Wednesday, December 13, 2017

দুঃখ

ধনীরা যে মানুষ হয় না, তার কারণ ওরা কখনো নিজের অন্তরে যায় না। দুঃখ পেলে ওরা ব্যাংকক যায়, আনন্দে ওরা আমেরিকা যায়। কখনো ওরা নিজের অন্তরে যাতে পারে না, কেননা অন্তরে কোনো বিমান যায় না/

 


নিজের কাজ করুন , আনন্দ করুন , সুখী হোন , শান্তিতে থাকুন।

iamtapos.blogespot.com

  নিজের কাজ করুন , আনন্দ করুন , সুখী হোন , শান্তিতে থাকুন।



তাই হওয়ার পেছনে সময় দিন , যা আপনি হতে চান। সুখী হোন তাই করে, যা করতে আপনার সুখ লাগে। অন্য কেউ কি ভাবল তা তাদেরকে ভাবতে দিন। পৃথিবীতে আপনি যাই করেন না কেন , যাই হোন না
কেন , এক পক্ষ আপনাকে পছন্দ করবে না ,
সমালোচনা করবে।
আপনার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কে ?
তার হেটারস নেই ? সমালোচক নেই ? তাকে অপছন্দ করে এমন কোনো মানুষ কি নেই ? তাহলে আপনি কে যে সবাই আপনাকে পছন্দ করবে , আপনার কাজের প্রশংসা করবে ?
তাই কে কি ভাববে এই চিন্তায় কখনো মগ্ন থাকবেন না , এসব চিন্তা করে নিজের কাজ নিয়ে কনফিউশনে থাকবেন না।
আশেপাশের অল্প কয়েকজন ছাড়া বাকি পৃথীবীর বিভিন্ন মানুষের মন্তব্য আপনার জীবনে অপ্রয়োজনীয়। নিজের কাজ করুন , আনন্দ করুন , সুখী হোন , শান্তিতে থাকুন।
 iamtapos.blogespot.com