Saturday, November 10, 2018

অনুপ্রেরণা || Inspiration

অনুপ্রেরণা.
০১)) সবাইকে সব সময় সব কিছু বলা বন্ধ করুন। তা সে যত আপন মানুষই হোক না কেন? কেননা নিজের কস্ট, দুর্বলতা প্রকাশ করা মানে ওই আপন জনের কাছ থেকে কস্ট পাওয়ার জন্য আরেকটা বাঁশঝাড় তৈরি করা।
০২)) নিজেকে অন্যদের সাথে তুলনা বন্ধ করুন।
০৩)) কে আপনাকে নিয়ে কী ভাবল সেটা নিয়ে চিন্তা করা একদম বাদ দিন।
০৪)) অপেক্ষা বন্ধ করে যা করার সেটা নিজেই করে ফেলুন। বিষয় যাই হোক না কেন যা বলতে চান, যা করতে চান সেটা করে ফেলুন ৷
০৫)) প্রিয় মানুষটিকে সন্দেহ করা বন্ধ করুন। নিজের ক্ষমতার ওপরেও সন্দেহ রাখবেন না।
০৬)) নিজের জন্য করুন, অনুভব করার বিষয়টি বাদ দিন। আপনি যেমন আছেন, চমৎকার আছেন। নিজেকে নিয়ে কষ্ট পাবেন না।

০৭)) একা একা বিষণ্ণ হয়ে থাকার অভ্যাসটা বদলে ফেলুন।
০৮)) অপরাধ বোধে ভোগা, কোন কারণে নিজেকে দোষী ভেবে দোষারোপ করতে থাকার ব্যাপারটিও বাদ দিন। অন্যায় আমরা সকলেই করি। পুরনো অন্যায় নিয়ে নিজেকে নতুন বছরে কষ্ট দেবেন না ৷
০৯)) নিজেই নিজের ক্ষতি করবেন না। আপনার শরীর ও মনের ক্ষতি হয়, এমন কাজগুলো বাদ দিন এখন থেকেই।
১০)) জীবনে টাকাই সব, এমন ভাবনাও বাদ দিন। টাকার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ সুখী হওয়া, এই কথায় মন দিন।
১১)) কারো বা পরিস্থিতির চাপে পড়ে সিদ্ধান্ত নেয়া ত্যাগ করুন। সেটাই করুন, যেটা করতে আপনার মন ও মস্তিষ্ক সমর্থন দেয়।
১২)) জীবনের সব কিছুকে প্রতিযোগিতা ভাবা বাদ দিন। একটাই জীবনে, ইঁদুর দৌড়ে সময় নষ্ট করার মানে নেই। নিজের কাজ মন দিয়ে করতে থাকুন, সফলতা অবশ্যই পাবেন।
১৩)) সর্বদা “ হ্যাঁ ” বলার অভ্যাস বাদ দিন। নিজের প্রয়োজনে অন্যকে “ না ” বলতে শিখুন।
১৪)) জীবনে সব কিছু পারফেক্ট হতে হবে। প্রথম চেষ্টাতেই সফল হতে হবে এমনটা ভাববেন না।
১৫)) অন্যের অন্ধ অনুকরণ করা বন্ধ করুন।

------The Eyesore------.

