করতে থাকুন, সফলতা অবশ্যই পাবেন।
১৩)) সর্বদা “ হ্যাঁ ” বলার অভ্যাস বাদ দিন। নিজের প্রয়োজনে অন্যকে “ না ” বলতে শিখুন।
১৪)) জীবনে সব কিছু পারফেক্ট হতে হবে। প্রথম চেষ্টাতেই সফল হতে হবে এমনটা ভাববেন না।
১৫)) অন্যের অন্ধ অনুকরণ করা বন্ধ করুন।

------The Eyesore------.

প্রেরণার গল্প পেতে Join
০১)) সবাইকে সব সময় সব কিছু বলা বন্ধ করুন। তা সে যত আপন মানুষই হোক না কেন? কেননা নিজের কস্ট, দুর্বলতা প্রকাশ করা মানে ওই আপন জনের কাছ থেকে কস্ট পাওয়ার জন্য আরেকটা বাঁশঝাড় তৈরি করা।
০২)) নিজেকে অন্যদের সাথে তুলনা বন্ধ করুন।
০৩)) কে আপনাকে নিয়ে কী ভাবল সেটা নিয়ে চিন্তা করা একদম বাদ দিন।
০৪)) অপেক্ষা বন্ধ করে যা করার সেটা নিজেই করে ফেলুন। বিষয় যাই হোক না কেন যা বলতে চান, যা করতে চান সেটা করে ফেলুন ৷
০৫)) প্রিয় মানুষটিকে সন্দেহ করা বন্ধ করুন। নিজের ক্ষমতার ওপরেও সন্দেহ রাখবেন না।
০৬)) নিজের জন্য করুন, অনুভব করার বিষয়টি বাদ দিন। আপনি যেমন আছেন, চমৎকার আছেন। নিজেকে নিয়ে কষ্ট পাবেন না।
০৭)) একা একা বিষণ্ণ হয়ে থাকার অভ্যাসটা বদলে ফেলুন।
০৮)) অপরাধ বোধে ভোগা, কোন কারণে নিজেকে দোষী ভেবে দোষারোপ করতে থাকার ব্যাপারটিও বাদ দিন। অন্যায় আমরা সকলেই করি। পুরনো অন্যায় নিয়ে নিজেকে নতুন বছরে কষ্ট দেবেন না ৷
০৯)) নিজেই নিজের ক্ষতি করবেন না। আপনার শরীর ও মনের ক্ষতি হয়, এমন কাজগুলো বাদ দিন এখন থেকেই।
১০)) জীবনে টাকাই সব, এমন ভাবনাও বাদ দিন। টাকার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ সুখী হওয়া, এই কথায় মন দিন।
১১)) কারো বা পরিস্থিতির চাপে পড়ে সিদ্ধান্ত নেয়া ত্যাগ করুন। সেটাই করুন, যেটা করতে আপনার মন ও মস্তিষ্ক সমর্থন দেয়।
১২)) জীবনের সব কিছুকে প্রতিযোগিতা ভাবা বাদ দিন। একটাই জীবনে, ইঁদুর দৌড়ে সময় নষ্ট করার মানে নেই। নিজের কাজ মন দিয়ে করতে থাকুন, সফলতা অবশ্যই পাবেন।
১৩)) সর্বদা “ হ্যাঁ ” বলার অভ্যাস বাদ দিন। নিজের প্রয়োজনে অন্যকে “ না ” বলতে শিখুন।
১৪)) জীবনে সব কিছু পারফেক্ট হতে হবে। প্রথম চেষ্টাতেই সফল হতে হবে এমনটা ভাববেন না।
১৫)) অন্যের অন্ধ অনুকরণ করা বন্ধ করুন।

------The Eyesore------

সমস্যা থেকে যদি ভাল কিছু হয়।

সমস্যা থেকে যদি ভাল কিছু হয়।
-
গরমে আমরা লেবুর রসের জুস খায়.! একদিন অনেক গরম পড়ছিল। এতো বেশি গরম যে অতীতের সব রেকর্ড ভেঙে দিলো। শরীর টাকে ঠান্ডা করার জন্য আমি লেবুর জুস বানানোর জন্য কিছু লেবু বের করলাম।

এমন সময় আমার বন্ধু আমাকে ফোন দিল। বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি ১ গ্লাস সমপরিমান জলে ৫ টি লেবুর রস দিয়ে দিলাম। যেটা আমার অসচেতন মনের জন্য হয়েছিল।