প্রেরণার গল্প পেতে Join
০১)) সবাইকে সব সময় সব কিছু বলা বন্ধ করুন। তা সে যত আপন মানুষই হোক না কেন? কেননা নিজের কস্ট, দুর্বলতা প্রকাশ করা মানে ওই আপন জনের কাছ থেকে কস্ট পাওয়ার জন্য আরেকটা বাঁশঝাড় তৈরি করা।
০২)) নিজেকে অন্যদের সাথে তুলনা বন্ধ করুন।
০৩)) কে আপনাকে নিয়ে কী ভাবল সেটা নিয়ে চিন্তা করা একদম বাদ দিন।
০৪)) অপেক্ষা বন্ধ করে যা করার সেটা নিজেই করে ফেলুন। বিষয় যাই হোক না কেন যা বলতে চান, যা করতে চান সেটা করে ফেলুন ৷
০৫)) প্রিয় মানুষটিকে সন্দেহ করা বন্ধ করুন। নিজের ক্ষমতার ওপরেও সন্দেহ রাখবেন না।
০৬)) নিজের জন্য করুন, অনুভব করার বিষয়টি বাদ দিন। আপনি যেমন আছেন, চমৎকার আছেন। নিজেকে নিয়ে কষ্ট পাবেন না।
০৭)) একা একা বিষণ্ণ হয়ে থাকার অভ্যাসটা বদলে ফেলুন।
০৮)) অপরাধ বোধে ভোগা, কোন কারণে নিজেকে দোষী ভেবে দোষারোপ করতে থাকার ব্যাপারটিও বাদ দিন। অন্যায় আমরা সকলেই করি। পুরনো অন্যায় নিয়ে নিজেকে নতুন বছরে কষ্ট দেবেন না ৷
০৯)) নিজেই নিজের ক্ষতি করবেন না। আপনার শরীর ও মনের ক্ষতি হয়, এমন কাজগুলো বাদ দিন এখন থেকেই।
১০)) জীবনে টাকাই সব, এমন ভাবনাও বাদ দিন। টাকার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ সুখী হওয়া, এই কথায় মন দিন।
১১)) কারো বা পরিস্থিতির চাপে পড়ে সিদ্ধান্ত নেয়া ত্যাগ করুন। সেটাই করুন, যেটা করতে আপনার মন ও মস্তিষ্ক সমর্থন দেয়।
১২)) জীবনের সব কিছুকে প্রতিযোগিতা ভাবা বাদ দিন। একটাই জীবনে, ইঁদুর দৌড়ে সময় নষ্ট করার মানে নেই। নিজের কাজ মন দিয়ে করতে থাকুন, সফলতা অবশ্যই পাবেন।
১৩)) সর্বদা “ হ্যাঁ ” বলার অভ্যাস বাদ দিন। নিজের প্রয়োজনে অন্যকে “ না ” বলতে শিখুন।
১৪)) জীবনে সব কিছু পারফেক্ট হতে হবে। প্রথম চেষ্টাতেই সফল হতে হবে এমনটা ভাববেন না।
১৫)) অন্যের অন্ধ অনুকরণ করা বন্ধ করুন।

------The Eyesore------

সমস্যা থেকে যদি ভাল কিছু হয়।

সমস্যা থেকে যদি ভাল কিছু হয়।
-
গরমে আমরা লেবুর রসের জুস খায়.! একদিন অনেক গরম পড়ছিল। এতো বেশি গরম যে অতীতের সব রেকর্ড ভেঙে দিলো। শরীর টাকে ঠান্ডা করার জন্য আমি লেবুর জুস বানানোর জন্য কিছু লেবু বের করলাম।

এমন সময় আমার বন্ধু আমাকে ফোন দিল। বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি ১ গ্লাস সমপরিমান জলে ৫ টি লেবুর রস দিয়ে দিলাম। যেটা আমার অসচেতন মনের জন্য হয়েছিল।

তারপর আমি যখন লেবুর জুস ট্রাই করলাম সেটা আর খাওয়ার উপযোগী ছিল না। একোটাই তিতো হয়ে গেছিলো সেটা বলার অপেক্ষা রাখে না।

আমি এখন চেষ্টা করলেও জল থেকে লেবুর রস আলাদা করতে পারবো না।। বা কোন ভাবে সব ঠিক রেখে স্বাধ ফিরিয়ে আনতে পারবো না।

আমাদের জীবন টাও এমন।।কিছু সমস্যা কে আমরা এড়িয়ে যেতো পারবো না, কিছু হতাসা থেকে বের হতে পারবো না, কিছু সিদ্ধান্ত নিতে পারবো না।


তাহলে আমরা যেটা করতে পারবো।

১ গ্লাস তিতো লেবুর জলে যদি আরো ৫ গ্লাস জল দিতে পারি তবে সেই স্বাধ কিন্তু আমরা ফিরে পাবো হয়তো আমরা পুরাটা খেতে পারবো না।।তভুও সেটা আরো ৫ জন খেতে পারবে।

দারুন না ব্যাপার টা।
আমাদের কিছু সমস্যা থাকবে, কিছু কষ্ট থাকবে, থাকবে কিছু ভুল সিদ্ধান্ত।।তার জন্য আমাদের চুপ করে থাকলে হবে না।। এই সমস্যা গুলোকে এমন ভাবে দূর করার চেষ্টা করতে হবে যেন সেটা কিছু মানুষের উপকারে আসে।।

সমস্যা এমন ভাবে গ্রহন করা উচিত যেটা থেকে কঠিন শিক্ষা নেওয়া যায়। সমস্যা এমন ভাবে সমাধান করা উচিত যেটা থেকে আরো ৫ জন ভাল থাকতে পার।

সমস্যা আসলেই সেটা Ignor করে হতাস হলে হবে না। Problem তে আমাদের জীবনের Part ভাবতে হবে।

Tapos Saha
-
গরমে আমরা লেবুর রসের জুস খায়.! একদিন অনেক গরম পড়ছিল। এতো বেশি গরম যে অতীতের সব রেকর্ড ভেঙে দিলো। শরীর টাকে ঠান্ডা করার জন্য আমি লেবুর জুস বানানোর জন্য কিছু লেবু বের করলাম।

এমন সময় আমার বন্ধু আমাকে ফোন দিল। বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি ১ গ্লাস সমপরিমান জলে ৫ টি লেবুর রস দিয়ে দিলাম। যেটা আমার অসচেতন মনের জন্য হয়েছিল।

তারপর আমি যখন লেবুর জুস ট্রাই করলাম সেটা আর খাওয়ার উপযোগী ছিল না। একোটাই তিতো হয়ে গেছিলো সেটা বলার অপেক্ষা রাখে না।

আমি এখন চেষ্টা করলেও জল থেকে লেবুর রস আলাদা করতে পারবো না।। বা কোন ভাবে সব ঠিক রেখে স্বাধ ফিরিয়ে আনতে পারবো না।

আমাদের জীবন টাও এমন।।কিছু সমস্যা কে আমরা এড়িয়ে যেতো পারবো না, কিছু হতাসা থেকে বের হতে পারবো না, কিছু সিদ্ধান্ত নিতে পারবো না।

তাহলে আমরা যেটা করতে পারবো।

১ গ্লাস তিতো লেবুর জলে যদি আরো ৫ গ্লাস জল দিতে পারি তবে সেই স্বাধ কিন্তু আমরা ফিরে পাবো হয়তো আমরা পুরাটা খেতে পারবো না।।তভুও সেটা আরো ৫ জন খেতে পারবে।

দারুন না ব্যাপার টা।
আমাদের কিছু সমস্যা থাকবে, কিছু কষ্ট থাকবে, থাকবে কিছু ভুল সিদ্ধান্ত।।তার জন্য আমাদের চুপ করে থাকলে হবে না।। এই সমস্যা গুলোকে এমন ভাবে দূর করার চেষ্টা করতে হবে যেন সেটা কিছু মানুষের উপকারে আসে।।

সমস্যা এমন ভাবে গ্রহন করা উচিত যেটা থেকে কঠিন শিক্ষা নেওয়া যায়। সমস্যা এমন ভাবে সমাধান করা উচিত যেটা থেকে আরো ৫ জন ভাল থাকতে পার।

সমস্যা আসলেই সেটা Ignor করে হতাস হলে হবে না। Problem তে আমাদের জীবনের Part ভাবতে হবে।

Tapos Saha
অনুবাদক 

Wednesday, July 4, 2018

Enjoy All Your Problems সমস্যা গুলোকে উপভোগ করো ।


Enjoy All Your Problems
সমস্যা গুলোকে উপভোগ করো   
প্রতিটি সমস্যার একটি সমাধান থাকে সুতরাং আমরা কেন সমস্যাকে ঘৃনা  করবো ? কেন আমরা ঝগড়া বিহীন অস্তিত্ব আশা করবো যখন কেহ  মানসিক ভাবে অসুস্ত থাকে, কেন আমরা বলিসে সমস্যায় ভুগছে ?“
গভীর ভাবে চিন্তা কর , কোথায় আমাদের  জ্ঞান জাগ্রন হবে , আমরা জানি যে সমস্যা আমাদের সবার জন্য ভাল যখন আমার মেয়ের শিক্ষকের সাথে একটা ঘরে কথা বলি , তখন সে বলেআপনার মেয়ে গনিতে অনেক ধরনের সমস্যা করে যেটা সে গত বছরে সমাধান করছে তখন আমি বলিএটা তো চমৎকার
কেন আমি ভাবলাম এটা চমৎকার , যখন আমার মেয়ে বেশি সমস্যার সম্মুখিন হয় এবং সে সমাধান করে
কিন্তু যদি আমি ভাবতাম সমস্যা তো সমস্যাই ?
তাহলে ?