তারপর আমি যখন লেবুর জুস ট্রাই করলাম সেটা আর খাওয়ার উপযোগী ছিল না। একোটাই তিতো হয়ে গেছিলো সেটা বলার অপেক্ষা রাখে না।

আমি এখন চেষ্টা করলেও জল থেকে লেবুর রস আলাদা করতে পারবো না।। বা কোন ভাবে সব ঠিক রেখে স্বাধ ফিরিয়ে আনতে পারবো না।

আমাদের জীবন টাও এমন।।কিছু সমস্যা কে আমরা এড়িয়ে যেতো পারবো না, কিছু হতাসা থেকে বের হতে পারবো না, কিছু সিদ্ধান্ত নিতে পারবো না।


তাহলে আমরা যেটা করতে পারবো।

১ গ্লাস তিতো লেবুর জলে যদি আরো ৫ গ্লাস জল দিতে পারি তবে সেই স্বাধ কিন্তু আমরা ফিরে পাবো হয়তো আমরা পুরাটা খেতে পারবো না।।তভুও সেটা আরো ৫ জন খেতে পারবে।

দারুন না ব্যাপার টা।
আমাদের কিছু সমস্যা থাকবে, কিছু কষ্ট থাকবে, থাকবে কিছু ভুল সিদ্ধান্ত।।তার জন্য আমাদের চুপ করে থাকলে হবে না।। এই সমস্যা গুলোকে এমন ভাবে দূর করার চেষ্টা করতে হবে যেন সেটা কিছু মানুষের উপকারে আসে।।

সমস্যা এমন ভাবে গ্রহন করা উচিত যেটা থেকে কঠিন শিক্ষা নেওয়া যায়। সমস্যা এমন ভাবে সমাধান করা উচিত যেটা থেকে আরো ৫ জন ভাল থাকতে পার।

সমস্যা আসলেই সেটা Ignor করে হতাস হলে হবে না। Problem তে আমাদের জীবনের Part ভাবতে হবে।

Tapos Saha
-
গরমে আমরা লেবুর রসের জুস খায়.! একদিন অনেক গরম পড়ছিল। এতো বেশি গরম যে অতীতের সব রেকর্ড ভেঙে দিলো। শরীর টাকে ঠান্ডা করার জন্য আমি লেবুর জুস বানানোর জন্য কিছু লেবু বের করলাম।

এমন সময় আমার বন্ধু আমাকে ফোন দিল। বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি ১ গ্লাস সমপরিমান জলে ৫ টি লেবুর রস দিয়ে দিলাম। যেটা আমার অসচেতন মনের জন্য হয়েছিল।

তারপর আমি যখন লেবুর জুস ট্রাই করলাম সেটা আর খাওয়ার উপযোগী ছিল না। একোটাই তিতো হয়ে গেছিলো সেটা বলার অপেক্ষা রাখে না।

আমি এখন চেষ্টা করলেও জল থেকে লেবুর রস আলাদা করতে পারবো না।। বা কোন ভাবে সব ঠিক রেখে স্বাধ ফিরিয়ে আনতে পারবো না।

আমাদের জীবন টাও এমন।।কিছু সমস্যা কে আমরা এড়িয়ে যেতো পারবো না, কিছু হতাসা থেকে বের হতে পারবো না, কিছু সিদ্ধান্ত নিতে পারবো না।

তাহলে আমরা যেটা করতে পারবো।

১ গ্লাস তিতো লেবুর জলে যদি আরো ৫ গ্লাস জল দিতে পারি তবে সেই স্বাধ কিন্তু আমরা ফিরে পাবো হয়তো আমরা পুরাটা খেতে পারবো না।।তভুও সেটা আরো ৫ জন খেতে পারবে।

দারুন না ব্যাপার টা।
আমাদের কিছু সমস্যা থাকবে, কিছু কষ্ট থাকবে, থাকবে কিছু ভুল সিদ্ধান্ত।।তার জন্য আমাদের চুপ করে থাকলে হবে না।। এই সমস্যা গুলোকে এমন ভাবে দূর করার চেষ্টা করতে হবে যেন সেটা কিছু মানুষের উপকারে আসে।।

সমস্যা এমন ভাবে গ্রহন করা উচিত যেটা থেকে কঠিন শিক্ষা নেওয়া যায়। সমস্যা এমন ভাবে সমাধান করা উচিত যেটা থেকে আরো ৫ জন ভাল থাকতে পার।

সমস্যা আসলেই সেটা Ignor করে হতাস হলে হবে না। Problem তে আমাদের জীবনের Part ভাবতে হবে।

Tapos Saha
অনুবাদক