কারণ আমি জানি যেকোন কারণে সমস্যা আমার বাচ্চাদের জন্য ভাল
সমস্যা সমাধানের মাধ্যমে আমার বাচ্চা গুলো আরো বেশি আত্মসচ্ছল হয়ে উঠবে তারা তাদের মনকে আরো বেশি বিশ্বাস করতে শিখবে ভবিষ্যতে তারা নিজেদের কে একজন সমস্যা সমাধানকারী হিসাবে দেখবে
আমাদের নিজেদের সমসস্য নিয়ে কিছু কুসংস্কার আছে আমাদের প্রবনতা আমরা বরং সেগুলো সমাধান না করে , সেগুলো থেকে দূরে  থাকি
আমাদের আছে কিছু অমঙ্গলজনক সমস্যা , যেমন ধরুন আমাদের খারাপ ফলাফলের নথী যেগুলো সবসময় আমাদের খাটের নিচে থাকে
যখন মানুষ  তাদের সমস্যা নিয়ে কিংবদন্তী বীমা দানব খাত ডব্ল ক্লিমেন্ট স্টনের কাছে আসতো,
সে তখন চিৎকার করে বলতো  তোমরা আনেক সমস্যার দেখা পেয়েছো , এটা অনেক চমৎকার
এটা ভাল ছিল যে সময় সে কাহকে গুলি করে হত্যা করনি , সমস্যা নিয়ে চলা আমাদের এই কুসংস্কার নিয়ে
কিন্ত সমস্যা সবসময় আমাদের জন্য ভয়ংকর নয় সমস্যা অভিষাপ নয় সমস্যা খুব সাধারণ একটা কটিন খেলা একটা খেলোয়ারের জন্য, একটা মনেরখেলা
আর একজন সত্যিকারের খেলোয়ার সবসময় চায় খেলাটা যেন দীর্ঘ সময় ধরে চলে
The Road Less traveled  বই তে বলা আছেসমস্যা হল সাহস   জ্ঞানের সামনের দিক
সব থেকে ভাল রাস্থা হল সমস্যা গ্রস্থ পথে খুব দ্রত অভিগমন করা যেমন টা তুমি দাবা খেলতে বস কর অথবা যেটা তুমি বাসকেট বল খেলতে দ্রুত চ্যালেন্স ছুড়ে দা্ও
আমার খেলার একটা প্রিয় পথ হল সমস্যার সাথে পথ চলা , বিশেষ করে যখন দেখি আমি হতাস হয়ে যাই তখন আমি নিজেকে প্রশ্ন করিএই সমস্যা সমাধানের জন্য মজাদার পথ টা কি  ? কি হতে পারে একটা হাস্য উজ্জ্বল সমাধান
এই প্রশ্ন আমার কখনো ব্যর্থ হতে দেইনাই বরং পেয়েছি নতুন চিন্তার প্রন্থা
Richard Batch যিনি Illusions গ্রন্থের লেখক, তিনি বলেছেনসমস্যাই জীবন
Dr. Andrew Weil বলেছেন  অসুস্ততা হল একটা উপহার “ “ কারণ অসুস্ততা হলএক ধরণের শক্তিশালী কর্ম প্রেরণা পরবির্তনের জন্য
যদি তুমি ভাব তোমার সমস্যা তোমার অভিষাপ ত্হলে এই প্রেরণা খুজে পেতে অনেক কষ্ট হবে যদি তুমি সুযোগ কে ভালবাসতে পার, ত্হলে আত্মপ্রেরণা বৃদিধ পাবে

Book : 100 ways to motivate Yourself
Author : Chandler, Steve
Bangla Trs : Tapos Saha